একটি জোক
🏆পুরস্কার🏆
সমবয়সী দুই বন্ধু একসঙ্গেই বেড়ে উঠেছিল। তারা একসঙ্গে খেলাধুলা করত এবং একই ক্লাসে পড়তো।তাদের দুজনের বিশেষ সখ্যতার কথা সবাই জানতো।
বন্ধু দুজন ছিল দুই মেরুর। একজন লেখাপড়ায় খুব ভালো আর অন্যজন ছিল দুনিয়ার ফাঁকিবাজ,পড়াশোনায় মোটেও মন ছিল না। একজন শান্তশিষ্ট অন্যজন অস্থির, ডানপিটে। মেধাবী জন ক্লাসে প্রথম হত আর অন্য জন কোনরকমে টেনেটুনে পাস করত।
এসএসসি এবং এইচ এসসি তে মেধাবী জন স্টার পেয়ে পাশ করলো। ডানপিটে জন টেনেটুনে এসএসসি পাশ করলেও এইচ এসসিতে ফেল করল এবং সে পড়ালেখা বন্ধ করে দিল। দুবন্ধুর বিচ্ছেদ তখন থেকেই।
মেধাবী বন্ধুটি দেশের সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি হল। কৃতিত্বের সাথে পাশ করে বিদেশে স্কলারশিপ নিয়ে পিএইচডি ডিগ্রী করতে গেল। সেখানে সে সুনামের সাথে পিএইচডি ডিগ্রী অর্জন করলো এবং সেখানেই স্থায়ী আবাস গাড়লো।
১৫ বছর পর সে দেশে বেড়াতে এলো। তাকে দেশের সেরা বিজ্ঞানী হিসেবে সম্বর্ধনা দেওয়া হবে। সে খুব খোস মেজাজে আছে। মনে মনে সে খুঁজছে তার সেই পুরানো বন্ধুকে। ভাবছে, আহা ব্যাচারা লেখাপড়া করে নি, না জানি তার কী অবস্থা! সে নিশ্চয় তার জীবনের সফলতা দেখে খুশি হত।
প্রচুর করতালির সঙ্গে খ্যাতনামা বিজ্ঞানী পুরস্কার নিতে গিয়ে হতভম্ব হয়ে গেল। পুরস্কার দিতে এসেছেন মহামান্য মন্ত্রী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না বিজ্ঞানী। মন্ত্রী যে আর কেউ নয় তারই ছেলেবেলার বন্ধু! মন্ত্রী মহোদয় তার কাছে এসে কানে কানে বললেন, হারামজাদা,আমার সামনে যদি হাত পেতে কিছু নিবি তাহলে
এত লেখাপড়া করলি কেন?
( গল্প সংগৃহীত, লিখাটা আমার না।) কোন এক বড় আপার পোষ্ট হতে নেওয়া।
sonia sonia
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
sonia sonia
Delete Comment
Are you sure that you want to delete this comment ?