https://vm.xzcs3zlph.com/ZSJnfRV3r/
Posts
Mga gumagamit
Mga pahina
Grupo
Blog
Merkado
Mga kaganapan
Mga laro
Forum
Mga pelikula
Mga trabaho
https://vm.xzcs3zlph.com/ZSJnfRV3r/
উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বেতন আদায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ
উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর থেকে ২৪ মাসের বেশি বেতন ও ফরম পূরণের জন্য নির্ধারিত বোর্ড ফি ছাড়া এর বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিষয়ে শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়াও অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ডাকার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিজ্ঞপিতে উল্লেখ আছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, এইচএসসি পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।
এ ছাড়াও এইচএসসি পরীক্ষা ২০২১ ফরম পূরণ কার্যক্রমের জন্য কোন অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষনিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনা অমান্য: ঢাকা বোর্ডের ৪৮ কলেজের ফরম পূরণ স্থগিত
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ। কিন্তু নির্দেশনা অমান্য করায় ঢাকা বোর্ডের ৪৮টি কলেজের ফরম পূরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। কলেজগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা বোর্ডের নির্দেশনা অনুযায়ি কাজ করেনি। তাই ৪৮টি কলেজের ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা বোর্ড। এক আদেশে এ তথ্য জানায় ঢাকা বোর্ড।
ফরম পূরণ স্থগিত হওয়া কলেজগুলো হলো-
ঢাকার মিরপুরের খান ইন্টারন্যাশনাল কলেজ, নিউ ক্যাসেল কলেজ, হলিফ্যামিলি পাবলিক কলেজ, পল্লবীর বেলাল আহমেদ কলেজ, খিলগাঁওয়ের বাংলাদেশ আইডিয়াল কলেজ, তেজগাঁওয়ের বিকল্প মডেল কলেজ, ঢাকা ইন্ডিপেন্ডেন্ট কলেজ, কাফরুলের গ্লোরি কলেজ, মোহম্মদপুরের ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল কলেজ, নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ, ডেমরার আইডিয়াল ল্যাবরেটরি কলেজ, লালবাগের নতুন পল্টন লাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গুলশানের রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজ, রাজধানীর ধানমণ্ডির কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সমতা কলেজ, সাভারের নিউ সৃষ্টি কলেজ, লিজেন্ড কলেজ, সাভার মডেল কলেজ, কেরাণীগঞ্জ রেসিডেনসিয়ালি কলেজ।
তালিকায় আরও আছে, মানিকগঞ্জ সদরের ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ, ঘিওরের ডা. আব্দুর রহিম খান মহিলা কলেজ, সাটুরিয়ার বালিয়াটী কলেজ, টাঙ্গাইলের মধুপুরের মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ, আউশনারা কলেজ, নাগরপুরের জরিপন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমার্স কলেজ, কিশোরগঞ্জের কুলিয়ারচরের আবুল কাশেম কলেজ, পাকুন্দিয়ার জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদরের লে. কর্নেল (অব করিম ভূইয়া কলেজ, ফরিদপুর সদরের লতিফুন্নেসা রেসিডেন্সিয়াল কলেজ, নগরকান্দা সৈয়দা সাজেদা চৌধুরী হাইস্কুল এন্ড কলেজ ও মধুখালীর ডা. নাহিদা রহমান গার্লস কলেজ।
তালিকায় অন্য কলেজগুলো হল- উত্তরা ত্রিডেন্স কলেজ, ঢাকা সেন্ট্রাল কলেজ, আমেরিকান কলেজ, উত্তরা আইডিয়াল কমার্স কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, দি ব্রিলিয়ান্ট কলেজ, সৃষ্টি সেন্ট্রাল কলেজ, নারায়ণগঞ্জ সদরের কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজ, ফতুল্লার এ্যারিবস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সিদ্ধিরগঞ্জের ইস্টার্ন আইডিয়াল কলেজ, সোনারগাঁর বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুররে টঙ্গীর দি স্কলার্স কলেজ, গোপালগঞ্জ সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কাশিয়ানীর রাতৈল আইডিয়াল কলেজ, মুকসুদপুরের দুরবাশু আদর্শ হাইস্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর পাংশার মাজবাগী জাহানারা বেগম কলেজ।