ভর্তি পরীক্ষা নিয়ে মহা দুশ্চিন্তায় কয়েকলাখ শিক্ষার্থী
দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তৃতীয় দফায় পেছানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ। দুই দফায় পেছানো পর অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট-রুয়েট-কুয়েট) গুচ্ছের ভর্তি পরীক্ষা। অন্যদিকে, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রথম দফায় পেছানোর পর পরবর্তীতে স্থগিত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের আর কোন পরীক্ষার আয়োজন করতে পারেনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও দফায় দফায় লকডাউনে এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বারবার পরিবর্তন-স্থগিতে হতাশ লাখ লাখ পরীক্ষার্থী। উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন যেন এখন আশা-নিরাশার দোলাচলে। যথাসময়ে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীরা ৬ মাস বিশ্ববিদ্যালয় জীবন পার করে ফেলতো।
এখন ভর্তির আগেই এক থেকে দেড় বছরের সেশনজটে এসব শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করলেও ভর্তি পরীক্ষার দিনক্ষণ বারবার পেছানোর ফলে মহা দুশ্চিন্তায় রয়েছেন এসব শিক্ষার্থীরা।
বর্তমানে দেশে ৪৬টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে।এবার তিন গুচ্ছে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতটি কৃষি গুচ্ছ এবং তিনটি প্রকৌশল গুচ্ছ রয়েছে।
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে এবার মোট আবেদন পড়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি। এসব শিক্ষার্থীরা আবার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও আবেদন করেছেন।
অন্যদিকে, কিছু এইচএসসি পাস করা শিক্ষার্থী ইতোমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাছাড়া কয়েক লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজে ভর্তি হবে। এসব কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ (২৮ জুলাই)। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ক্লাস করবেন।
২০টি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন গত ২৫ জুন শেষ হয়েছে। তবে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। আগামী মাসের মাঝামাঝি সময়ে এ তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আগামী ৩১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে চলমান করোনা পরিস্থিতির অবনতির ফলে তৃতীয় দফায় পেছানো হয়েছে। এখন আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
চলতি বছর গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও করোনার ঊর্ধ্বগতির ফলে পরীক্ষা আর হয়নি। পরবর্তীতে মে মাসে আবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেও তৃতীয় দফায় অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিইউপি। এরপর মেডিকেল কলেজ ছাড়া কোথাও কোন ভর্তি পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি।
চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর কয়েক ধাপে পরীক্ষা হবে।
আগামী ১২ আগস্ট তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সেটি তৃতীয় দফায় স্থগিত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্টের ভর্তি পরীক্ষার তারিখও স্থগিত করা চলমান কোভিড পরিস্থিতির কারণে।
দুইবার পিছিয়ে আগামী ৪ সেপ্টেম্বর দেশের সাত কৃষি বিষয়ক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া থাকলেও চলমান করোনা পরিস্থিতির কারণে সেটিও চরম অনিশ্চয়তায়। এরই মধ্যে ভর্তি আবেদন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সার্ভারে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা আপলোড করা হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে দুইবার পিছিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা। বর্তমানে বিশ্ববিদ্যালটির ভর্তি পরীক্ষা অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বুটেক্সের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন গ্রহণ চলছে। .............
পরবর্তী অংশ ১ম কমেন্টে...
মেট্রোরেলে ১৩০ জনের চাকরির সুযোগ
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রোরেল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ পাবেন ১৩০ জন। আবেদন করতে হবে ডাকযোগে। আগামী ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী ব্যক্তিকে http://dmtcl.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
পরীক্ষার ফি
পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের বিস্তারিত
খামের ওপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।