মৌনতার দিকে টেনে নিয়ে যাব সমস্তদিক।
প্রচন্ড চুপচাপ আর প্রচলিত মাত্রার শব্দের বাইরে! প্রতিদিন কারো না কারো স্বপ্নে বা এমনি একলা লাগা বিকেল,
যেইসবে সন্ধ্যা কাতর নামে -
নইলে বন্ধুত্বে দাবীদার কেউ,
সেও মানুষের মতোনই
'কাঁধের সমানে হাঁটবার সুখ যারা দেয়'
কথা বলতে আরাম,
আত্মারা আমরা যেমন একই থাকি আসলে ভিতর ভিতর!
এই জীবন? এই জীবনের পরের জীবন;
যদি থাকে,
যদি সত্যিই হয়ে যায়
মানুষের মতোন করে অলৌকিক ঈশ্বরের ডাক!
সব মৌনতার দিকেই যাবে,
যেমন চুপচাপ শাখার সাথে নদী এখনো কোথাও।
#perspective
#premdevota
#সৃষ্টি
ফেসবুকে প্রেম....
টেকনোলজি নিয়ে আমার আগ্রহ বরাবরই কম। প্রয়োজনে যেটুকু চিনতে জানতে হয় ততটুকুই আছে আমার। প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে আমি ফেসবুক ব্যবহার করিনি। শুরুটা করেছিলাম ২০০৮ এ। ২০১৮ এর পর অফ। ২০২১ এ ফের চালু করি। হুট করেই ফেসবুকের সকল ইন্টারফেস বুঝতে ও জানতে একটু বেগ পেতে হল। যাইহোক, আমার অবাক মন আকাংক্ষিত অপশান খুজে নিতে গিয়ে আবিষ্কার করলাম ফেসবুকের বর্তমান ইন্টারফেস খুব যত্ন করেই এমন একটা পার্সোনাল আইডিন্টিটি বা প্রত্যেকের আত্ন জীবনী টাইপ ই-বুক তৈরি করছে। যদি একটা মানুষ ফেসবুক সঠিক ভাবে ব্যবহার করতে জানে। একই সাথে যেমন ব্যক্তির ইমেজ তৈরি করছে তেমনি ব্যক্তিগত তথ্যও চলে যাচ্ছে ইন্টারনেট সার্ভারে। আপনাকে পড়তে বা ইম্প্রেস করে ব্ল্যাকমেইল করার জন্যও হয়তো ডার্কওয়েভের মেধাবী কেউ অপেক্ষা করছে তার মজাটুকু নিতে।
যাইহোক আমার গল্প সেখানে না। ফেসবুকে প্রেম কথাটা শুনলে মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে, একটি ছেলে বা মেয়ে দুজনে ফেসবুক পরিচয় কিংবা ড্রামাটিক গল্প।
আসলে তা বলতে চাইনি। প্রেমটা হতে পারে এমন, কয়েকদিন ধরেই প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। প্রচন্ড ইগোর কারণে, দূরত্ব বাড়ছে।
চাইলেই আপনি কাজটা ফেসবুকে সেরে নিতে পারেন। হয়তো স্ট্যাটাস দিলেন,
দুপুরের যানযটে গাড়িগুলো যেমন কাঁপে,
পকেটে টাকা না থাকলে ক্ষিদায় পেট তেমনি কাঁপে।
ঠিক তার পরপরই প্রতিপক্ষের স্ট্যাটাস এমন হতেও পারে-
কড়াই গোসতের স্পেশাল খিচুড়ির। চেকিং।
আপনি জানেন যে প্রতিপক্ষের তিনি খিচুড়ি পছন্দ করেন না, কড়াই গোসতের খিচুড়ি কেবলই আপনার পছন্দ। আর তাই দেরি না করে আপনি জনতার একজন হয়ে কমেন্ট করতে পারেন এমন -
ট্রিট চাই।
তারপর অনেক ফরমাল কথার আবরণে প্রেমটা চালিয়ে যেতে পারেন। এবং দিনের শেষে একটু হেসে ডেটে বের হতে পারেন।
প্রতিদিনের ঝগড়ায় দূরত্ব বাড়িয়ে অচেনা রাখুন সম্পর্ক। দেখবেন প্রতিদিনই প্রেমটা নতুন লাগবে।
#সৃষ্টি
#premdevota
#perspective