দুনিয়াতে আসলে কেউই পরিপূর্ণ (Absolute) সুখী না..
একটু খেয়াল করে দেখবেন দুনিয়াবি যত কিছুই থাকুক আপনার চারপাশে সবাই কোন না কোন দিকে অসুখী,কোন না কোন ব্যাপারে অসন্তুষ্ট।
এজন্যই আল্লাহর রাসূল ﷺ বলেছেন, ‘আদম সন্তানকে এক পাহাড় পরিমান স্বর্ন দিলেও সে আরেক পাহাড় পরিমাণ স্বর্ণ চাইবে। কবরের মাটি ছাড়া কোন কিছুতেই আদম সন্তানের পেট ভরবে না।’
পরিপূর্ণ সুখের একমাত্র জায়গা হচ্ছে জান্নাত। সেখানে কেউ অসুখী হবেনা,কারো কোন ইচ্ছা চাহিদা অপূর্ণ থাকবে না,কারো মন কখনো খারাপ হবেনা, কোন দুশ্চিন্তা কাউকে গ্রাস করবে না আর কোন উৎকণ্ঠা কাউকে তাড়া করবে না।
আল্লাহ্ আমাদের সবাইকে সেই চিরকাঙ্ক্ষিত এমন জান্নাত দান করুক।
আমীন।