হঠাৎ একদিন ৯ সংখ্যাটি ৮ কে জোরে এক থাপ্পড় মারল !
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ?
৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে তোকে মারার।
এ কথা শুনে ৮, ৭ কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল।
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি!
একই অজুহাতে, এরপর ৭, ৬-কে;
৬, ৫-কে;
৫, ৪-কে;
৪, ৩-কে;
৩, ২-কে; আর ২, ১-কে মারলো!
হিসাব মতে এবার ১ - শূন্য(০)কে মারা উচিত...
কিন্তু "১" সেটা না করে ,শূন্যকে কাছে নিয়ে বললো, তুই আমার ছোটভাই, সবসময়ে আমার পাশে থাকবি। আমি চাই তোকে যেন কেউ আঘাত করতে না পারে।
সেই থেকে ১ আর শূণ্য (০) মিলে ১০ (দশ) হয়ে
গেলো। এখন সব সংখ্যাই তাকে সন্মান করা শুরু করলো।
ছোট ছোট কারণে বা অকারণে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ না করে, ব্যক্তিগত অহংকার দূরে ঠেলে আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি তাহলে আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।
হঠাৎ একদিন ৯ সংখ্যাটি ৮ কে জোরে এক থাপ্পড় মারল !
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ?
৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে তোকে মারার।
এ কথা শুনে ৮, ৭ কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল।
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি!
একই অজুহাতে, এরপর ৭, ৬-কে;
৬, ৫-কে;
৫, ৪-কে;
৪, ৩-কে;
৩, ২-কে; আর ২, ১-কে মারলো!
হিসাব মতে এবার ১ - শূন্য(০)কে মারা উচিত...
কিন্তু "১" সেটা না করে ,শূন্যকে কাছে নিয়ে বললো, তুই আমার ছোটভাই, সবসময়ে আমার পাশে থাকবি। আমি চাই তোকে যেন কেউ আঘাত করতে না পারে।
সেই থেকে ১ আর শূণ্য (০) মিলে ১০ (দশ) হয়ে
গেলো। এখন সব সংখ্যাই তাকে সন্মান করা শুরু করলো।
ছোট ছোট কারণে বা অকারণে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ না করে, ব্যক্তিগত অহংকার দূরে ঠেলে আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি তাহলে আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।
Md Ashaduzzaman
Delete Comment
Are you sure that you want to delete this comment ?