অ্যাপেন্ডিসাইটিসের অপারেশান হবে। রোগীকে অজ্ঞান করার তোড়জোড় চলছে। হঠাৎ অপরেশান টেবিল থেকে রোগী লাফিয়ে নেমে ছুটে পালাল। তাকে অনেক বুঝিয়ে কেবিনে ফিরিয়ে আনা হলো।
এরপর বাড়ির লোক তার পালানোর কারণ জানতে চাইলে রোগী বললো—
রোগী: অজ্ঞান করার আগে নার্স বলছে, এটা খুব সোজা অপারেশন, মনে একটু জোর রাখুন। ঘাবড়ানোর কোনো কারণ নেই।
বাড়ির লোক অবাক হয়ে বলে—
বাড়ির লোক: নার্স তো ঠিক কথাই বলেছে। রোগীকে অপারেশনের আগে এভাবেই তো সাহস দিতে হয়।
রোগী: না, আসলে নার্স কথাটা আমাকে বলেনি। সে ডাক্তারকেই বলেছিল।
https://durjoykumerpaul.blogsp....ot.com/2022/04/gitap #durjoykumerpal #gitapath