মেয়েটি টানা ৫ বছর চুলে তেল না দিয়ে বেধে রেখেছিল কিন্তু তারপর যা হল বিশ্বাস করবেন না আপনিও।
আসলে কী হয় যদি কেউ ৫ বছর চুলে তেল না দেয় এবং সবসময় চুল বেঁধে রাখে?
✅ চুলের স্বাস্থ্যের উপর প্রভাব:
চুল শুষ্ক হয়ে যেতে পারে, কারণ তেল না দিলে স্ক্যাল্প থেকে স্বাভাবিক ময়েশ্চার চুলের দিকে ঠিকভাবে যেতে পারে না।
চুলে টান বা চিরকাল বেঁধে রাখলে (যেমন টাইট পনিটেইল) “Traction Alopecia” হতে পারে—চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়, চুল পড়তে পারে।
মাথার ত্বকে চুলকানি, ড্যানড্রাফ, এমনকি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে যদি পর্যাপ্তভাবে পরিষ্কার না করা হয়।
চুল জট পাকাতে শুরু করে, যা ড্রেডলক বা ম্যাটেড হেয়ারের মতো হতে পারে। একপর্যায়ে কেটে ফেলাই একমাত্র উপায় হয়।
এ ধরনের গল্পে বলা হয় — ৫ বছর পর মেয়েটির চুল এত জট পাকিয়েছিল যে কাঁচি ছাড়া কিছুই করার ছিল না, বা স্ক্যাল্পে ইনফেকশন হয়েছিল।
তাহলে, এটি পুরোপুরি অসম্ভব নয়। যদি কেউ বছরের পর বছর চুল না ধুয়ে বা না আঁচড়ায়, তেল না দেয় এবং সবসময় শক্ত করে বেঁধে রাখে, তাহলে চুল এবং স্ক্যাল্পের স্বাস্থ্যের ভয়ঙ্কর অবনতি হতে পারে।
✅ চুল সুস্থ রাখতে যা করবেন:
১.নিয়মিত শ্যাম্পু দিয়ে পরিষ্কার রাখুন।
২.সপ্তাহে ১-২ বার হালকা তেল ব্যবহার করুন।
৩.ঢিলে করে চুল বাঁধুন, টাইট না।
৪.নিয়মিত আঁচড়ান, বেশি টানবেন না।
৫.পুষ্টিকর খাবার খান (প্রোটিন, ভিটামিন)।
৬.হিট-স্টাইল বা কেমিক্যাল কম ব্যবহার করুন।
পায়ুপথে সেক্স করলে গনোরিয়া, ফিশ্চুলা, সিফিলিস সহ নানা যৌনবাহিত রোগের সৃষ্টি হতে পারে এতে উভয়ের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে। মলদ্বার ফেটে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। পুরুষাঙ্গে মল ঢুকে ফুলে যাওয়া সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।
মেয়েদের বায়োলজিকাল গঠন কখনো এই পথে যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্ক করার জন্য প্রমোট করে না। পায়ুছিদ্রের কাছে বেশ কিছু সেন্সরি নার্ভ (যা অনুভব করতে সাহায্য করে) থাকায় বহু নারী তা থেকে যৌন তৃপ্তি অনুভব করে। যা এক্ট্রাটিভ এনাল সেক্সুয়াল- (এক ধরনের মানসিক রোগের মত)
অনেক ছেলের যৌন উত্তেজনা আকাশ চুম্বি হওয়ার মনে করে "পর্ণে তো দেখছি সব পথেই সেক্স করে" তাই মনে করে মেয়ে কান্না করলে বা ব্যাথা দিলেতো পুরুষত্ব প্রকাশ পায়'। তাই পায়ুপথে সেক্স করতে চায়। মানুষের পায়ুপথে যোনীর মতো elastic muscle থাকে না, ফলে এটি সহজে stretch হয় না। পায়ুপথের পেছনে থাকে আমাদের শিরদাঁড়ার এক্সটেনশন।
পাশাপাশি পায়ুপথ যোনীর মতো লুব্রিকেটেড থাকে না। তাই, elasticity ও lubricant না থাকায় এই রাস্তা দিয়ে জোর করে সঙ্গম করলে ভয়াবহ যন্ত্রণা, শারীরিক সমস্যা দেখা দেয়। এরকম যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কারনে পায়ুপথে রক্তক্ষরণ ও হেমোরেজিক শক হতে পারে। রক্তক্ষরণের কারণ হলো অতিরিক্ত প্রেশারের কারণে আশপাশের মাসল ছিঁড়ে যাওয়া। সেক্সের জায়গা হচ্ছে যোনি পিছনে নয়,
সর্বশেষ মনে রাখতে হবে -- বায়োলজিকালি শুধু বিজ্ঞান নয়, প্রতিটি প্রধান ধর্মই পায়ু পথে যৌন মিলনকে নিষিদ্ধ করেছে এটা সমকামিতার শামিল। তাই মানসিক রোগীদের মত এ আচরণ থেকে দূরে থাকুন।
এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে সংকীর্ণ শহর। এর নাম ইয়ানজিন।
এটি চীনের ইউনান প্রদেশ নু নদীর দুই তীর ধরে অবস্থিত। দুইপাশে পাহাড়ে ঘেরা এই শহরটি দৈর্ঘ্যে প্রায় ৩০০ মিটার ইন্তু প্রস্থে মাত্র ৩০ মিটার। কিছু কিছু অংশে তো মাত্র ১০ মিটার।
এই শহরে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। বন্যার সময় এখানে রাস্তায় পানি উঠে আসে এবং সেই সময় নৌকাই হয় তাদের একমাত্র বাহন।