বিরাট কোহলি ঘোষণা করেছেন যে তিনি #vivoipl এর এই মরসুমের পরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকে সরে যাবেন।
তুমি সাবধান হও.!
তোমার শেষ আমলের ব্যাপারে..!
তুমি জান না কখন তোমার শেষ মূহূর্ত এসে যাবে৷
তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য..?
তুমি কি প্রস্তুত কবরের সাওয়াল -জবাবের জন্য.?
তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য..?
হাশরের ময়দানের জন্য.?
হিসাব নিকাশের জন্য.?
আল্লাহকে জবাব দেওয়ার জন্য.?
মিযানের জন্য..?
তুমি কি প্রস্তুত চুলের চেয়ে সুক্ষ তরবারির চেয়ে ধারাল পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য.?
জাহান্নামের ভয়ংকর আযাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছ তো.?
যার ইন্ধন হবে মানুষ এবং পাথর..!
#promotionofislam
একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পতি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
https://www.anuperona.com/lifeboat-and-couple/
একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পতি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
https://www.anuperona.com/lifeboat-and-couple/