ঘরে বসে অনলাইনে চাকরি হাতে কলমে বিস্তারিত ২০২২
ঘরে বসে অনলাইনে চাকরি নিয়ে অনেকে ই অনেক চিন্তা ভাবনা করে তবে বর্তমান যুগ ডিজিটাল সবচেয়ে সহজে আয় করার জন্য রয়েছে হাজার ও পদ্ধতি। আমরা আজকে ঘরে বসে আয় করা যায় এরকম ৫০ টি উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।
বর্তমানে নারী জাগরনের ফলে সকল মেয়ে ই স্বাধীনতা চায় আর তার এই স্বাধীনতা বাস্তবায়নের পিছনে থাকে টাকা যদি কোন মানুষ টাকা আয় না করতে পারে তাহলে সে তার স্বাধীন ভাবে চলতে পারেনা, অন্য কারো উপরে নির্ভরশীল অবশ্যই থাকতে হবে সুতরাং ছাত্র-ছাত্রীদের আয় করা বর্তমানে খুব ই জরুরী।
আপনি চাইলে অনলাইন বা অফলাইনে ও টাকা আয় করতে পারেন, অনলাইনে ইনকাম বলতে আমরা বুঝাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে কাজ করে দিয়ে টাকা আয় করা বা আপনি ইন্টারনেটের মাধ্যমে এমন বিষয় তৈরী করেছেন যেটি দিয়ে আপনার আয় হবে। উদাহরন স্বরুপ: আপনি এখন আমাদের এই লেখাটি পরতেছেন যার ফলে আপনি নতুন একটি বিষয় জানতে পারছেন এবং আপনার এই ভিজিটের ফলে আমাদের এই ওয়েবসাইটে গুগল এ্যাড দেখাল এবং আমাকে কিছু টাকা দিল আর এটা ই হলো আমার ইনকাম। সুতরাং অনলাইন বা অফলাইনে আয় করা বর্তমানে খুব ই সহজ হয়ে দাড়িয়েছে। আবার অফলাইন ইনকাম বলতে ঘরে বসে কোন ইন্টারনেট ব্যতীত যেকোন কাজ করে টাকা আয় করা। উদাহরন স্বরুপ বলা যায়: সেলাই মেশিনে কাজ করা, বিভিন্ন কাগজের বা প্লাস্টিকের বোতল বা কটন বার্ড দিয়ে ফুল তৈরী করা ইত্যাদি।
অনলাইনে কিভাবে আয় করা যায়?
ফেসবুক পেজের মাধ্যমেঃ বর্তমানে অনেকে ই রয়েছে যারা শুধুমাত্র একটি ফেসবুক পেজ খুলে বিভিন্ন ধরনের ভিডিও সেই পেজে আপলোড করে যার ফলে দ্রুত ই তার পেজ টি গ্রো হয় এবং লাইক বাড়ে এবং পেজের ভিডিও গুলো এর ভিউ বাড়ে। আপনি যদি একটি ফেসবুক পেজ
Readmore https://learninfo.xyz/
শ্যাওলা রঙের দুপুর!
ছেলেটি বাইকে বসা শ্যাওলা রঙের টি শার্টে। রাস্তায় গরমের তাপ বেশ। তাই হয়ত হেলমেট খুলে চুল গুলো এলে দিল। চোখগুলো মাতাল লাল। দেখেই বোঝা যাচ্ছে প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। ছেলেটা হেলমেট খুলেই আমার বা পাশের দিকে তাকালো। পুরা রাস্তা জ্যামে আটকা। ছেলেটি নিশ্চয়ই জানে তার চোখের চাহুনি সুন্দর। তাই যত্ন করেই আমাকে একবার খুব করে দেখে নিল। ছেলেটি নিজেকে একটু ভাল করে আমার বা দিকে খানিকটা ঝুঁকে দেখছে। সেদিকে কি হচ্ছে বিষয়টি বোঝার চেষ্টা করছে। আমিও বা দিকে ঘুরে দেখি মাও বা পাশে কি যেন দেখছে। আসলে অনেকেই জ্যামে বসে বসে দেখছে। এবার আমি দেখলাম বা দিকে এক রিকসাওয়ালার সাথে যাত্রীর কথা কাটাকাটি। সমস্যা হল ভাড়া কম বেশি। ছেলেটি বাইক রাস্তার মাঝেই রাখে ঝগড়ার দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই লাইটার আছে। এবার যাত্রী আর চালক মিলে এক সাথে অবাক হয়ে বলল- ওই মিয়া রোযার দিনে কি কন?
ছেলেটি বলল- এবার ভাড়ার ব্যাপারে একমত হন। রোযার দিনে ন্যায়বিচার নিজেরাই করে সিদ্ধান্ত নেন।
ছেলেটি বাইকে এসে বসল। উচ্চতা বেশি না হলেও কেমন যেন মানানসই তার বাইকে। হেলমেটে চেগুয়েবার ছবি আর কিছু বাণী লেখা।
জ্যাম একটু একটু করে ছাড়ছে। আর ছেলেটাও একটু একটু করে বা দিকে আমার রিক্সার পাশে এসে দাঁড়িয়ে আমাদের চালককে বলল-
মামা, আমাকে বামে যেতে দেয়া যায়?
রিক্সাওয়ালা বলল- আপনে যাইয়েন।
ছেলেটি মোতালেব প্লাজার পাশের রাস্তা ধরে পরীবাগের দিকে গেল।
কে জানে ছেলেটি কোন বাগে যাবে!
#সৃষ্টি #premdevota #meghporifilms #linkeei #bd
শ্যাওলা রঙের দুপুর | #novel # premdevota # শ্যাওলা রঙের দুপুর # article
https://down.team-toucan.com/f....ree-netflix-accounts
৬,৯৩২ টি পদে সরকারি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
মাসিক বেতনঃ ৮২৫০ টাকা থেকে ৩৮,৬৮০ টাকা,
আবেদন করত এখানে ক্লিক https://jobsholders.com/bangla....desh-gov-publish-a-j
✅আবেদনের শেষ সময়ঃ ০৯ মে,, ২০২২ ইং
✅সকল জেলা থেকে আবেদন করা যাবে
৬,৯৩২ টি পদে সরকারি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
মাসিক বেতনঃ ৮২৫০ টাকা থেকে ৩৮,৬৮০ টাকা,
আবেদন করত এখানে ক্লিক https://jobsholders.com/bangla....desh-gov-publish-a-j
✅আবেদনের শেষ সময়ঃ ০৯ মে,, ২০২২ ইং
✅সকল জেলা থেকে আবেদন করা যাবে
জানাজার নামাজের দোয়া | জানাজার নামাজের নিয়ম
https://wikipediabangla.com/funeral-prayers/