CJ is one of some wandering characters that can pop up round your island in Animal Crossing: New Horizons.
https://www.lolga.com/
উইলিয়াম শেক্সপিয়ার (William Shakespeare) । তিনি ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে।
তাঁর যে রচনাগুলির মধ্যে রয়েছে ১৫৪টি সনেট, ৩৮টি নাটক, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা।
এই লেখায় উইলিয়াম শেক্সপিয়ারের সেরা উক্তি ও বাণী তুলে ধরা হলো –
https://www.anuperona.com/will....iam-shakespeare-quot
#জীবন_দর্শন
আমি মানুষ নামক একটি প্রাণি। জন্মেছি পৃথিবী নামক ছোট্ট একটি জায়গায়। এখানে আগমণ করেছি পিতা-মাতার ক্রিয়ার ফলস্বরুপ। পিতা-মাতা আমার সৃজনকর্তা। অসহায় সময়গুলোতে
যারা নিঃস্বার্থভাবে আমার পাশে দাড়িয়ে আহার যুগিয়ে বড় করে তুলেছে তারা আমার পালনকর্তা। যে আমায় নিঃস্বার্থভাবে সঙ্গ দিচ্ছে সে আমার সঙ্গি। পৃথিবীতে আমার উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তির জন্য পৃথিবীতে আমার কর্ম হচ্ছে নিজের জন্য যে কাজটা ক্ষতিকর, অপরের জন্য সেই কাজগুলো না করা। মানবতা আমার ধর্ম। বিবেক আমার ধর্মগ্রন্থ। সমস্ত জীবের মঙ্গল কামনা আমার প্রার্থনা। অসহায় জীবের সেবা করা আমার ইবাদত। মানব জীবন থেকে দুঃখ দূর করা আমার পবিত্র যুদ্ধ। "আমি কারও ক্ষতি করব না, কাউকে আমার ক্ষতিও করতে দেব না" এটা আমার চলার মূলমন্ত্র। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে কর্ম করা আমার জীবিকা। মানব জাতী আমার সহোদর। সমস্ত জীব জাতী আমার পরিবার। কোন ভাইয়ের স্বাধীনতা কেড়ে নেব না, কাউকে আমার স্বাধীনতা কেড়ে নিতে দেব না। মনের সুখ প্রাপ্তি আমার সৎ কর্মের ফল। মনের অশান্তি আমার ভুল কর্মের ফল। পৃথিবীতে আমার এ জীবন শুধু মাত্র এক বারেরই প্রাপ্তি। তাই জীবন থেকে এক একটি সেকেন্ড গত হওয়া মানে অফেরতযোগ্য কিছু হারানো। আমার সৎ কর্মের জন্য পৃথিবীতে যে সাফল্য ও শান্তি লাভ করব তা আমার স্বর্গ। অসৎ কর্মের কারণে যে অশান্তি লাভ করব তা আমার নরক। পৃথিবীতে অত্যাধিক ভাল কাজ করার জন্য মানবজাতী আমাকে স্মরণ করে রাখার মানে আমার অমরত্ব লাভ বা স্থায়ী স্বর্গ প্রাপ্তি। অসৎ কর্মের কারণে পৃথিবীবাসি আমাকে ঘৃণা করার মানে আমার চিরকালীন নরক প্রাপ্তি। দেহ থেকে আমার প্রাণের বিদায় মানে পৃথিবী থেকে আমার অবসর প্রাপ্তি। আমার অবসর প্রাপ্তি মানেই নতুন কোন মুখের দায়িত্ব প্রাপ্তি। আর নতুন কোন মুখের দায়িত্ব প্রাপ্তি মানেই আমার পাঠের চীর সমাপ্তি। এই চীর সমাপ্তিকে কেন্দ্র করে মানুষ যে সব গল্প-গুজব রচনা করেছে সবই আজগুবি।
এক বনে এক কাক বাস করতো। কাকটি তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। কিন্তু একদিন সে একটি রাজহাঁস দেখতে পেল….. কিন্তু কথায় আছে, “নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।” কাকটি ভাবলো, আহা! রাজহাঁস কতই না সুন্দর! নিশ্চয়ই সে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাকটি তার এই ভাবনার কথা রাজহাঁস কে জানালো।
রাজহাঁস জবাব দিলো, “আসলে, আমি ভাবতাম আমিই বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি যতক্ষণ না আমি একটি টিয়াকে দেখলাম… টিয়ার গায়ে আছে দু’ধরনের রং।
https://www.golperasor.com/202....2/04/the-secret-to-h