আপনি অনেক স্ট্রেইট ফরােয়ার্ড, যা মনে আসে গালাগাল
সহ সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা
স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই
ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?
.
কিন্তু ইসলামে এটাকে বলা হচ্ছে - "লুমাযাহ"
যে ব্যক্তি সরাসরি
- কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।
- কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল,চোখ,
মাথা বা ভ্রু দ্বারা)
- কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
- কারাে বংশের নিন্দা করে।
- কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।
-কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।
তারাই মূলত "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।
#আল্লাহ্ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে
বলেছেন, নয়তাে অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী
দিয়েছেন।
[সূরা' হুমাযাহ]
লিও টলস্টয় রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক; এমনকি তাকে বিশ্ব সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। জ্ঞানার্জনে অসীম আগ্রহী; অদম্য অনুসন্ধিৎসু, অফুরন্ত জীবনীশক্তির অধিকারী ও কর্মোদ্যমী এই বিখ্যাত মানুষটির জন্ম ১৮২৯ খ্রিস্টাব্দের ৯ সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে। টলস্টয়ের পুরো নাম কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়।
তিনি মানুষের মধ্যে জীবনবোধ, মনুষ্যত্ববোধ, নীতিবোধ জাগ্রত করতে চেয়েছিলেন। টলস্টয় তাঁর সময়ের বিশিষ্ট প্রগতিবাদী বৈপ্লবিক, সামাজিক ও রাজনৈতিক চিন্তাবিদ।
Read more https://www.anuperona.com/leo-tolstoy-bread/