এক ব্যক্তি গেছেন জ্যোতিষীর কাছে। গিয়ে বলছেন—
ব্যক্তি: বাবা, আমাকে সুখী দাম্পত্য জীবনের জন্য মন্ত্র দিন।
জ্যোতিষী: শোন, সুখী জন্য পুরুষের করণীয় দুটো।
ব্যক্তি: বাবা, তাড়াতাড়ি বলুন।
জ্যোতিষী: এক. যখনই কোনো ভুল করবেন, সঙ্গে সঙ্গে স্বীকার করতে ভুলবেন না। দুই. যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে মনের ভুলেও সেটা বলতে যাবেন না।