রালফ ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রদেশ দাভাও ওরিয়েন্টালে বসবাসকারী ১০ বছর বয়সী এক ছেলে। প্রতিদিন সে এমন এক অদ্ভুত উপায়ে স্কুলে যায়, যা দেখলে যে কেউ বিস্মিত হয়—হাতের ওপর ভর করে হাঁটে। হাঁটুতে জন্মগত সমস্যার কারণে রালফ অন্য শিশুদের মতো চলাফেরা করতে পারে না। ছোটবেলা থেকেই সে নিজের হাতের শক্তি এবং ডান হাতের তিনটি আঙুল ব্যবহার করে চলতে শিখেছে, কঠিন বাস্তবতার সঙ্গে স্বাভাবিকভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে।
এই পথে তাকে উপহাস, আর্থিক সংকট এবং নানা কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। তবুও সে কখনো স্কুলে যাওয়া বন্ধ করেনি বা নিজের স্বপ্ন ছেড়ে দেয়নি। রালফের স্বপ্ন হলো একজন আইনজীবী হওয়া—সব প্রতিকূলতার মাঝেও সে এই লক্ষ্যটিকে দৃঢ়ভাবে সামনে রেখেছে। তার মায়ের অটল সমর্থন, স্থানীয় সরকারের একটি বৃত্তি এবং তাকে বিশ্বাস করা এক আইনজীবীর সহায়তায় রালফ প্রতিদিনই এগিয়ে চলেছে।
তার গল্পটি সে কী হারিয়েছে তা নিয়ে নয়, বরং দৃঢ় সংকল্প ও সহায়তা একসঙ্গে হলে সে কত কিছু অর্জন করতে পারে—সেই কথাই বলে।