বাসর রাতে বউয়ের ন্যাড়া মাথা দেখার সাথে সাথেই বাবু অজ্ঞান। বিয়ের রাতে বউয়ের মাথা যে ন্যাড়া থাকে সেটাই বা কে কবে শুনেছে? ডাক্তার নিয়ে এসে যখন বাবুর জ্ঞান ফিরানো হলো।
তখন প্রায় ভোর হয়ে এসেছে। এবাড়ি ওবাড়ি খবর যা রটানো দরকার তা রটে গেছে। আশেপাশে থাকে অনেক মানুষজন চলে এসেছে। খারাপ সংবাদ নাকি বাতাসের আগে পৌঁছায়। নানাজন নানারকম কথা বলছে বাবু আর বাবুর বউকে নিয়ে। বাবু আধুনিক ছেলে। পড়াশুনাও কম করেনি।
https://www.anuperona.com/bald-wife/