প্রথম যেন মনে হলো অনেক দূর কেউ বুঝি আগুনের তীর ছুড়ে মারছে। আস্তে আস্তে চোখ খুলল কুনাল। আর তক্ষুনি যেন শরীরটা দারুণ ব্যথায় চিনচিন করে উঠল। পানির ছপাৎ ছপাৎ শব্দ উঠছে শুধু। চারদিকে অথৈ পানি। তার উপর একটা ভাঙা কাঠের টুকরোর ওপর অবসন্নের মতো পড়ে আছে কুনাল। চর কাজলের জেলেপাড়ার সেই দুরন্ত ছেলেটা।
https://www.golperasor.com/2022/04/kunal.html
ধন্য বঙ্গ সংস্কৃতি, ইতিহাস ছাড়া জহির রায়হান, আলমগীর কবির দেখবার তাহলে আর কেউ রইল না! আসলে বিকেল ঘনিয়ে এলে বেটে লোকেদের ছায়া লম্বা দেখাবেই। স্বধীনতার পরে মধ্যবিত্তের যে চাহিদা দেলোয়ার জাহান ঝন্টু বা সুভাষ দত্ত তৈরি করে সেই মধ্যবিত্ত আর নেই। রেস্তোরাঁর আড্ডা নেই, চাটুজ্জেদের রোয়াক পাড়ার দাদা, বৌদির আঁচল, মুদি দোকান কিছুই নেই।। বাঙালি মধ্যবিত্ত এখন সম্পুর্ণ সিনথেটিক , তার ছেলে মেয়ে দেশি আন্টিদের কাছে বিদেশি উচ্চারণ শিখে টেলি ধারাবাহিক করে, ফলে হয় পুরুষেরা তেলুগু ছন্দে হাঁটছে, বিদ্যাসাগর ও রামমোহনের ও কবির চৌধুরী, শওকত ওসমানের সাহায্য ছাড়াই কুলকুন্ডলিনী জাগ্রত হচ্ছে অথবা উত্তর-চল্লিশ নারীপুরুষের হরমোন বিপর্যয় থেকে তৈরি হচ্ছে ‘সম্পর্কের ‘ ছবি! তারা মানুষের ছদ্মবেশে বেশির ভাগ সময় পুতুলের কথা বলে।
https://www.facebook.com/10005....2692728212/videos/37