৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ
----------------------------------------------------------------------
তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।
নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।
তারা সুন্নত নিয়ে আসে।
তাদের লালা বিশুদ্ধ।
তারা নিজেদের পরিষ্কার করে।
তারা খুব শান্ত।
◼️ইসলামে বিড়াল সম্পর্কে তথ্যঃ-
হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।
https://www.lovestory-bd.com/2....023/05/blog-post.htm
আসলে অন্যের জন্য ভাবতে গেলে বড়ো মন লাগে
-----------------------------------------------------------------------------
স্ত্রী যখন আট মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে স্ত্রীকে নিয়ে গেলো বাপের বাড়ি।
ভাগ্যের কী নির্মম পরিহাস, মেয়েকে নিয়ে যাওয়ার দুদিন পর শাশুড়ি স্ট্রোক করলো। এতে তার শরীরের বাঁ দিক অবশ হয়ে গেলো। যে মেয়েকে নিয়ে গিয়েছিলো দেখাশোনা করার জন্য, সেই মেয়ে এখন উল্টো মাকে দেখাশোনা করতে লাগলো।
অসুস্থ শাশুড়িকে দেখতে গিয়ে স্ত্রীকে বললাম,"সন্তান জন্মের পরই বাড়িতে চলে এসো।"
স্ত্রী বললো,"বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন। ছোটো ভাইও ভার্সিটি, টিউশনি নিয়ে দিনভর বাইরে থাকে। গোটা দিন মাকে দেখার কেউ নেই। এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কী করে যাই?"
"কী বলতে চাও তুমি?"
https://www.lovestory-bd.com/2....023/05/blog-post_6.h
আল্লাহ আপনি আমাদেরকে চোখের জিনা থেকে হেফাজত করুন
------------------------------------------------------------------------------------------------------
মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো তাদের " বুকের অংশ "( )
কিন্তু দুঃখের বিষয় বর্তমানে ৯৬% মেয়েরা তাদের বুকের ওড়না গলায় পেচিয়ে
বুক টানটান করে পথঘাটে চলাফেরা করে।।
অথচ ওড়নাটা কিন্তু বুক ডেকে রাখার জন্য।
https://www.lovestory-bd.com/2....023/05/blog-post_57.