⭐🎯FocuSee Review - Instantly Automate Screen Recordings to Videos on Mac & Windows⭐
What is FocuSee?
FocuSee is a screen recording software that automatically transforms screen recordings into attractive videos with minimal editing effort.
👉👉Feature or Why Needed?
Effortless music creation
Instant custom tracks
Multimodal AI inputs
High-quality background music
Royalty-free music
Extensive customization options
AI Remix feature
AI Radio streams
Genre and mood presets
Flexible instrument selection
Lifetime deal on AppSumo
❤️️❤️️ Best For? 👉👉
Content Creators
Educators
Marketers
Business Professionals
Social Media Managers
To know more, Click 👉👉https://miqbalblog.com/focusee-review/
#focuseereview #focuseereviews2024 #focuseehonestreview #focuseewalkthrough #focuseelifetimedeal #focusee #screenrecordings #videos #mac #windows #automate #panandzoomeffect #socialmedia #interactiveelements #autocaptions
Interim konsulent | Headhunterlisten.dk
Interim konsulenter tilbyder strategiske indsigt til projektbaseret arbejde, hvilket giver virksomheder mulighed for at udnytte specialiserede færdigheder efter behov.
https://headhunterlisten.dk/executive-interim/
‘সীমানাপ্রাচীর’ তৈরি করছে উত্তর কোরিয়া
***********************************************************************
উত্তর কোরিয়া প্রতিবেশী বৈরী দেশ দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভবনের অংশবিশেষ তৈরি করছে, যা আসলে ‘সীমানাপ্রাচীর’ বলে দৃশ্যমাণ হয়েছে। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা কিছু আলোকচিত্র বিশ্লেষণ করে এমনটাই মনে হয়েছে।
বিবিসির একটি বিশেষজ্ঞ দল আলোকচিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছে। বিশ্লেষণে আরও দেখা যায়, দুই দেশের মধ্যবর্তী বেসামরিক অঞ্চলের (ডিএমজেড) নিজের অংশ পরিষ্কার করেছে উত্তর কোরিয়া। এতে করে দুই দেশের দীর্ঘদিনের যুদ্ধবিরতি লঙ্ঘিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিএমজেড হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চলে চার কিলোমিটার প্রশস্ত একটি বেসামরিক অঞ্চল। অঞ্চলটি দুই ভাগে বিভক্ত। যার যার ভাগের অংশ সে সে দেশ নিয়ন্ত্রণ করে।
১৯৫৩ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া অস্ত্রবিরতিতে সম্মত হয়। অস্ত্রবিরতিতে সম্মত হলেও দেশ দুটি এখনো আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি করেনি। তাই কৌশলগতভাবে দেশ দুটির মধ্যে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে।
পিয়ংইয়ং ও সিউলের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এমন একটা সময়ে সীমান্ত অঞ্চলে প্রাচীর তৈরির মতো কর্মকাণ্ডকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
সিউলভিত্তিক এনকে নিউজের সাংবাদিক শ্রেয়াস রেড্ডি বলেন, ‘উত্তর কোরিয়া যা করছে, তাতে আমাদের মনে হচ্ছে, দেশটি সীমান্তে সামরিক উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছে।’
বিবিসির বিশ্লেষণ করে দেখা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট আলোকচিত্রগুলো একটি প্রকল্পের অংশ। সাত কিলোমিটার দীর্ঘ উত্তর কোরিয়া সীমান্তের একটি অংশে কী পরিবর্তন ঘটছে, সেটা বুঝতে পারাই প্রকল্পটির উদ্দেশ্য।
স্যাটেলাইট আলোকচিত্রগুলোতে দেখা যায়, ডিএমজেড অংশের নিকটবর্তী অন্তত তিনটি অংশে প্রাচীর তৈরি করা হয়েছে। প্রাচীর তিনটি করা হয়েছে সীমান্তের পূর্ব দিকের শেষের দিকের প্রায় এক কিলোমিটার অংশজুড়ে।
এসব প্রাচীর কবে তৈরি করা হয়েছে, তার সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত হওয়া যায়নি। কারণ, ওই অঞ্চলে আগে যেসব স্যাটেলাইট ছিল, সেগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ছিল না। তবে এটা নিশ্চিত যে ২০২৩ সালের নভেম্বরে যেসব আলোকচিত্র ধারণ করা হয়েছিল, তাতে এসব অবকাঠামো দেখা যায়নি।
সিউলের আসান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের সামরিক ও প্রতিরক্ষাবিশেষজ্ঞ ড. ইউকে ইয়াং বলেন, ‘আমার ব্যক্তিগত মত হলো, দুই দেশকে আলাদা করার জন্য এবারই প্রথমবারের মতো একটি প্রাচীর তৈরি করা হয়েছে। ১৯৯০–এর দশকে উত্তর কোরিয়া সীমান্তে ট্যাংকরোধী প্রাচীর তৈরি করেছিল। কোনো সময় যুদ্ধ শুরু হলে (দক্ষিণ কোরিয়ার) ট্যাংকের গতি রোধ করতেই তা তৈরি করা হয়েছিল। কিন্তু উত্তর কোরিয়া সম্প্রতি দু-তিন মিটার উচ্চতার যেসব প্রাচীর তৈরি করছে, সেগুলো ট্যাংকরোধী কোনো প্রাচীন নয়। প্রাচীরগুলোর গঠন দেখে মনে হচ্ছে, শুধু ট্যাংকের অগ্রযাত্রা ঠেকানো নয়; বরং ওই অঞ্চলকে আলাদা করাই এসব প্রাচীর তৈরির উদ্দেশ্য।’
source : প্রথম আলো
সিলেটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
***********************************************************************
সিলেটের জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডইয়ার বাসিন্দা বিলাল আহমেদের আড়াই বছরের ছেলে হাবিবুর রহমান এবং একই ইউনিয়নের বারইকান্দি গ্রামের রফিকুল ইসলামের দেড় বছরের মেয়ে মানহা আনজুম। গতকাল বৃহস্পতিবার বিকেলে করগ্রামে ও সন্ধ্যায় বারিইকান্দি গ্রামে দুটি ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দরবস্ত ডাইয়া গ্রামের বিলাল আহমেদ তাঁর স্ত্রী মারজিয়া বেগম ও আড়াই বছর বয়সী ছেলে হাবিবুর রহমানকে নিয়ে বোনের বাড়ি করগ্রামে যান। ওই ঘরের বাড়ির পাশে পুকুর ছিল। বন্যার পানি বেড়ে যাওয়ায় উঠানের সঙ্গে পুকুরের পানি এসে মিশেছিল। বিকেলে মারজিয়া ও হাবিবুর ফুফুর সঙ্গে ঘরে বসে গল্প করছিল। একপর্যায়ে হাবিবুরকে আশপাশে না পেয়ে খোঁজা শুরু করলে বিকেল চারটার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই ইউনিয়নের বারইকান্দি গ্রামের রফিকুল ইসলামের দেড় বছর বয়সী শিশু মানহা আনজুম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির সবার অজান্তে পুকুড়ে পড়ে যায়। একপর্যায়ে শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় অনেকের ঘরেও পানি উঠেছে। উঠানের সঙ্গে অনেকের পুকুর লাগোয়া থাকায় কোনটি পুকুর আর কোনটি উঠান, বোঝা যায় না। ওই দুটি শিশু উঠানে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বন্যার সময় শিশুদের দিকে আলাদা নজর রাখার জন্য আহ্বান জানান ওসি।
অর্ধগলিত লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে একটি বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের পায়ের অংশও পাওয়া যায়নি এবং নিহত ব্যক্তির নাম–পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল বিকেলে গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের ভুগোইল বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৪০ থেকে ৪৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গহড়া গ্রামের পার্শ্ববর্তী ভূগোইল বিলের এক পাশে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ৭ থেকে ৮টি দিন আগে পানিতে পড়েছিল। পানির স্রোতের সঙ্গে লাশটি ভারত থেকে ভেসে এসেছে বলেও ধারণা করা হচ্ছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
source : প্রথম আলো
হাঁড়িভাঙা আমের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে মিঠাপুকুরে: কৃষিমন্ত্রী
***********************************************************************
হাঁড়িভাঙা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁড়িভাঙা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আমচাষিদের প্রণোদনার আওতায় আনা হবে। আজ শুক্রবার বিকেলে মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ‘জিআই পণ্য হাঁড়িভাঙা আম মেলা ও প্রদর্শনী’র উদ্বোধন শেষে সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন।
আব্দুস শহীদ বলেন, ‘হাঁড়িভাঙা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই বিষয়টা বেশি বেশি করে প্রচার করতে হবে। কেননা এই আম আমাদের কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। এখানকার আমচাষিরা তাঁদের সর্বোচ্চ দিয়ে ফলনে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন, আমচাষিদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
source : প্রথম আলো