যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন
#omarfarukrakib
যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন
#omarfarukrakib
শিশমহলে পা দিয়েই বাদশা প্রমাদ গুণলেন। বেলা দ্বিপ্রহর, খিদেয় পেট চুঁইছুঁই করছে। এ-সময়ে নাকে কোপ্তা কাবাবের গন্ধ এলেই তিনি খুশি হতেন, তার বদলে আতর আর গোলাপজলের খুশবুতে তার খালি পেট কেমন গুলিয়ে উঠল। এছাড়াও তাঁর কানে এল গগনভেদি সপ্তসুর যার সাতটি সুর সপ্তদিগন্তে ভেসে চলেছে, ‘সা’-এর সঙ্গে ‘রে’-এর কোন যোগাযোগ নেই, ‘গা’-এর সঙ্গে ‘মা’-এরও মুখ দেখাদেখি বন্ধ। ফোঁস করে একটা নিশ্বাস ফেললেন দিগ্বিজয়ী বাদশা। হায়! সারা দুনিয়া জয় করে এসে শেষে কিনা নিজেরই মহলে খেয়ালি এক বেগমের পাল্লায় পড়ে তাকে অনাহারে মরতে হবে! স্ত্রী এমনই বিষম বস্তু!
https://www.golperasor.com/202....3/01/badshah-begum-j
জল ছুঁয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার ?
#omarfarukrakib
ভালোবেসে যারা জীবন দিয়ে চলে
গেছে তারাই ভালো করেছে,
তা না হলে প্রতিদিনই নতুন
করে মনের মৃত্যু হতো ।
#omarfarukrakib
কার হার্টে কার বিট চলে,
কার আবেগে কে গলে,
কার চোখে কে অশ্রু ফেলে ।
#omarfarukrakib
ভালোবাসার অনুভুতিগুলো
খুব আজব রকমের হয়
কখনো কষ্টের মাঝে লুকানো
সুখ খুঁজে পাওয়া যায় ।
#omarfarukrakib
সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ।
#omarfarukrakib
পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল ।
#omarfarukrakib
যেই খাচাতে থাইকা
শিখলি প্রেমের মানেটা
সেই খাচাটা ছাইরা
যাইতেও কষ্ট পাইলি না ।
#omarfarukrakib
সুখী হতে চাও ? খুব সহজঃ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে ।
#omarfarukrakib