মেয়েটির নাম আনাহিতা নাচো। পেশায় একজন ফ্যাশন বিউটি ব্লগার। ইরানী এই মেয়েটির বয়স মাত্র ২০বছর। এই অল্প বয়সেই পুরো বিশ্বজুরে আলোচনার কেন্দ্রবিন্দু সে। আলোচনা না বলে অবশ্য সমালোচনা বলাই ভালো হবে।
রিসেন্টলি একটি পডকাস্টে এসেই মূলত ঝড় তুলে ফেলেছে। তার দাবী এই অল্প বয়সেই নিজের সৌন্দর্য বাড়াতে ৩৮৮বার প্লা*স্টিক সা*র্জারি করিয়েছে, যার খরচ বাংলাদেশের মানদন্ডে প্রায় ৬০০কোটি টাকা। তার লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান করে নেয়া। আবার চিকন কোমড়ের রেকর্ড করার জন্য আলাদাভাবে ৮বছর ধরে দিনে শুধু ১কাপ কফি আর ১টুকরো রুটি খেয়েই বেচে আছে বলে দাবী করেছে 😐😐😐
দুনিয়ায় কত যে অদ্ভুত মানুষ। কি সুন্দর মেয়েটা কি বানালো চেহারা। এখন তো দেখে ভয় লাগতেছে, এটা কেমন সৌন্দর্য ????????