মক্তব থেকে এসে আমীরুল মুমেনিন খলীফা উমারের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উমার (রাঃ) তাকে কাছে টেনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কাঁদছ কেন বৎস?
ছেলে উত্তর দিল, “সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বলে, “দেখ না জামার কি অবস্থা চৌদ্দ জায়গায় তালি। বাবা নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা।”
Read more https://www.anuperona.com/loan/
মক্তব থেকে এসে আমীরুল মুমেনিন খলীফা উমারের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উমার (রাঃ) তাকে কাছে টেনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কাঁদছ কেন বৎস?
ছেলে উত্তর দিল, “সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বলে, “দেখ না জামার কি অবস্থা চৌদ্দ জায়গায় তালি। বাবা নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা।”
Read more https://www.anuperona.com/loan/
জামদানী শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব জোর দু'চারটে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পরার জন্য মানুষ দিনশেষে কোন সাত শো টাকার সুতির শাড়ীকেই বেছে নেয়।
লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে।
ব্যাপারটা আসলে 'দামী জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে হয়ে যাবে' এরকম কিছু না। ব্যাপার টা কমফোর্টেবল এর।
লাইফে সুখী হতে চাইলে গ্লামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিল টাই বেশি প্রয়োজন।
গ্লামার আর সৌন্দর্য কিছু মুহুর্তের সুখ এনে দিতে পারে, সারাজীবনের না। সারাজীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়।
এমন একজন মানুষ, যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়- আমি ভালো নেই৷ তুমি আমার মন ভালো করে দাও ❤
লেখা: সংগৃহীত
ছবি: চিত্রগল্প