প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা যায়;
ভাল থাকা যায় না।
ছেড়ে যাওয়া আর ম/রে যাওয়ার মাঝে অনেক তফাৎ!
প্রিয় মানুষ ছেড়ে গেলে কষ্ট হয়,কান্না পায়।
কিন্তু স্বান্তনাও থাকে আমি আর সে একই আকাশের নিচেই আছি।
প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার চেষ্টা করা যায়,কথা বলা না গেলেও দূর থেকে দেখা যায় তাকে ,মানুষের কাছ থেকে তার খবর নেয়া যায়।
কিন্তু মৃত্যু তো সব পথই বন্ধ করে দেয়।
একবারে যাওয়ার পর চাইলেও ফিরে পাওয়া যায় না, চোখের দেখাও দেখা যায় না,কথা বলা যায় না,তার খবর নেয়া যায় না।
যে হারায় কেবল সে-ই বোঝে এই তীব্র যন্ত্রণা।
যে যায় সে তো সব রেখেই চলে যায়।
জ্বালা তো তাঁর যে থেকে যায়।
চাইলেই তো আর প্রিয় মানুষটির সাথে চলে যাওয়া না;আবার চাইলেও প্রিয় মানুষটিকে ছাড়া ভালো থাকা যায় না।
মরণ যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় তাকে,
এই পৃথিবীর বুকে যে হারিয়েছে তাঁর প্রিয় মানুষটিকে!
লেখাঃ রুসমিতা বিনতে মেহেদী
মোটা মেয়েটা ও প্রানবন্ত থাকতে পারে , তার সাথে যদি তার জীবন সংঙ্গী তাকে ভালবাসতে পারে । একজন মোটা মেয়েকে ও সুন্দরী মনে হতে পারে যদি আপনি তাকে ভালবাসতে পারেন ।
মানুষের জীবনে , ভালবাসার চেয়ে সুন্দর কিছু নেই , মোটা, চিকন , সুন্দর , কালো , খাট এগুলোর বিভেদ শুধু মাত্র এক মানুষের কাছে দেখার সৌন্দর্যর উপর ভিত্তি করে ।
আপনাকে যে যতটুকু ভালবাসবে তার চোখে আপনি তত সুন্দর ।
~মাসুমা ইসলাম নদী
ছবি :- ফারিয়া এবং আনাফ ।
Simanto Das
Delete Comment
Are you sure that you want to delete this comment ?