নতুন নতুন গল্পের সমাহার
https://lovestory-bd.com
একদিন একটি গরীব ছেলে রাস্তায় হাঁট ছিলো , সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো , ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক ।
সে ভীষণ ক্ষুধার্থ ছিলো , তাই সে সিদ্ধান্ত নিলো যে চলার পথে সামনে যে বাসা পড়বে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে ।
Read more https://www.anuperona.com/doct....or-sam-kelly-life-st
একদিন একটি গরীব ছেলে রাস্তায় হাঁট ছিলো , সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো , ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক ।
সে ভীষণ ক্ষুধার্থ ছিলো , তাই সে সিদ্ধান্ত নিলো যে চলার পথে সামনে যে বাসা পড়বে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে ।
Read more https://www.anuperona.com/doct....or-sam-kelly-life-st
https://linkeei.com/setting/my_points
ধর্মের নামে অধার্মিক কাজে বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়। এই মানুষগুলো যদি এইভাবে ভেজাল খাবার, ঘুষখোর, ধর্ষক, সমাজের দৈনন্দিন ঘটে যাওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে এবং সুবিচার প্রতিষ্ঠা করতে একত্রিত হতে পারতো তাহলে সমাজটা অনেক সুন্ধর হতো।
আজ বাজারে যান কট্টর হিন্দু বলেন আর কট্টর মুসলমান বলেন চালের মধ্যে পাথর দিতে কোনো আপত্তি নাই। কোনো সরকারি অফিসে যান লাল/সাদা টিকা পরা হিন্দু লোক আর দাড়িওায়ালা মুসলমান দেখবেন কিভাবে মিলেমিশে ঘুষ খাচ্ছেন। মুসলমান হিন্দুর কাছ থেকে ঘুষ খাচ্ছেন, হিন্দু মুসলমানের কাছ থেকে।Collected
শিক্ষনীয় পোস্ট:
-অধিকাংশ পুরুষই তাদের মানিব্যাগ পিছনের পকেটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রায়শই পকেটে রেখেই এর উপর বসে পড়েন। কিন্তু এর জন্য নিজের অজান্তেই নিজেদের শারীরিক ক্ষতি করে ফেলছেন।
বড়/ভারী/মোটা মানিব্যাগের উপর বসায় মেরূদণ্ড খানিকটা বাকা হয়ে যায় নিজের অবস্থান থেকে। এরজন্য কোমড়ে চাপ তো পড়েই,সাথে sciatic স্নায়ুতন্তুটিও সংকুচিত হয়ে যায়। এই স্নায়ুতন্তুটি কোমড় থেকে একদম পা পর্যন্ত সকল স্নায়ু মস্তিষ্কে বহন করতে সাহায্য করে। এভাবে দীর্ঘদিন চলতে চলতে একসময় কোমড়ে ব্যথা,পা ব্যথা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়।
#সংগ্রহীত