এক বিকেলে পার্কে হাঁটছি। দেখি এক পরিচিত উল্টো হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে জানতে চাইলো রফিক—
রফিক: আঙ্কেল, ঘটনা কী?
ভদ্রলোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তো দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টা হয়ে দৌড়াচ্ছি।
৯টি মজার ঘটনা!
১) তুমি সাবান দিয়ে চোখ
পরিষ্কার
করতে পারবে না!
২) তুমি তোমার চুল গুনতে পারবে না!
৩) তোমার
জিহ্বা বাহিরে থাকা অবস্থায়
তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না!
৪) তুমি এখন ৩ নাম্বার
টা চেষ্টা করছো!
৬) যখন তুমি ৩ নাম্বার
টা চেষ্টা করছো তখন
দেখলে তুমি নিঃশ্বাস
নিতে পারছো,
আর
তোমাকে কুকুরের মত লাগছে!
৭) তুমি এখন হাসছো কারন
তুমি বোকা হলে!
৮) তুমি পাঁচ নাম্বারটা মিস
করেছো!
৯) এখন তুমি দেখছো সত্যি ৫
নাম্বারটা আছে নাকি!
এখন কষ্ট করে আর একটু মুচকি হাসি দেও। এভাবে হাসতে থাকো , হাসিতে তোমাকে অনেক সুন্দর লাগে👌😉