বাস বন্ধ, তো সিএনজি তে যাচ্ছি। চালক কে বললাম ভাই তেলের দাম লিটারে ১৫৳ বৃদ্ধি করেছে আপনারা কি আন্দোলন করবেন না?
উত্তরে বললো তেলের দাম বাড়িয়েছে, আমরা ভাড়াও বাড়িয়েছি। হিসাব বরাবর। আন্দোলন করার দরকার হলে সাধারণ চাকরিজীবী জনগণেরা করুক কারন মাথাব্যথাটা তাদের বেশি হবার কথা। আমি উত্তরে বললাম যাক ভাই আপনি অশিক্ষিত হলেও হিসাব বিজ্ঞান, অর্থনীতি আর পলিটিক্যাল সাইন্স তিনটাই বোঝেন। দেওয়ালে পিঠ ঠেকলে অটোমেটিক সব শিক্ষা শিখে নিবে মানুষ এটাই স্বাভাবিক।
-
দেশ, জনগণ, রাজনীতিবিদ, সবার অন্ততে ঘাঁ সুতরাং সাধারণ গুটিপচড়া ঘাঁ থেকে আস্তে আস্তে ক্যানসারে রূপ নিয়েছে। মলম লাগিয়ে লাভ নাই।Copied
বাসায় ঢুকেই নাদিয়ার মা জুলেখা বেগম ভুরু কুঁচকে বললেন, “এ কেমন বাসা ঠিক করেছ? বড্ড ছিমছাম আর নির্জন। তার উপর শহরের এক মাথায়।”
নাদিয়ার বাবা ফারুক সাহেব তার স্ত্রীর কথা শুনে হাসলেন। বললেন,“ জানো কত কষ্ট করে এই বাসাটা জোগাড় করেছি। শহরের এক পাশে হলেও বাসাটার অনেক সুবিধা।
Read more https://www.anuperona.com/red-circle-anisul-haque/
Selim Reza
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?