অব্যক্ত ভালোবাসা
--------------------------------------
আজ কেনো জানি তোমার কথা ভীষণ পড়ছে মনে।
জানিনা কে তুমি, লুকিয়েছো কোনসে গহীন বনে।
বুকটা আজ করছে খাঁ খাঁ, দেখবো তোমায় কবে?
কবে আমায় হালাল রিলেশনের চাদরে জড়াবে?
https://www.lovestorybd.xyz/20....22/09/blog-post_66.h
বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প
---------------------------------------------------------
ছেলে : হ্যালো দোস্ত কেমন আছিস...!
মেয়ে : কুত্তা - বিড়াল এত দিনে মনে পড়লো বেস্ট ফ্রেন্ড এর কথা...,🤬
ছেলে : সরি রে দোস্ত ~ আমি হাসপাতালে ছিলাম...😥
মেয়ে : কি হয়েছে রে তোর... 🥺
ছেলে : তেমন কিছুনা ~ এমনি এখন ঠিক আছি...!
ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভীর ছিলো যে তা বাকিরা সবাই দেখে হিংসা করতো
ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না 😩
ভালই ছিলো ওদের বন্ধুত্বের দিন গুলো ~💜🥰🤩
https://www.lovestorybd.xyz/20....22/09/blog-post_5.ht
কা'মড়ময় প্রেম - মজার একটি গল্প পড়ে অনেক মজা পাবেন।
-------------------------------------------------------------------------------------------
শখ করে একখান পান খেয়ে বাসে উঠছিলাম।
জানালা দিয়ে পানের পিক ফেলতে গিয়ে এক স্টাইলিশ সুন্দরী মেয়ের মাথার সিথি বরাবর পড়ে যায়।
মাথায় হাত দিয়ে সুন্দরী মুখ ঘুরিয়ে তাকাতেই দেখি সিথি বেয়ে
টুপ টুপ করে পানের পিক তার নাকে মুখে পড়তেছে।
তা দেখে সুন্দরী রে'গে আ'গুন হয়ে বাসের দরজার দিকে তেড়ে আসছে।
https://www.lovestorybd.xyz/20....22/09/blog-post_34.h
মহানবী (সঃ) ইন্তেকালের পরে বেলাল (রাঃ) এর কাহিনী
----------------------------------------------------------------------------------------
হযরত মোহাম্মদ (সঃ) এর ইন্তেকালে বেলাল (রাঃ) প্রায় পাগলের মতো হয়ে গেলেন । তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন । সাহাবীরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন :- “যে দেশে মহানবী (সঃ) নেই, আমি সেখানে থাকবো না”। এরপর তিনি মদীনা ছেড়ে দামস্কে চলে যান ।
https://www.lovestorybd.xyz/20....22/09/blog-post_82.h
গল্প : গ্রামের ছেলে । পর্ব - ৭
----------------------------------------------------------
ফাহমিদা : আরে গাধা আমি তোমাকে প্রপোজ করছি।
আমি : মজা রাখ তো। ভাইয়া বলে কেউ কী প্রপোজ করে নাকী।
ফাহমিদা : আসলেই প্রেপোজ করছি।
আমি : আরে পাগল হয়ছো নাকি। তূমি আমাকে প্রপোজ করবে কেন।
আর যদিও তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে ভুলে যাও কারন।
আমি একজনের সাথে সম্পর্ক আছে। সে আমাকে ছারা বাচবে না।
[সব গুলো পর্ব পরতে নিচের লিংকে দেখুন]
https://www.lovestorybd.xyz/20....22/10/blog-post_84.h