আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম (১৫ অক্টোবর ১৯৩১) ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক ও সমাজচিন্তক, ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি (২০০২ – ২০০৭)।
কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ বলা হয়। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।
Read more https://www.anuperona.com/apj-abdul-kalam-quotes/
যুগে যুগে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে।
এক্ষেত্রে আমরা তিনটি যুগে বিভক্ত করে আলােচনা করব।
যেমন- (ক) জাহেলী যুগে নারী নির্যাতন।
(খ) মধ্য যুগে নারী নির্যাতন এবং
(গ) আধুনিক বা বর্তমান যুগে নারী নির্যাতন।
নিয়ে বিভিন্ন যুগে নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হল।
https://islamibarta24.com/2021..../10/31/%e0%a6%a8%e0%
https://samsulhoq.doodlekit.co....m/blog/entry/1855998