পাখাটা মেলে ধরি,
তুমি ভাসতে পারবে তো?
নাকি উড়ালটা আয়ত্ত্বে আসেনি?
আমার যে মনে জোড় লাগছেনা।
অনেকদিন পর….
এতো উঁচুতে উড়তে বলিনি
যতটা উঁচুতে আমার ভারসাম্য হারায়।
আমিতো বরং চেয়েছি,
তুমি আমি পাশাপাশি-
যতটা নষ্ট গোপন হোক সংসারে।
#সৃষ্টি
#premdevota
#perspective
#meghporifilms