ছবিটিতে যে প্রাণীটি দেখা যাচ্ছে, সেটি হলো একটি giant wolffish। এটি একটি সামুদ্রিক মাছ যা উত্তর আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানিতে বসবাস করে।
লম্বায় প্রায় ১.৫ মিটার (৫ ফুট) পর্যন্ত হতে পারে এবং ওজনে ১৮ কেজি বা তার বেশি হতে পারে।
এদের "ওল্ফিশ" (wolffish) বলা হয় কারণ এদের দাঁত এবং মুখের গঠন নেকড়ের মতো ভয়ংকর।
এরা সাধারণত গভীর সমুদ্রের তলদেশে থাকে এবং খুব একটা মানুষের সামনে আসে না।