পেটে তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রমহিলা ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন—
ডাক্তার: আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অপারেশন করাতে হবে।
ভদ্রমহিলা: বলেন কি ডাক্তার?
ডাক্তার: হ্যাঁ, যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে।
ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ভদ্রমহিলা অন্য এক ডাক্তারের কাছে গেলেন। এই ডাক্তার ভালো করে দেখেশুনে বললেন—
২য় ডাক্তার: কে বলেছে আপনার অ্যাপেন্ডিসাইটিস, আপনার তো গলব্লাডারে পাথর হয়েছে।
ভদ্রমহিলা বাড়ি ফিরে এলে তার বান্ধবী জিজ্ঞাসা করলেন—
বান্ধবী: এখন কী করবে ভাবছ?
ভদ্রমহিলা: ভাবছি প্রথম ডাক্তারের কথাই শুনব। অ্যাপেনডিক্সের অপারেশনের খরচ অনেক কম।