২০১৩ সালে চীনের এক কারখানার কর্মী জে ওয়ে মারাত্মক এক দুর্ঘটনায় তার পুরো হাতটাই হারিয়ে ফেলেন। কিন্তু ডাক্তাররা হাল ছাড়েননি। তারা সেই কাটা হাতটিকে তার পায়ের সঙ্গে জুড়ে দেন, যেন রক্ত চলাচল বন্ধ না হয়, আর হাতটা বেঁচে থাকে!
হাতটি ছিল একেবারে অবশ, কারণ তখনও স্নায়ু যুক্ত হয়নি। তবে রক্ত চলাচলের কারণে হাতটি গরম থাকত। জে ওয়ে বলেন, তার পা স্বাভাবিকই লাগত, শুধু একটু ভারী মনে হতো।
এক মাস পর, সফল অস্ত্রোপচারে হাতটি আবার তার হাতে ফিরিয়ে আনা হয়। শুরুতে আঙুল নাড়াতে না পারলেও, ধীরে ধীরে স্নায়ু জোড়া লেগে গেলে হাতের কাজ আবার ফিরে পাওয়ার আশা ছিল। এটা শুধু একটা চিকিৎসার গল্প নয়, এটা এক অসাধারণ চেষ্টার আর মানুষের বিশ্বাসের গল্প!
“যেখানে ইচ্ছা, সেখানে উপায় —আর কিছু মানুষ সেই অসম্ভবকেই সম্ভব করে দেখায়!”