https://www.dainikamadershomoy.com/post/372186
https://www.dainikamadershomoy.com/post/372186
https://www.dainikamadershomoy.com/post/372195
বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!
বল্টুর বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?
বল্টু: ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম। এক ইঞ্চিও নড়লো না। সব ভুয়া কথা!
বল্টুর বন্ধু: তাই নাকি?
বল্টুর: হ্যাঁ, তারপর এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে।
এক বিকেলে মন্টু পার্কে হাঁটতে গেছে। হঠাৎ সে দেখল এক লোক উল্টা হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে মন্টু জিজ্ঞাসা করলো
মন্টু: আঙ্কেল, আপনি উল্টা দৌড়াচ্ছেন কেন?
ভদ্রলোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন।
মন্টু: সে তো ভালো কথা।
ভদ্রলোক: হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টা হয়ে দৌড়াচ্ছি।
একদিন স্ত্রী আয়নার সামনে বসে নিজেকে দেখছিলেন। স্বামী তার পাশেই ছিলেন। এমন সময় স্ত্রী তার স্বামীকে বলছেন—
স্ত্রী: এই খেলায় করেছ আমি ইদানিং মুটিয়ে যাচ্ছি।
স্বামী: কি যা তা বাজে বকছো!
স্ত্রী: ওহ! থ্যাঙ্কস গড! তুমি এত ভালো।
স্বামী: আমি তো আসলে বলতে চাইছিলাম যে তুমি তো সব সময়ই এমন মুটকি ছিলে।
স্ত্রী: কি বললে?