Bazra Shahi Mashjid | বজরা শাহি মসজিদ
মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।
Bazra Shahi Mashjid | বজরা শাহি মসজিদ
মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।
Bazra Shahi Mashjid | বজরা শাহি মসজিদ
মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।
Bazra Shahi Mashjid | বজরা শাহি মসজিদ
মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।
Bazra Shahi Mashjid | বজরা শাহি মসজিদ
মুগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১-৪২ খ্রিষ্টাব্দে মসজিদটি আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন।
মসজিদটি বর্তমানে ভাল অবস্থায় সংরক্ষিত, এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলির তালিকাতে রয়েছে।
আর বলবেন না কি যে গরম পরছে, গাড়ির এসিটাও ঠিক মত কাজ করছে না।
- 😜আসলে গাড়ি আছে সে গাড়িতে এসি আছে এটা জানানোর বাহানা মাত্র।
আর বলবেন না আপনার ভাবীর রান্নার যা হাত।
-😜অর্থাৎ নতুন বিয়ে করেছে সারা দিন বৌএর ধ্যাতানি খায় কাপড় কাচা থালাবাটি ধুতে হয় বা বৌ পাগল হাফ লেডিস😜
আর বলবেন না দেশের বাইরে এত পরিস্কার কদিন আগে ঘুরে আসলাম, এ দেশে আর থাকতে ইচ্ছা করেনা।
😜- কিশের বিদেশ গেছে কলকাতা বা নেপাল গেছে নাম মুখে নিতে নিজেই লজ্জা পায়।
আর বলবেন না আমার ফ্লাটটা খুব সস্তায় পেয়েছি।
- 😜শশুর বাড়ির টাকায় অথবা ঘুষের টাকায় কোনো থার্ড ক্লাস ফ্লাট চিপা গলির মধ্যে কিনেছে।
সর্বপরি এই টাইপ লোক গুলো সর্বদা আমি আমি করে এবং নিজকেই নিয়েই ব্যস্ত থাকে। এরা চরম স্বার্থপর এবং ছোটলোক। খুব নিচ থেকে উঠে এসেছে নতুবা মন মানষিকতা নিচু।
#collected
Sheikh Naimul Islam Durjoy
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?