রিয়েলমি ফোনের পাওয়া অফ করার নিয়ম
বর্তমানে চাইনিজ ফোনের মধ্যে বাংলাদেশে বেশি ব্যবহার হচ্ছে রিয়েলমি ফোন । দামে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এই ফোন । অ্যান্ড্রয়েড ১১ ভার্সন বা তার বেশি ফোনেরগুলোতে অনেক বেশি ফিচার যুক্ত করেছে ।
আর এখন সব ফোনে ব্যাটারি আলাদা করা যায় না। ব্যাটারি একই সাথে থাকে । সেই ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি খুলে ফোন অফ করার কোনো উপায় নেয় ।
তাই আপনার রিয়েলমি ফোন অফ করতে হলে পাওয়ার বাটন(Power button)০.৫ সেকেন্ড চেপে ধরলে গুগল এসিস্ট্যান্ট (Google assistant) জেগে উঠবে ।
যদি পাওয়ার বাটন ৩ সেকেন্ড চেপে ধরেন তাহলে নিচের ছবির মত Power off এর বাটন ভেসে উঠবে । তখন Power off এ ক্লিক করলে রিয়েলমি ফোন অফ হয়ে যাবে । এমন সব টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন । ধন্যবাদ ।