এই ১৬ বছর বয়সী মেয়েটি ছোটবেলা থেকেই চুল টানার (trichotillomania) এবং চুল খাওয়ার (trichophagia) অভ্যাস করতো।
এর ফলে তার পাকস্থলীতে চুল জমা হতে থাকলো। চুল হজম হয় না, তাই একেবারে শক্ত বড় একটা গুটি তৈরি হলো।
সে ৬ মাস ধরে পেটের উপরের দিকে ব্যথা, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া, অল্প খাওয়াতেই ভরা লাগা এবং শেষ ২ মাস ধরে বমি করছিল।
গুটিটা পাকস্থলী আর ডিওডেনামের আকারের মডেল বা ছাঁচের মতো তৈরি হয়েছে।
অপারেশনের পর সব ঠিকঠাক হলো, মেয়েটিকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হলো যাতে চুল টানা ও খাওয়ার অভ্যাসের চিকিৎসা করা যায়।