আমার বাবা থিয়েটার কর্মী ছিলেন , ছোটবেলা থেকেই আমি আবার বাবার রিহার্সেল ফ্লোরে যেতাম , সবার অভিনয় দেখতাম , বাবা অভিনয় ও নাকি দেখেছি শো তে গিয়ে, তা আমার মনে নেই আম্মু বলে আমাকে , তবে আমার মঞ্চনাটক করার সুযোগ হয় নি । ৩ বছর বয়সেই আমি বুলবুল ললিতকলা একাডেমি ভর্তি হয়ে যাই নৃত্যের উপর তালিম নিতে , তাই আমার জগতে নাচ আর কিছুই ছিল না । এরপর যখন ক্লাস সেভেন এ পড়ি আমি টেলিভিশন নাটক করলাম , এর আগেও করেছি তবে কিছুই বুঝতাম না । আমি অভিনয়ের শুরু থেকেই চেয়েছিলাম মঞ্চে কাজ করবো , শিখবো , তবে করতে পারি নি , পড়াশুনা , শুটিং এবং অবশ্যই আঁশেপাশের মানুষের ইনফ্লুয়েন্সে হয় নি , তবে আমি সবসময় টের পেয়েছি অভিনয় নিয়ে আমাকে কাজ করতে হবে , আমাকে তালিম নিতে হবে , আমাকে শিখতে হবে । তারপর প্রথম কোভিডের পর পরই সৈয়দ জামিল আহমেদের কাছে একটি ৭ দিনের অভিনয়ের ওয়ার্কশপে যোগ দেই , এবং আমি বুঝি এই মানুষটাই আমাকে অভিনয় সম্পর্কে জ্ঞান দিবেন , আমাকে শিখতেই হবে , তারপর স্যার এর সাথে আর ও দুইটা ওয়ার্কশপ করি ডিরেকশনের এবং প্লে এনালাইসিস এবং এবার করলাম আবার ২ মাস ব্যাপী অভিনয় কর্মশালা যার মূখ্য শিক্ষক ছিলেন মহসিনা আক্তার , এবং তত্বাবধায়নে ছিলেন স্যার । ২ মাস ওয়ার্কশপ শেষে আমাদের প্রোডাকশন করতে হয়েছে আমন্ত্রিত অতিথিদের সামনে । শো শেষ করে এভাবেই আমার মা আমাকে জরিয়ে ধরে কাঁদছিল । এমন মুহূর্ত আমার জীবনের জন্যে আশির্বাদ । এর চেয়ে সুন্দর ছবি আর নেই জীবনে ।




