যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নিবেন। ভাবা যায়? শুধু মাত্র জিহ্বার কন্ট্রোল দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি?
হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আজাব থেকে বাঁচানোর জন্য বলেছেন : "উত্তম বলো নাহয় চুপ থাকো"
এই কথার উপর আমরা আমল করতে পারিনা। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়েই প্রয়োজনীয় ও ভাল কথা বলি। এরপরেই শুরু হয় মিথ্যা, গীবত, নামিমা ইত্যাদি।
আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলি নিজেকে। আর ভয়ানক সব আজাবের দিকে নিজেদের ঠেলে দিচ্ছি।
যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করতে, অর্থাৎ একটা বাকবিতণ্ডা ধরণের পরিবেশ আরও উত্তপ্ত না করতে সবর করে চুপ করে রইল তার জন্য জান্নাতে পাশ্বদেশে একটি ঘর হবে!
কোন গুনাহতে লিপ্ত হওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠলে ভাববেন— এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আপনার জীবন থেকে বারাকাহ উঠিয়ে নেন? আপনাকে দেওয়া নিয়ামতগুলো তিনি যদি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন আপনার কাছ থেকে, তখন কেমন হবে আপনার জীবন?
আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আপনার জীবনে বিদ্যমান— শারীরিক সুস্থতা, বাবা-মা'র বেঁচে থাকা, সন্তানাদি, ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা-প্রতিষ্ঠান, ভালো একটা ক্যারিয়ার।
আপনি ভাববেন— যে পাপে আপনি এখন লিপ্ত হতে যাচ্ছেন তার শাস্তি হিশেবে যদি আপনার শরীরে বাসা বাঁধে কোন মরণব্যধি? যদি বাকি জীবনটা আপনাকে দৌঁড়াতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে, তখন কেমন হবে জীবন?
যদি এই পাপের কারণে আল্লাহ আপনাকে আপনার বাবা-মা'র আদর স্নেহ থেকে চিরতরে বঞ্চিত করেন, যদি আপনার সন্তানের বাবা ডাক শোনা থেকে আপনাকে বঞ্চিত করেন, যদি তিনি কেড়ে নেন আপনার প্রিয় চাকরিটা? যদি আপনার ব্যবসায়ে তিনি ধ্বস নামান— কেমন উপভোগ্য হবে জীবনের সেই সময়গুলো?
ভাববেন— কোনটা অধিক বেশি দরকারি? আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ামতগুলো নিয়ে বেঁচে থাকা? নাকি, সাময়িক আনন্দের ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া?
© আরিফ আজাদ
https://twitter.com/i/status/1462458132739899402
Berger Stopamiporyju (@berger6630) November 21, 2021
https://twitter.com/i/status/1462452348412956677
WTH??pic.twitter.com/HxNw6bOPus
Figen (@TheFigen) November 21, 2021