★★→ কাউকে কষ্ট দিচ্ছেন?☺ সমস্যা নাই। কষ্ট পেতে পেতে মানুষটার মন শক্ত হয়ে যাচ্ছে।😊
পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে মানুষটা একদিন ড্যাম কেয়ার টাইপ কেউ হয়ে হাসিমুখে চলা শিখে যাবে।😎 কাউকে অবহেলা করছেন?😒 সমস্যা নাই।
আপনার অবহেলা মানুষটার সেলফ রেসপেক্ট বাড়াচ্ছে। নিজের প্রতি যত্নশীল হওয়ার সুযোগ করে দিচ্ছে।💘 কারো সাহায্য ছাড়াই মানুষটা বেঁচে থাকা শিখছে।😷 . কাউকে ঠকাচ্ছেন? সমস্যা নাই।
আপনি আসলে প্রমাণ করছেন, ঐ মানুষটা আপনার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে।💜 নিজেকে সরিয়ে আপনি ঐ মানুষটার লাইফে বেস্ট কাউকে আসার সুযোগ করে দিচ্ছেন।
ইউ আর ডুয়িং আ গ্রেট জব!!👍💔 . কিন্তু কারো সাথে প্রতারণা করতে গিয়ে নিজেকে ঠকালে সমস্যা।👎 . আপনি এমন একজনকে ঠকালেন, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো।
😡 আপনার লাইফে আসা বেস্ট গিফট ছিলো সেই মানুষটা। 👍 আপনি আসলে তাকে ঠকাননি। লাইফের বেস্ট গিফট.টা হারিয়ে নিজেকে ঠকিয়েছেন। আর নিজেকে ঠকালেই সমস্যা।😒
. লাইফটা বুমেরাং এর মতো। আপনি যা দিবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। 👍 হিসেব একচুলও এদিক সেদিক হবেনা। আপনি সেদিন বুঝবেন, ঠকে যাওয়ার অনুভূতি। 💔
হৃদয় হীন ভালোবাসা।