হৃদে, চোখে, মস্তিস্কে কিংবা কল্পনারই তরে।
যে গেঁথেছে তাঁরে, শ্বাশত চিন্তা-চেতনারই ভিতরে।
যেই দিকে কিংবা কোনো, বস্তুরই অন্তরালে দৃষ্টিপাত করে।
সর্বদায় সর্বময়, সে রূপ দর্শন দেয় তারে।
যেবা ভাগে দ্বীন মিয়া রয়, আমারই ভিতরে,
বলো কারবা আছে সাধ্য, তাঁর ছবি মুছিতে পারে?
-সৈয়দ মামুন চিশতী
লাইলির প্রতি মজনুর এমন পাগলামী দেখে, এক বাদশাহ লাইলিকে বলল। হে লাইলী, তুমি তো মাত্র সাধারণ একটি নারী।
তোমার মাঝে তো অন্য কোন বিশেষ্যত্ব দেখি না!
তবে, কেনো মজনু তোমাকে দেখে এতো পাগল হইলো ?
তার প্রতিত্তরে:-
লাইলি ঐ বাদশাহকে বললেন, হুজুর আপনি তো আমার সেই পাগল মজনু নও, তবে আপনি কি করে জানবেন যে আমার কী বিশেষত্ব? আপনার চাহনি তো আমার মজনুর মতো নয় তবে আপনি কি করে বুঝবেন, আমি আরোও অন্য সকল নারী হতে আলাদা বৈশিষ্ট্যের কী না?
তো বন্ধুগণ,
আপনারা তো মজনু নন-
আপনারা কি করে আমার মুর্শিদের রূপ দর্শন করবেন ?
-সৈয়দ মামুন চিশতী