ফোন থেকে নির্দিষ্ট সময়ে বার্তা পাঠাবেন যেভাবে
***********************************************************************
জন্মদিন বা বিশেষ দিবস উপলক্ষে বন্ধু বা পরিচিতদের বার্তা পাঠান অনেকেই। কিন্তু মাঝেমধ্যে ব্যস্ততার কারণে সময়মতো বার্তা পাঠানো আর হয়ে ওঠে না। তবে অ্যান্ড্রয়েডের শিডিউল এসএমএস–সুবিধা কাজে লাগিয়ে চাইলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ব্যক্তিকে বার্তা পাঠানো যায়।
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগলের মেসেজেস অ্যাপ চালু করতে হবে। এরপর মেসেজেস অ্যাপের ডানে থাকা স্টার্ট চ্যাট বাটনে ক্লিক করে যে ব্যক্তিকে বার্তা পাঠাতে হবে, সেই ব্যক্তির ফোন নম্বর লিখে টেক্সট অপশনে বার্তা লিখতে হবে। এবার এসএমএস সেন্ড বাটনে দীর্ঘ সময় চেপে ধরলে তিনটি অপশন দেখা যাবে। শিডিউলড সেন্ড অপশন নির্বাচনের পর পরবর্তী পেজে তারিখ ও সময় নির্বাচনের অপশন পাওয়া যাবে। সুবিধামতো তারিখ ও সময় নির্ধারণ করে সেন্ড বাটনে ট্যাপ করলেই নির্ধারিত সময়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে বার্তা চলে যাবে।
source : প্রথম আলো
আইসিটি বিভাগের উদ্যোগে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন চলচ্চিত্র
***********************************************************************
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। আজ শুক্রবার সকালে রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অ্যানিমেশন চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, চলচ্চিত্রটির পরিচালক চন্দন কুমার বর্মন, সোহেল মোহাম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অ্যানিমেশন চলচ্চিত্রটিতে মা-বাবার আদরের খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব ভাই’ হয়ে উঠলেন, তা জানানোর পাশাপাশি তাঁর জীবনসংগ্রাম সংক্ষেপে তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন। চলচ্চিত্রটির অ্যানিমেশন তৈরি করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপার ট্যাগ লিমিটেড। চলচ্চিত্রটি শিগগিরই বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।
source : প্রথম আলো
চ্যাটজিপিটি অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে
***********************************************************************
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। এরই মধ্যে সাইবার হামলা চালিয়ে এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা। ফলে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি।
গ্রুপ আইবির তথ্যমতে, সাইবার হামলা এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এর ফলে অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের ব্যাংকের তথ্য, ই–মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। শুধু তা–ই নয়, তথ্যগুলো কাজে লাগিয়ে ফিশিং হামলাও চালাতে পারে হ্যাকাররা।
এক ব্লগ বার্তায় গ্রুপ আইবি জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের ভুয়া লিংকের মাধ্যমে ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের কম্পিউটার ও ফোনে প্রবেশ করেই ব্রাউজারে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ডসহ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করে। সংগ্রহ করা তথ্য দূরে থাকা হ্যাকারদের নিয়মিত পাঠাতেও পারে ম্যালওয়্যারটি।
এশিয়া প্রশান্ত অঞ্চলের বিভিন্ন দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলা সবচেয়ে বেশি হচ্ছে। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছেন। আর তাই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের পাসওয়ার্ড হালনাগাদের পাশাপাশি একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
source : প্রথম আলো
আইফোনে নতুন যে ৪ নিরাপত্তা সুবিধা আসছে
***********************************************************************
সম্প্রতি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বাজারে আসতে যাওয়া অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু নিরাপত্তা সুবিধা যোগ করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে অ্যাপল পণ্যের ডেভেলপারদের জন্য অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। নতুন অপারেটিং সিস্টেমটিতে যুক্ত হওয়া চারটি নিরাপত্তা সুবিধা জেনে নেওয়া যাক—
ছবি বা ভিডিও আদান-প্রদানের নতুন পদ্ধতি
বন্ধু বা পরিচিত ব্যক্তিদের পাঠানো অশ্লীল ছবি ও ভিডিওর কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আর তাই এয়ার ড্রপ বা আই মেসেজের মাধ্যমে আদান-প্রদান করা অশ্লীল ছবির নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে ঢেকে দেবে নতুন আইওএস। এমনকি ভিডিওর অশ্লীল দৃশ্যও বিশেষ আবরণের মাধ্যমে ঢেকে দেওয়া হবে। ফলে অন্যদের পাঠানো অশ্লীল ছবি বা ভিডিও থেকে মুক্তি মিলবে।
ছবি ব্যবহারের অনুমতি
সর্বশেষ সংস্করণের আইওএসে কোন কোন অ্যাপ আইফোনে থাকা ছবি দেখতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া যায়। নতুন সংস্করণটিতে এ সুবিধার পরিধি আরও বড় করছে অ্যাপল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অ্যাপগুলোকে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে আইফোনে থাকা ছবি বা ভিডিও দেখার অনুমতি দেওয়া যাবে। ফলে ব্যক্তিগত ছবি নিরাপদে রাখা যাবে।
সাফারি ব্রাউজারে গোপনে ব্রাউজিং
গুগল ক্রোমের ইনকগনিটো মোডের আদলে সাফারি ব্রাউজারেও প্রাইভেট ব্রাউজিং করা যাবে। এর ফলে ব্যবহারকারীর অবস্থান বা ইন্টারনেট ব্যবহারের ইতিহাস ব্রাউজার জানতে পারবে না।
সাফারি ব্রাউজারে অ্যাডভান্সড ট্র্যাকিং সুবিধা
সাফারি ব্রাউজারে ‘অ্যাডভান্সড ট্র্যাকিং’ নামের আরও একটি সুবিধা পাওয়া যাবে। এ সুবিধা চালু হলে ইন্টারনেট ব্যবহারের সময় ব্যবহারকারীদের অবস্থান বা আইফোনের মডেল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে না ওয়েবসাইটগুলো। ফলে নিজেদের নিরাপদ রাখতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।
সূত্র: ইন্ডিয়া টুডে
source : প্রথম আলো
চুক্তির পর নায়িকাকে কোন রিসোর্টে নিয়ে যাওয়া হবে, ‘ফান’ করে বলেছিলেন গল্পকার!
***********************************************************************
‘লিপস্টিক’ ছবিতে আদর আজাদের নায়িকা হওয়ার কথা ছিল কলকাতার দর্শনা বণিকের। চলতি বছর এপ্রিল মাসে ছবির পরিচালক কামরুজ্জামান রোমান ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু কলকাতায় গিয়ে দর্শনা বণিকের সঙ্গে কথা বলে তাঁকে চূড়ান্ত করেন। গত মে মাসের শেষের দিকে নায়িকার সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল।
হঠাৎ করেই ২০ জুন জানা যায় দর্শনা নন, ‘লিপস্টিক’-এর নায়িকা হচ্ছেন পূজা চেরি। পূজা চুক্তি করছেন, এমন একটি ছবি ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে ছবিটি থেকে দর্শনার বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
হঠাৎই ‘লিপস্টিক’ ছবিতে পূজা চেরির চুক্তিবদ্ধ হওয়ার খবর জেনে অবাক হন দর্শনা। আজ দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে দর্শনা জানান, তাঁকে না জানিয়েই নায়িকা পরিবর্তন করা হয়েছে। এটি তাঁর কাছে ভালো মনে হয়নি।
দর্শনা বলেন, ‘তাঁদের ছবি, তাঁরা নায়িকা পরিবর্তন করতেই পারেন। তবে আমাকে তো জানানো যেত। কারণ, যখন কথাবার্তা চূড়ান্ত হয়, তখনই আমাকে নিয়ে বাবু ভাই বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছেন। এখন দেখছি ছবিতে অন্য নায়িকা। বিষয়টি আমার জন্য অপমানজনক। মানুষ আমাকে নিয়ে এখন ভুল বার্তা পেল।’
কী কারণে আপনাকে বাদ দেওয়া হলো? জানতে চাইলে দর্শনা বলেন, ‘আমরা ধারণা, মে মাসের প্রথম দিকে জহির বাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কিছু কথোপকথন হয়। একপর্যায়ে তিনি আমাকে বলেন “প্রোডিউসার বলেছেন, চুক্তি করার পর দর্শনাকে কোন রিসোর্টে নিয়ে যাওয়া হবে?” তখনই আমি বাবু ভাইকে বলেছিলাম, এ ধরনের আলাপে আমি সাচ্ছন্দ্য নই। পরে উনি বিষয়টিকে ফান (মজা) বলেছেন।’
দর্শনা আরও বলেন, ‘ওই সময় আমি তাঁকে বলেছিলাম, কিছু বিষয় নিয়ে এ ধরনের মজা যেন না করা হয়। এর পরিপ্রেক্ষিতে জহির বাবু আমাকে বলেছিলেন, এ ধরনের মজাই যদি না বোঝেন, তাহলে আপনার সঙ্গে কাজ করব কী করে? এর পর থেকে তিনি আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি ধারণা করছি, তাঁর ওই প্রস্তাবটি ভালোভাবে না নেওয়ার কারণে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন, কাজ থেকে বাদ দিয়েছেন আমাকে। আমার প্রশ্ন, এটি (ছবি থেকে বাদ পড়া) কি ওই কথোপকথনেরই ফল?’
এই নায়িকার ভাষ্য, ‘ধরে নিলাম, আমি যেটি ভাবছি, সেটি না–ও হতে পারে। এটি তাঁদের প্রজেক্ট অন্য কোনো কারণে আমার সঙ্গে কাজটি করতে আগ্রহী নয়, অন্তত দুলাইনের বার্তাও তো আমাকে পাঠানো যেত।’
রিসোর্টে যাওয়ার প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছেন আবদুল্লাহ জহির বাবু। তবে তিনি জানান, সেটি ছিল স্রেফ ফান করে বলা। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘হাসতে হাসতে আমি স্রেফ মজা করেই কথাগুলো বলেছিলাম। কিন্তু তিনি যে এভাবে প্রতিক্রিয়া দেখাবেন বুঝিনি। এ জন্য তাঁকে এ–ও আমি বলেছিলাম, মজাই যদি না বোঝেন, তাহলে আপনার সঙ্গে কাজ করব কী করে।’
তাহলে কি এ কারণেই দর্শনাকে বাদ দিয়েছেন ছবি থেকে? জানতে চাইলে এই গল্পকার বলেন, ‘না না, এ কারণে হবে কেন? সমস্যা হয়েছে অন্য জায়গায়। বাংলাদেশ ব্যাংকে ডলার–সংকট। এই মুহূর্তে বিদেশি কোনো শিল্পীকে এনে পারিশ্রমিক দিতে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো সম্ভব নয়। এ কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে দেশ থেকে নায়িকা নেওয়া হয়েছে।’
নায়িকা পরিবর্তনের বিষয়টি দর্শনাকে না জানানোর ব্যাপারে বাবু বলেন, ‘তাঁকে জানিয়ে অন্য নায়িকা বা পূজা চেরিকে নিতে হবে, সেই বাধ্যবাধকতার মধ্যে তো আমরা নাই। তবে জানানোর সময় পাইনি, আমার হোয়াটসঅ্যাপ পর্যন্তও বন্ধ ছিল। অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমরা তো তাঁকে পছন্দ করেই চূড়ান্ত করেছিলাম। আমি ভেবেছিলাম, এটিতে হলো না, আমাদের প্রতিষ্ঠান আরেকটি ছবি করবে, সেটাতে সাইন করাব। কিন্তু মেয়েটা তো সময়ই দিল না। সবাইকে ঘটনাটা জানিয়ে দিল, নিউজ হলো।
source : প্রথম আলো
শাকিবের পর এবার লুক দিয়ে চমকে দিলেন দেব
***********************************************************************
বাণিজ্যিক সিনেমার তারকা নিজেদের লুক নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করতে চান না। করলে কী হয়, তার প্রমাণ শাকিব খানের ‘প্রিয়তমা’র লুক। গত মঙ্গলবার প্রকাশিত শাকিব খানের অশীতিপর বৃদ্ধের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের লুক।
দেব যে ‘বাঘাযতীন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেটা পুরোনো খবর। মাঝখানে ছবিটির শুটিংয়ে তাঁর আহত হওয়ার খবরও এসেছে সংবাদমাধ্যম। জানা গেছে, ছবিটিতে বাঘাযতীনের সঙ্গে বাঘের একটি লড়াইয়ের দৃশ্যও থাকবে।
এবার প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। যা চমকে দিয়েছে ভক্ত-দর্শকদের। আজ পোস্টারটি শেয়ার করে টুইট করেছেন দেব।
জানিয়েছেন, কেবল বাংলায় নয়, ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে। টুইটে দেব লিখেছেন, ‘ভারতের ভূমিপুত্র বাঘাযতীনের অমর কাহিনিকে আমরা এই প্রথম বড় পর্দায় নিয়ে আসছি।’
পোস্টারে দেবকে দেখা যাচ্ছে, পাঞ্জাবি সরদারজির লুকে। খাকি পোশাকে কাঁধে বন্দুক। দুই চোখে তীব্র দৃষ্টি। মাথায় পাগড়ি, মুখে লম্বা দাঁড়ি। এর আগে সাধুর বেশে ছবিতে তাঁর একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, ছবিতে আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে।
দেবের এই বিশেষ লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর। দেবের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত। ছবিটি আগামী ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
ছবিটিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেছেন দেব। ‘বাঘাযতীন’ পরিচালনা করেছেন অরুণ রায়।
source : প্রথম আলো
‘ধরব কিন্তু ছোঁব না’, ছবির প্রচারে সিয়ামের নতুন ‘কৌশল’
***********************************************************************
দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল পরিচালক নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র ও একটি ভিডিও পোস্ট করেন।
পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিওতে সিয়ামকে বলতে শোনা গেছে ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা। কী এই নতুন কৌশল, কোন পরিপ্রেক্ষিতে এমন কৌশলের কথা বললেন সিয়াম।
দীপঙ্কর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক পাশে সুনেরাহ, অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম।
পোস্টটিতে পরিচালক লিখেছেন, ‘সিয়ামকে বলেছিলাম প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই...শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’ সঙ্গে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেছেন, ‘খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্রাটেজি হাতে নিয়েছি—দুই পাশেই হাতে আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।’
কেমন এমন ‘কৌশল’ আর কেনই-বা তা ঘটা করে ফেসবুকে জানানো, সেটা অবশ্য সিয়াম বা পরিচালক দীপন কেউই স্পষ্ট করেননি।
তবে গত বছর রায়হান রাফীর ‘দামাল’ সিনেমার প্রচারের আগের ঘটনা যদি কেউ মনে করেন, তা হলে হয়তো সিয়ামের এই ‘কৌশল’ কাকতালীয় মনে না-ও হতে পারে।
রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে ছিলেন সিয়াম, মিম, শরীফুল রাজ। তখন মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এমন কী ‘দামাল’ প্রচারণার সময় রাজ ও মিমের ‘হাত ধরাধরি’ নিয়েও পোস্ট করেছিলেন পরী।
‘অন্তর্জাল’-এ অবশ্য শরীফুল রাজ নেই। তবে সিয়ামের ‘ধরব কিন্তু ছোঁব না’ বার্তার পর ছবিতে না থাকলে ‘দামাল’-এর ঘটনার সূত্র ধরে কারও যদি রাজ-পরীর কথা মনে পড়ে তাঁকে দোষ দেওয়া যাবে?
source : প্রথম আলো
চাষাবাদের জমি কিনলেন শাহরুখ-কন্যা ‘কৃষিবিদ’ সুহানা
***********************************************************************
এখনো অভিনয়জগতে পা রাখেননি শাহরুখ-কন্যা সুহানা খান। কিন্তু তাঁর অনুরাগীর সংখ্যা বিটাউনের যেকোনো শীর্ষস্থানীয় নায়িকার থেকে কম কিছু নয়। তাঁকে ঘিরে যেকোনো খবর নেট-দুনিয়ায় সাড়া ফেলে। আজ তাঁর একটি জমি কেনার খবরে নেট–পাড়া সরগরম। সুহানা কৃষিজমি কিনে দারুণভাবে চর্চায় উঠে এসেছেন।
এটা হয়তো কারও জানার বাকি নেই, বাবা শাহরুখ খানের পথ ধরে অভিনয়জগতে আসতে চলেছেন সুহানা। শিগগিরই তাঁকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবিতে দেখা যাবে। শাহরুখ কয়েক বছর আগে মুম্বাইয়ের কাছাকাছি আলিবাগের থল গ্রামের সমুদ্রতটে একটি বিশাল বাংলো নির্মাণ করে খবরে উঠে এসেছিলেন। এবার সেই থলেই এক বিশাল কৃষিজমি কিনলেন সুহানা। অভিনয়জগতে পাকাপাকিভাবে নামার আগে কয়েক কোটি রুপির জমির মালিক হলেন তিনি।
সুহানা আলিবাগের থল গ্রামে ৩টা ঘরসহ ১ দশমিক ৫ একর জমি কিনেছেন। আর এর জন্য তাঁকে দিতে হয়েছে ১৩ কোটি রুপি। থল গ্রামের এই সম্পত্তির সঙ্গে বলিউডের একটি সংযোগ আছে। জানা গেছে, এই কৃষিজমিটি সুহানা কিনেছেন হিন্দি ছবির দুনিয়ার প্রবীণ অভিনেত্রী দুর্গা খোটের পরিবারের তিন কন্যা অঞ্জলি, প্রিয়া, আর রেখা খোটের থেকে। তাঁরা উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়েছিলেন। আর এখন সুহানার নামে এই জমি।
জানা গেছে, ১ জুন শাহরুখ-কন্যার নামে জমিটি নথিবদ্ধ করা হয়েছে। আর সুহানা জমি কেনার সময় ৭৭ দশমিক ৪৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। নথিবদ্ধের আইনি কাগজে তাঁকে ‘কৃষিবিদ’ হিসেবে দেখানো হয়েছে। তবে এই কৃষিজমিটিকে ঘিরে খান পরিবারের কী পরিকল্পনা আছে, তা সময়ই বলবে।
এত কম বয়সে সুহানার এই বিশাল অঙ্কের সম্পত্তি কেনার খবরে শাহরুখ–ভক্তরা যারপরনাই খুশি। এই সিদ্ধান্তের জন্য অনেকেই তাঁকে বাহবা জানাচ্ছেন। এর আগে শাহরুখের আলিবাগের বাংলোর বেশ কিছু ছবি নেট–দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
কিং খানের এই বিলাসবহুল বাংলোতে আমোদ–প্রমোদের সব রসদই মজুত আছে। বাংলোর মধ্যে সুইমিং পুল, জিম, মিনি থিয়েটার, এমনকি হেলিপ্যাড-ও আছে। শাহরুখ এই বাংলোতেই তাঁর ৫২তম জন্মদিন উদ্যাপন করেছিলেন। বিটাউন থেকে বেশ কিছু তারকা তাঁর জন্মদিনের পার্টিতে শামিল হতে আলিবাগের থল গ্রামে উড়ে গিয়েছিলেন। শহুরে কোলাহল থেকে দূরে থাকতে বিটাউনের বেশ কিছু তারকা আলিবাগে খামারবাড়ি বানিয়েছেন। এই তালিকায় আছেন জুহি চাওলা, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা-বিরাট কোহলিসহ আরও অনেকে।
কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবির প্রথম ঝলক মুক্তির পর শাহরুখ তাঁর আদরের সুহানাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। জোয়া আখতার পরিচালিত এই ক্ল্যাসিক ছবিতে সুহানাকে অন্যতম মূল চরিত্রে দেখা যাবে।
সুহানা ছাড়া এই ছবিতে একঝাঁক নতুন মুখের আত্মপ্রকাশ হতে চলেছে। আর তাঁদের মধ্যে বেশ কিছু তারকা সন্তান আছেন। সুহানা ছাড়া ‘দ্য আর্চিজ’-এ আছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডাসহ আরও অনেকে। শিগগিরই এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে।
source : প্রথম আলো
আমি তোমার ওই সব সাবেক প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়, ফেসবুকে পরীমনি
***********************************************************************
ঢাকাই ছবির তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য কলহ প্রায়ই চার দেয়ালের বাইরে চলে আসে। তবে গত মাসে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও চিত্র ফাঁসকে কেন্দ্র করে তাঁদের কলহ চরমে ওঠে। সেটা এতটাই যে দুই তারকার পাল্টাপাল্টি বক্তব্যে স্পষ্ট হয়, তাঁদের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপারমাত্র।
পরীমনি ও রাজের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ শুক্রবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী।
স্ট্যাটাসে রাজের সঙ্গে তাঁর দূরত্ব আরও স্পষ্ট হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’ পুরো পোস্টের কোথাও অবশ্য রাজের নাম লেখেননি পরী।
তাঁর পোস্টটি অনুসারীদের মধ্যে সাড়া ফেলেছে, মাত্র ৪০ মিনিটের মধ্যেই পোস্টটিতে ১৪ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।
পরীর স্ট্যাটাসের সঙ্গে তসলিমা নাসরিনের লেখা ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের মিল আছে। কবিতাটির কয়েকটি ছিল এমন, ‘অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরেই, অথচ দেখা হবে না।’
পরীমনি পোস্টটিতে মন্তব্য করার সুযোগ রাখেননি। মন্তব্য করার সুযোগ থাকলে জানা যেত, তাঁর পোস্টটি নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া।
গত ২৯ মে রাতে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এর পর থেকেই পরী ও রাজের নতুন ঝামেলার সূত্রপাত। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাস্টাসের পর প্রথম আলোর আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’-এ হাজির হয়ে নিজেদের অবস্থান জানান রাজ ও পরীমনি।
source : প্রথম আলো