প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।
এভাবে একটি সম্পূর্ণ অক্ষত ভ্রূণকে প্রত্যক্ষ করা অত্যন্ত দূর্লভ অভিজ্ঞতা। এ সময় তার ছোট্ট হাত দুটো সামান্য নড়ছিল। কিন্তু দুঃখজনক কিন্তু অবধারিতভাবে, সেই হৃদয় স্পন্দন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। সে নিঃশব্দে থেমে যায়… নিশ্চুপ হয়ে…
এই দৃশ্যের পর থেকে হৃদয়ের গভীরে বারবার আলোড়িত হচ্ছে কুরআনের সেই আয়াত:
“পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে।”
(সূরা আল-আলাক, আয়াত ১-২)
নীল অপরাজিতার দিকে তাকিয়ে থাকা মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা। যেন তার প্রতিটা পাপড়িতে লেখা থাকে এক অনন্ত অপেক্ষার গল্প। নীল অপরাজিতা মানে এক ফোঁটা শান্তি, একচিলতে নীল কবিতা আর অন্তহীন মুগ্ধতার গল্প।
⏰Time: 10:32 AM
🗓Date: 31-01-2025
⛺Location: Dhunat More, Sherpur, Bogura
📸iStudio Photography