Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #best #xembongda #seo
    Pencarian Lanjutan
  • Gabung
  • Daftar

  • Mode malam
  • © {tanggal} {nama_situs}
    Tentang • Direktori • Hubungi kami • Pengembang • Kebijakan pribadi • Syarat Penggunaan • Pengembalian dana • Linkeei App install

    Pilih Bahasa

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Jam tangan

Jam tangan Gulungan Film

Acara

Jelajahi Acara Acara saya

Blog

Jelajahi artikel

Pasar

Produk Terbaru

halaman

Halaman Saya Halaman yang Disukai

Lagi

Forum Mengeksplorasi postingan populer permainan Pekerjaan Penawaran
Gulungan Jam tangan Acara Pasar Blog Halaman Saya Lihat semua

Menemukan posting

Posts

Pengguna

halaman

Kelompok

Blog

Pasar

Acara

permainan

Forum

Film

Pekerjaan

Saiful Islam
Saiful Islam
3 tahun

আলহামদু লিল্লাহ। আল্লাহপাকের নিকট সবার সুস্থতা কামনা করছি।

Suka
Komentar
Membagikan
Moin Ahmed
Moin Ahmed  foto profilnya diganti
3 tahun

image
Suka
Komentar
Membagikan
avatar

Linkeei Official

 
Moin Ahmed Welcome back to #linkeei
Suka
· Membalas · 1675530684

Hapus Komentar

Apakah Anda yakin ingin menghapus komentar ini?

Gaurav kumar
Gaurav kumar
3 tahun

Satta Matka Result 2023 | Lottery-Based Games
https://sattakingm.in/
https://sattakingg.in/

Satta Matka is one of the biggest lottery-based games in India. The game has grown significantly since the 1970s. In order to become a winner, players need to be well-informed about the game and have the right amount of experience.

Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

চ্যাটজিপিটি ঠেকাতে নিজেদের চ্যাটবট আনছে গুগল
***********************************************************************
গত বছরের নভেম্বরে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে আসে। দ্রুতই আলোচনায় আসে এটি, জনপ্রিয়তাও পায়। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগলও এআইভিত্তিক চ্যাটবট (লিখে লিখে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর প্রোগ্রাম) আনছে। ৮ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত একটি এআই অনুষ্ঠানে গুগল নিজেদের এই চ্যাটবট উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে চ্যাটবট আনার পরিকল্পনার কথা জানান। তখন সুন্দর পিচাই জানান, ২০২২ সালের প্রথম দিক থেকেই গুগল তার এআই চ্যাটবট তৈরি করছে এবং এ নিয়ে গুগলের ‘বড় পরিকল্পনা’ রয়েছে।

ধারণা করা হচ্ছে, জনসাধারণের ব্যবহারের জন্য গুগলের প্রথম এআই চ্যাটবট হবে এলএএমডিএ বা ল্যামডা। এই চ্যাটবটের ব্যবহার এত দিন পরীক্ষামূলক বা বেটা হিসেবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকদের জন্য সীমিত ছিল। তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল একটি সার্চ ও এআই অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। যার শিরোনাম ‘গুগল প্রেজেন্টস: লাইভ ফ্রম প্যারিস’। ৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই গুগল তার নিজস্ব এআই চ্যাটবট উন্মুক্ত করবে, যা চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করবে।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, গুগল ওই অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণও পাঠিয়েছে। ৪০ মিনিটের ওই অনুষ্ঠান ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। ইউটিউবে অনুষ্ঠানের বিবরণে দেওয়া আছে, মানুষজন কীভাবে তথ্য অনুসন্ধান, তালাশ করে এবং কথোপকথন চালায়, তা নিয়ে আবারও ভাবছে গুগল। ব্যবহারকারীর যা দরকার, তা খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি আরও স্বাভাবিক ও সহজাত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অনুসন্ধান, ম্যাপস ও এর বাইরেও মানুষ সর্বত্র কীভাবে অধিকতর তথ্য পেতে পারে, তা নিয়ে আলোচনা করবে গুগল।

সূত্র: টাইম অব ইন্ডিয়া

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

পুরো চার্জ থাকা অবস্থায় ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে যায়
***********************************************************************
আমি ইন্টেলের কোরআইথ্রি তৃতীয় প্রজন্মের প্রসেসরযুক্ত তোশিবা ল্যাপটপ ব্যবহার করি। পুরো চার্জ থাকা অবস্থায় ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সমাধান কী? কাজী আসাদুজ্জামান

উত্তর: ল্যাপটপ অতিরিক্ত গরম হলে বা ব্যাটারির সমস্যার কারণে এমন হতে পারে। অনেক সময় ব্যাটারির চার্জ ধারণ করার ক্ষমতা কমে যাওয়ায় চার্জ পুরো দেখালেও ল্যাপটপ বন্ধ হয়ে যায়। আপনি ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন।পরামর্শ দিয়েছেন—মেহেদী হাসান, কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী

প্রশ্ন পাঠাতে
প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: techbarta@prothomalo.com

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারী তিন দেশের একটি বাংলাদেশ
***********************************************************************
যে তিনটি দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার একটি বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও রয়েছে ভারত ও ফিলিপাইন।

গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবারের জন্য হলেও ফেসবুকে প্রবেশ করেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেছে ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ—এই তিন দেশের মানুষ।

২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ১৯৩ কোটি ছিল বলে মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে গত বছরের ডিসেম্বরে এ সংখ্যা ৪ শতাংশ বা ৭ কোটি বেড়েছে। মেটা বলছে, মূলত তিন দেশ—ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

এর পাশাপাশি ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকাতেও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

মেটার জন্য ২০২২ সাল ছিল খারাপ একটি বছর। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনো একসঙ্গে এত বেশি কর্মী ছাঁটাই করা হয়নি।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে “দক্ষতার বছর”। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি।’

মার্ক জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়েও কাজ চলছে।

প্রতিবেদনে মেটা বলেছে, নাইজেরিয়া, ভারত ও বাংলাদেশ—এই তিন দেশের ব্যবহারকারীদের সুবাদে গত ডিসেম্বরে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় প্রবৃদ্ধি বজায় ছিল।

মেটার জন্য ২০২২ সাল ছিল খারাপ একটি বছর। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনো একসঙ্গে এত বেশি কর্মী ছাঁটাই করা হয়নি।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে “দক্ষতার বছর”। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি।’

মার্ক জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়েও কাজ চলছে।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

বিট–বাইট
***********************************************************************
ছবিতে থাকা লেখা অনুবাদ করবে ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেট–সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভিন্ন ভাষায় লেখা ওয়েবসাইটের তথ্য ইংরেজিতে পড়া যায়। তবে ছবিতে থাকা পোস্টার, ব্যানার বা লেখা অনুবাদ না হওয়ায় ভাষা–জটিলতায় পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটের ছবিতে থাকা লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। ফলে ভাষার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। উল্লেখ্য, বর্তমানে গুগল লেন্সের মাধ্যমে ছবিতে থাকা লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ করে পড়া যায়। আর তাই ওয়েবসাইটে ছবির লেখা অনুবাদ করতে ক্রোম ব্রাউজারে গুগল লেন্স যুক্ত করতে কাজও শুরু করেছে গুগল।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

রোবট মাছ
চলার পথে মাছের মতো লেজ নাড়াতে পারে এই রোবট মাছ। সমুদ্রের ৫৯ ফুট গভীরে চলতে সক্ষম মাছটি বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে। সোফি নামের রোবট মাছটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

বাড়িতেই বানাতে পারেন স্টুডিও
***********************************************************************
এই সময়ে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রোফাইলে দেখা যায় ডিজিটাল ক্রিয়েটর, ভ্লগার—এমন শব্দ। ইউটিউবেও অনেকেই নিজের চ্যানেল খোলেন শখের বশে কিংবা অনলাইনে আয়ের জন্য। আর টিকটকে নিজের অ্যাকাউন্ট খুলে ভিডিও দেওয়া তো দ্রুতই বেড়ে যাচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলস তৈরির সংখ্যাও বাড়ছে।

নিয়মিত ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে বা অ্যাকাউন্টে দিলেও বেশির ভাগ ক্ষেত্রেই ভিডিওগুলোর দর্শকসংখ্যা খুব কম হয়ে থাকে। আবার অনেকের ভিডিওতে ভিউ হয় লাখ লাখ। ভিডিওর মানের ওপর ভিউ নির্ভর করে। ভিডিও ধারণ ও বিষয়বস্তু আকর্ষণীয় না হলে শখের ভিডিও তেমন কেউ দেখে না। তাই অনেকেই নিজ ঘরেই ছোট পরিসরে গড়ে তুলেছেন স্টুডিও। ভিডিও ধারণের পাশাপাশি কম্পিউটারে সম্পাদনা করায় ভিডিওর মানও বেশ ভালো হয়ে থাকে।

যেভাবে শুরু

বাড়িতে ভিডিও স্টুডিও তৈরির জন্য প্রথমেই আপনার কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। পরিকল্পনাটাও পরিষ্কার হতে হবে। আপনি যদি শুধু ভিডিও সম্পাদনার কাজ করতে চান, তবে ভালো মানের কম্পিউটার ও ভিডিও সম্পাদনার সফটওয়্যার থাকলে হবে। আর আপনি যদি বাড়ির একটি ঘরে ভিডিও ধারণ করতে চান, তবে ভালো মানের ক্যামেরা, মাইক্রোফোন, লাইটিং সিস্টেমসহ বিশেষ ধরনের পর্দা লাগবে।

কম্পিউটার

ভিডিও সম্পাদনার জন্য অবশ্যই শক্তিশালী কম্পিউটার ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ইন্টেলের ১৩ প্রজন্মের র৵াপটর লেক কোরআই৯ ১৩৯০০ প্রসেসর ব্যবহার করলে ভালো। প্রসেসরটির দাম ৬৬ হাজার টাকা। এর সঙ্গে গিগাবাইটের জেড ৯৬০ েগমিং এক্স মডেলের মাদারবোর্ড ব্যবহার করা যায়। মাদারবোর্ডের দাম পড়বে ২৬০০০ টাকা। ভালো মানের ভিডিও দেখার জন্য প্রয়োজন হবে এমএসআই জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই ভেনটাস গ্রাফিকস কার্ড।

এর দাম ১ লাখ ১৫ হাজার টাকা, ভিডিও নিখুঁতভাবে দেখা যাবে। বাজেট কম থাকলে ব্যবহার করতে পারেন এমএসআই জিফোর্স আরটিএক্স ৩০৬০ ভেন্টাস মডেলের গ্রাফিকস কার্ড। ৪৬ হাজার টাকায় পাওয়া যাবে। এরপর আপনার প্রয়োজন হবে র৵াম। স্বচ্ছন্দে কাজের জন্য কোরসেয়ার ভেনজিনস ১৬ গিগাবাইট ডিডিআরফাইভের দুটি র৵াম ব্যবহার করতে হবে। র৵াম দুটির দাম পড়বে প্রায় ২৮ হাজার টাকা। এর সঙ্গে আপনার প্রয়োজনমতো এসএসডি এবং হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করতে হবে।

মনিটর

ভিডিও দেখা ও সম্পাদনার জন্য ২১ থেকে ২৭ ইঞ্চি পর্দার মনিটর ব্যবহার করতে হবে। অনেকে ভিডিও সম্পাদনার জন্য জোড়া মনিটর ব্যবহার করেন। এমএসআই জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই ভেনটাস গ্রাফিকস কার্ড এবং এমএসআই জিফোর্স আরটিএক্স ৩০৬০ ভেন্টাস মডেলের গ্রাফিকস কার্ড ডুয়েল মনিটর সমর্থন করায় সহজে একসঙ্গে দুটি মনিটর ব্যবহার করা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মডেলভেদে সাম্প্রতিক মডেলের মনিটরগুলোর দাম ১৭ হাজার থেকে ১ লাখ দুই হাজার টাকা পর্যন্ত।

ক্যামেরা

ভিডিও ধারণের জন্য অবশ্যই ভালো মানের ক্যামেরা ব্যবহার করতে হবে। শুধু তা–ই নয়, ভালো মানের লেন্সও ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ক্যানন ইওএস ৯০ডি এসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারেন। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা। অন্যদিকে ক্যানন ইএফ +৫০ এমএম এফ ১.৪ ইউএসএম লেন্সের দাম পড়বে ৩৯ হাজার টাকা। বাজেট কম থাকলে ক্যানন ইওএস ৪০০ডি এসএলআর ক্যামেরা ৩০ হাজার ৫০০ টাকায় কিনে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ক্যানন ইএফ ৫০ এমএম এফ ১.৮ এসটিএম লেন্স কিনতে পারবেন ১৩ হাজার ২০০ টাকায়।

স্ট্যান্ড এবং গিম্বল

বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রাইপড ও গিম্বল পাওয়া যায়। যেগুলোর দাম ৪ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।

মাইক্রোফোন

ভালো মানের শব্দ ধারণের জন্য বয়া বিওয়াইএম ১০০০ স্টুডিও মাইক্রোফোনটি জনপ্রিয়। নয়েজ ক্যানসেলিং সুবিধা থাকায় নিখুঁতভাবে শব্দ ধারণ করতে পারে মাইক্রোফোনটি। এর দাম ৮ হাজার ৮০০ টাকা। বাজেট কম থাকলে বয়া বিওয়াই এমএমআই কম্প্যাক্ট অন ক্যামেরা মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন। এর দাম ১ হাজার ৭৫০ টাকা।

আলো ও পটভূমি

আলোর জন্য স্টুডিওতে এক বা একাধিক লাইট ব্যবহার করতে হবে। এসব লাইট চার থেকে সাত হাজার টাকায় পাওয়া যাবে। রিং-লাইটও ব্যবহার করতে পারেন, যা দুই হাজার টাকায় হয়ে যাবে।

পটভূমিতে সবুজ পর্দা (ব্যাকড্রপ) ব্যবহার করা যায়। ভিডিও ধারণ করার পর সহজেই পেছনের দৃশ্য সম্পাদনা করে বদলে দেওয়া যায়। স্ট্যান্ডসহ গ্রিন ব্যাকড্রপের দাম দেড় থেকে দুই হাজার টাকা।

সফটওয়্যার

ভিডিও স্ট্রিম করার জন্য ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। সফটওয়্যারটি দিয়ে পর্দার দৃশ্য ধারণের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা যায়। ভিডিও সম্পাদনার জন্য ব্যবহার করতে পারেন অ্যাডোবি সুইটের প্রিমিয়ারসহ বিভিন্ন সফটওয়্যার

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

আড়াই মিনিটেই নেট দুনিয়ায় ঝড় তুলল এই দক্ষিণি ছবি
***********************************************************************
‘মানাগারাম’, ‘কাইথি’ থেকে ‘মাস্টার’—তিন সিনেমা দিয়ে আগেই এ সময়ের অন্যতম সেরা তামিল পরিচালকের তকমা জুটেছে। তবে গত বছর ‘বিক্রম’ মুক্তির পর ভারতজুড়েই পরিচিত হয়ে ওঠেন লোকেশ কঙ্গরাজ। পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমাও শৈল্পিকভাবে নির্মাণের জন্য খ্যাত ৩৬ বছর বয়সী এই দক্ষিণি নির্মাতা। তাঁর ‘বিক্রম’ মুক্তির পরের সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল ভক্তদের। আগেই জানা গিয়েছিলে, এরপরের ছবি লোকেশ করছেন তাঁর প্রিয় পাত্র বিজয়কে নিয়ে। তবে ছবির নাম ঠিক ছিল না। অবশেষে গতকাল ২ মিনিট ৪৯ সেকেন্ডের টিজার দিয়ে ছবির নাম ঘোষণা করা হয়েছে। মাত্র আড়াই মিনিটের টিজারই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ছবির নাম ‘লিও’।

২০১৯ সালে ‘কাইথি’ দিয়ে ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’ শুরু হয়। এই ইউনিভার্সের পরের ছবি ‘বিক্রম’। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও টিজার দেখে বোঝাই যাচ্ছে, এটিও তাঁর ইউনিভার্সের অংশ। যেহেতু একই ইউনিভার্স, নিশ্চিতভাবে আগের দুই সিনেমার কোনো না কোনো চরিত্র থাকবে।

আগের ‘বিক্রম’-এর নাম ঘোষণার যে টিজার মুক্তি পেয়েছিল, সেটা মূল ছবিতে ছিল না, নিশ্চিতভাবে ‘লিও’র ক্ষেত্রেও সেটা হবে। কিন্তু আড়াই মিনিটের যে টিজার, সেটা পুরোপুরি অর্থহীন নয়। এটি দিয়ে মোটাদাগে সিনেমার দর্শন তুলে ধরেন পরিচালক।

টিজারে দেখা যায়, বিজয় চকলেট কারখানায় কাজ করে। জঙ্গলের মধ্যে নির্জন এক বাড়িতে চকলেট বানাচ্ছে বিজয়। অন্যদিকে দেখা যায়, দীর্ঘ এক গাড়ির সারি রওনা হয়েছে। গাড়িতে থাকা লোকগুলো কি বিজয়কে ধরতেই আসছে?

টিজারে দেখা যায়, সোনালি রঙের চকলেটের মোড়ক, কিন্তু ভেতরে চকলেটের রং খয়েরি। অনেকে মনে করছেন, এটি দিয়ে পরিচালক বোঝাতে চেয়েছেন, বাইরে থেকে যা দেখা যায়, সব সময় ভেতরে সেটা থাকে না। এর অর্থ বিজয়কে চকলেট কারখানায় কাজ করা সাধারণ মানুষ মনে হলেও তাঁর অতীত সম্ভবত ততটা ‘সাধারণ’ নয়।

লোকেশ কঙ্গরাজের সিনেমা মানেই অনিরুদ্ধের দুর্দান্ত আবহসংগীত, ‘লিও’র টিজারও তার ব্যতিক্রম নয়। আড়াই মিনিটের টিজার নিয়ে যতটা প্রশংসা হচ্ছে, ততটাই হচ্ছে অনিরুদ্ধের আবহসংগীত নিয়ে।

গত মাস থেকেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির শুটিং। তারকাবহুল ছবিটিতে বিজয় ছাড়াও আছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ প্রমুখ। চলতি বছর ১৭ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাবে ‘লিও’।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ নয়
***********************************************************************
অভিনন্দন। পুরস্কারপ্রাপ্তিতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই।

আমি খুবই খুশি। এই রাষ্ট্রীয় সম্মান সামনের পথচলা আরও সহজ করবে।

‘নোনাজলের কাব্য’-তে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

ছবিতে ছয়-সাতজন শিল্পী ছাড়া বাকিরা পটুয়াখালীর স্থানীয় শিল্পী। আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। চরিত্রটি ধারণ করা আমার জন্য ছিল বেশ চ্যালেঞ্জের। চরিত্রের কতটা কাছাকাছি যেতে পারব, সেটা নিয়ে ভাবতে হয়েছে। দর্শকেরা যদি মনে করে কাছাকাছি হলেও যেতে পেরেছি, তাহলে নিজেকে সার্থক মনে করব।

জানুয়ারির শেষ সপ্তাহে একটি মঞ্চনাটকে দেখা গেছে আপনাকে। মঞ্চে এলেন কেন?

বাকার বকুলের নির্দেশনায় ‘আদম সুরত’ নাটকে অভিনয় করেছি। আমি থিয়েটার থেকে আসিনি। মঞ্চে কাজের ইচ্ছা ছিল, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কতটুকু ভালো করতে পেরেছি জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।

মঞ্চে নিয়মিত পাওয়া যাবে?

সিনেমা আমার প্রথম ভালোবাসা। সময় বের করতে পারলে অবশ্যই মঞ্চে কাজ করব। তবে সিনেমার কাজকেই অগ্রাধিকার দেব।

মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’র জন্য মেরিল সমালোচক পুরস্কার, দ্বিতীয়টি ‘নোনাজলের কাব্য’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। সামনে কী আশা করছেন?

শিল্পী হিসেবে যখন কাজ করি, এত কিছু মাথায় থাকে না। কীভাবে নিজের সর্বোচ্চটা দেওয়া যায়, তা নিয়ে ভাবতে হয়। ফলে এমন স্বীকৃতি পেলে খুশি লাগে।


আপনার প্রথম সিনেমা ‘নৃ’ এখনো মুক্তি পায়নি। সিনেমাটি এখন কী অবস্থায় আছে?

‘নৃ’ পোস্টপ্রোডাকশনের কাজ শুরু হওয়ার আগেই ২০১৭ সালে নির্মাতা রাসেল আহমেদ ভাই মারা যান, আমরাও কাজটি নিয়ে এগোতে পারিনি। একজন পরিচালক নিজের কল্পনা দিয়ে ছবি এঁকে গেছেন, সেখানে হাত দেওয়া খুব দুরূহ ব্যাপার। যদি কখনো মনে হয় কাজটি শেষ করতে পারব, তখন করা যেতে পারে।

এখন আপনার হাতে কী কাজ আছে?

ছয়-সাত মাস ধরে ‘আদম সুরত’ নিয়ে ছিলাম। এর মধ্যে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে, তবে এখনো জানাতে পারছি না। শুরু হলেই জানাব।

সামনে নিজেকে কোথায় দেখতে চান?

দীর্ঘ সময় অভিনয় করে যেতে চাই। যদি ভাগ্য সহায় হয়, তাহলে পারব। ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ নয়। ৬০ বছর বয়সেও অভিনয়টা করে যেতে চাই। এটা নিয়ে আপাতত ভাবছি; জানি না, জীবন আমাকে কোথায় নিয়ে যাবে।

অভিনয়ে এলেন কীভাবে?

২০০৯ সালের শেষ দিকে পরিচালক ইসরার আহমেদ ভাইয়ের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করি। এরপর বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছি। ২০১২ সালে রাসেল আহমেদের ‘নৃ’–তে যুক্ত হই।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Showing 14045 out of 21271
  • 14041
  • 14042
  • 14043
  • 14044
  • 14045
  • 14046
  • 14047
  • 14048
  • 14049
  • 14050
  • 14051
  • 14052
  • 14053
  • 14054
  • 14055
  • 14056
  • 14057
  • 14058
  • 14059
  • 14060

Sunting Penawaran

Tambahkan tingkat








Pilih gambar
Hapus tingkat Anda
Anda yakin ingin menghapus tingkat ini?

Ulasan

Untuk menjual konten dan postingan Anda, mulailah dengan membuat beberapa paket. Monetisasi

Bayar Dengan Dompet

Peringatan Pembayaran

Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?

Minta Pengembalian Dana