http://nagorik.prothomalo.com/....reader/%E0%A6%97%E0%
http://nagorik.prothomalo.com/....reader/%E0%A6%97%E0%
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বললো—
১ম বন্ধু: আরে ধুর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে?
২য় বন্ধু: সম্ভব না রে বন্ধু।
১ম বন্ধু: তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।
২য় বন্ধু: ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।
একদিন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু: আচ্ছা, বিয়ের পর তোরা দু’জন কি সুখে আছিস?
২য় বন্ধু: অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।
১ম বন্ধু: বাহ! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?
২য় বন্ধু: ও যায় বুধবার আর আমি শনিবার।
রোগী: ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনে একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাওয়া যাচ্ছে না।
ডাক্তার: আরে, ওটা ওষুধ নয়। কলমে কালি আসছিল না বলে চালিয়ে দেখছিলাম।
রোগী: আর কোথাও চেক করতে পারলেন না, প্রেসক্রিপশনেই চেক করতে হল? এরজন্য আমাকে ৫০টা ওষুধের দোকানে ঘুরে বেড়াতে হলো!
একজন তো বললো, কালকে আনিয়ে দেবে।
আর একজন বললো, এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দেব?
আর একজন বললো, এই ওষুধের এখন খুব ডিমান্ড। ব্ল্যাকেই পাওয়া যাবে।
আর একজন তো আর এক কাঠি। বলেছে এটা তো ক্যানসারের ওষুধ, কার হয়েছে?
Saiful Islam
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟