Posts
Mga gumagamit
Mga pahina
Grupo
Blog
Merkado
Mga kaganapan
Mga laro
Forum
Mga pelikula
Mga trabaho
যখন আপনি কন্টিনিউয়াসলি গুনাহ করতে থাকবেন, এক সময় আপনার বড় কিংবা ছোট কোন গুনাহকে আর গুনাহই মনে হবে না।
হয়তো নামাজে দাঁড়ানো হবে কিন্তু সেই নামাজ হবে অন্তঃসারশূন্য। কয়েক মিনিট রবের সামনে দাঁড়ানো অনেক ভারী মনে হবে। দেখবেন সারাদিন কত সময় অনর্থক কাজে ব্যয় করছেন কিন্তু
কয়েক পৃষ্ঠা কুর'আন তিলাওয়াতের জন্য সময় বের করতে পারছেন না।
এক ফাঁকে মাসনুন যিকির গুলো করা দরকার তাও যেন মন সায় দিচ্ছে না।
কোমল হৃদয়ের আপনার এক সময় আল্লাহর ভয়ে চোখে অশ্রু ঝরতো। এখন আর আল্লাহর দরবারে হাত তোলার, আল্লাহর ভয় আর ভালোবাসায় দু ফোঁটা অশ্রু ফেলানোর ফুরসত হয়ে উঠে না।
#dawah