সময়-সময়, টাকা-টাকা এই দুটির থেকে মূল্যবান কিছু হয়তো দুনিয়াতে আর কিছু নেই।আর সবথেকে কঠিন কাজ হল এই দুটিকে একসাথে নিয়ন্ত্রণ করা। আর আমদের দেশের একটি সহজ ট্রেন্ড হলো শিক্ষিত বেকার। যোগ্যতা থাকার পরও আমাদের কোন একটি কারনে চাকরি ছাড়া বেকার থাকতেই হচ্ছে। বংলাদেশে শিক্ষিত বেকারত্বের হার ১০ দশমিক ৭ শতাংশ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, এভাবে চলতে থাকলে হয়তো খুব শীগ্রই প্রথম স্থান দখল করে ফেলবে।
এই বেকারত্ব নির্মুলের একমাত্র উপায় হলো নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা। আর এর মধ্যে উত্তম নির্বাচন হলো ফ্রিল্যান্সার হওয়া। ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। যার মাধ্যমে নিজে সাবলম্বি হবার পাশাপাশি ধরা যাচ্ছে পরিবারের হাল। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন চাকরি নয় ফ্রিলান্সার হও এবং সরকার থেকে সকল ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়ার ঘোষনা দিয়েছে বাংলাদেশ সরকার।
যদি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার দাড় করাতে চান তাহলে আজ নিকটতম আইটি প্রতিষ্ঠানের সাথে যোগযোগ করে শুরু করে দিন, সফল ফ্রীল্যান্সার হবেন ইনশাআল্লাহ
প্রতিটি দিনই আমি নিজেকে নতুন কিছু দেই - তবে সেটা এখন একটু ব্যতিক্রম! সেই প্রাইমারি জীবন থেকে শিক্ষা শুরু করে এখন অবদি চলছে, এ পথ যেন মস্রিন নয় তবুও কাটা বিছানো পথে চলছি মানুষ হওয়ার লক্ষে।
আজ ডিজিটাল মার্কেটিং ক্লাস থেকে জানতে পারলাম অনলাইন আয় করার পদ্ধতি, কি করে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায়, ফেসবুক মার্কেটিং ইউটিউব ভিডিও তৈরি, ই-মেইল মার্কেটিং, ই-কমার্স বিজনেস করা যায় খুব সহযে, তা শুনেছি কিন্তু আজ জানতে পারলাম কিভাবে সহযে অনলাইন থেকে আয় করা যায়।
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব সারা পৃথিবীতে রয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে অনেক দক্ষ করে তুলতে হবে। কাজ করলে কাজ হয়, কাজ করতে জানতে হয়, জানলে কাজ সহজ হয়
৯৬০ বৎসর বয়সে হজরত আদম (আঃ) অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগন ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে, শুধুমাত্র শীষ (আঃ) পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অনান্য পুত্রদের ফল আনতে দেরী দেখে হজরত আদম (আঃ) পুত্র শীষকে বললেন ”তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া কর, তা হলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন”।
উত্তরে শীষ (আঃ) বললেন “হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন”। আদম (আঃ) বললেন “গন্ধম খাওয়ার কারনে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি “। পিতার কথামত শীষ (আঃ) আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন।
Read more https://www.anuperona.com/shis....h-a-er-biyer-ghotona
Shayla Surovi
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?
Ali Akbor Jamim Biswas
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?