https://www.thebdchat.xyz/2022..../06/Israel-Defense-F
খালিদ বিন ওয়ালিদ রাঃ হতে বর্ণিত, তিনি বলেন- একদা এক ব্যক্তি রাসুল (সঃ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমি আপনার কাছে ইহকালীন ও পরকালীন কিছু বিষয়ে জিজ্ঞাসা করতে চাই।
জবাবে রাসুল (সঃ) বললেন- তোমার যা ইচ্ছে হয় জিজ্ঞেস কর। তখন উক্ত ব্যক্তি এক এক করে প্রিয় রাসূলকে ২৪ টি প্রশ্ন করলেন। যথাঃ
প্রশ্ন-১ঃ
আমি সবচেয়ে বেশি জ্ঞানী হতে চাই। ( কিভাবে সবচেয়ে জ্ঞানী হওয়া যায়।?)
রাসূল (সঃ) জবাবে বললেন-
"তুমি আল্লাহকে ভয় কর। তাহলে তুমি সবচেয়ে অধিক জ্ঞানী হয়ে যাবে।"
প্রশ্ন-২ঃ
আমি মানুষের মধ্যে সবচেয়ে অমুখাপেক্ষী হতে চাই।
জবাবঃ
"তুমি অল্পে তুষ্ট থাক। তবেই সবচেয়ে অধিক অমুখাপেক্ষী হবে।"
প্রশ্ন-৩ঃ
আমি মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হতে চাই।
জবাবে রাসূল স. বললেন-
"মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। সুতরাং তুমি মানুষের উপকারী হয়ে যাও।
প্রশ্ন-৪ঃ
আমি মানুষের মধ্যে সর্বাধিক ন্যায়পরায়ণ হতে চাই।
জবাবঃ
"তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্যও তাই পছন্দ কর। তাহলেই তুমি সর্বাধিক ন্যায়পরায়ণ হয়ে যাবে।"
প্রশ্ন-৫ঃ
আমি আল্লাহর নিকট বিশিষ্ট ব্যক্তি হতে চাই।
আল্লাহর রাসূল স. বললেন-
"তুমি বেশী করে আল্লাহকে স্মরণ (জিকির) কর।তাহলেই তুমি আল্লাহর নিকট বিশিষ্ট বান্দা হয়ে যাবে। "
প্রশ্ন-৬ঃ
আমি অনুগ্রহকারীদের (মু্হসিন) দলভুক্ত হতে চাই।
জবাবঃ
"আল্লাহর ইবাদত ঐভাবে কর যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তা না পার অন্তত এতুটুকু বিশ্বাস কর যে তিনি তোমাকে দেখছেন।"
প্রশ্ন-৭ঃ
আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই।
নবী স. জবাবে বললেন-
"তোমার চরিত্র ভালো কর। তবেই তোমার ঈমান পুর্ণতা পাবে।"
প্রশ্ন-৮ঃ
আমি আল্লাহর আনুগত্যকারীদের অন্তর্ভূক্ত হতে চাই।
জবাবঃ
"তুমি আল্লাহর ফরজ বিধানসমুহ আদায় কর। তবেই তুমি আনুগত্যশীলদের অন্তর্ভূক্ত হবে।"
প্রশ্ন-৯ঃ
আমি পাপমুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করতে চাই।
জবাব তিনি বললেন-
"তুমি অপবিত্র হলে ভালো করে পবিত্রতার গোসল কর। তাহলেই কিয়ামতের দিন বে- গুনাহ অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে।"
প্রশ্ন-১০ঃ
আমি কিয়ামতের দিবসে নুরের মধ্যে আমার হাশর হওয়া পছন্দ করি।
রাসূল স. এর জবাব-
"তুমি কারো উপরে জুলুম করো না। তাহলেই কিয়ামতের দিবসে নূরের মধ্যে তোমার হাশর হবে।"
প্রশ্ন-১১ঃ
আমি পছন্দ করি আমার রব আমার উপর দয়া করুক।
জবাবে রাসূল স. বললেন-
"তুমি তোমার নিজের প্রতি ও আল্লাহর সৃষ্টজীবের প্রতি দয়া কর। তাহলে আল্লাহ তোমার উপর দয়া করবেন।
প্রশ্ন-১২ঃ
আমি চাই যে আমার গুনাহ কম হোক।
জবাবঃ
"আল্লাহর কাছে তওবা করো। তাহলে (ক্ষমাপ্রাপ্ত হয়ে) তোমার গুনাহ কমে যাবে। "
প্রশ্ন-১৩ঃ
আমি মানুষের মাঝে সম্মানিত হওয়াকে পছন্দ করি।
রাসূল স. এর জবাবঃ
"তুমি মানুষের নিকট আল্লাহর বিরুদ্ধে নালিশ করো না। তাহলে তুমি সম্মানিত হতে পারবে।"
প্রশ্ন-১৪ঃ
আমি চাই আমার রিজিক বিস্তৃত হোক।
জবাবে তিনি বললেন-
"সর্বদা পবিত্র অবস্থায় থাক। তাহলে তোমার রিজিক প্রশস্ত হবে। "
প্রশ্ন-১৫ঃ
আমি আল্লাহ ও তার রাসূলের প্রিয়জনের অন্তর্ভুক্ত হতে চাই।
জবাব ছিলো-
"তবে আল্লাহ ও তার রাসুল যা পছন্দ করেন তুমিও তাই পছন্দ কর।"
প্রশ্ন-১৬ঃ
আমি আল্লাহর ক্রোধ থেকে নিরাপদ থাকতে চাই।
জবাবঃ
"তুমি কারো প্রতি রাগান্বিত হয়ো না। তাহলে তুমি আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকতে পারবে।"
প্রশ্ন-১৭ঃ
আমার দোয়া কবুল হোক আমি তা পছন্দ করি।
জবাবঃ
"তুমি হারাম থেকে বিরত থাক, তাহলে তোমার দোয়া কবুল হবে।"
প্রশ্ন-১৮ঃ
আমি চাই যে আল্লাহ আমাকে জনসমক্ষে অপমান না করুক।
রাসূল স. বললেন-
"তোমার লজ্জাস্থানের হিফাজত কর, যেন জনসম্মুখে তোমাকে অপদস্ত করা না হয়।"
প্রশ্ন-১৯ঃ
আমি কামনা করি আল্লাহ যেন আমার দোষত্রুটি গোপন রাখেন।
জবাবে রাসূল স. বললেন-
"তুমি অপর মুসলিম ভাইয়ের দোষত্রুটি গোপন রাখো, তবে আল্লাহও তোমার দোষত্রুটি গোপন রাখবেন।"
প্রশ্ন-২০ঃ
কোন জিনিস আমার গুনাহসমুহ মিটিয়ে দিবে ?
রাসূল স. বললেন-
"চোখের পানি, নম্রতা এবং রোগব্যাধী তোমার গুনাহসমূহ মিটিয়ে দিবে।"
প্রশ্ন-২১ঃ
কোন নেক কাজ আল্লাহর নিকট সবচেয়ে উত্তম?
জবাবঃ
"উত্তম চরিত্র, বিনয়, বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা।"
প্রশ্ন-২২ঃ
কোন গুনাহ আল্লাহর নিকট সবচেয়ে বড়?
রাসূল স. জবাবে বললেন-
"মন্দ সভাব ও কৃপণতা আল্লাহর নিকট বড় গুনাহ।" প্রশ্ন-২৩ঃ
কোন জিনিস আল্লাহর গজবকে প্রশমিত করে?
জবাবঃ
"গোপনে দান-সদগাহ করা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।"
প্রশ্ন-২৪ঃ
কোন জিনিস জাহান্নামের আগুন নিভিয়ে দেয়?
জবাবে রাসূল সাঃ বললেন-
"রোজা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়।"
[সুত্রঃ কানজুল উম্মাল, খন্ডঃ ১৬, পৃষ্ঠাঃ ১২৭, হাদিসনং ৪৪ এবং ১৫৪]