পার্কিং লটে গাড়ি পাহারা দেয় এই রোবট
***********************************************************************
পার্কিং লটে গাড়ি রেখে সুপারশপে কেনাকাটা করার সময় অনেকেরই মন পড়ে থাকে গাড়ির দিকে। মনে মনে ভাবতে থাকেন, গাড়ি চুরি হয়ে যায়নি তো। অন্য গাড়ি পার্ক করার সময় ধাক্কা দেওয়ার আশঙ্কাও উঁকি দেয় মনের কোণে। সমস্যার সমাধান দেবে ‘নাইটস্কোপ কে ৫’ রোবট।
নাইটস্কোপের তৈরি ডিম আকৃতির রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পথ চলতে পারে। সেন্সর ও ক্যামেরাযুক্ত থাকায় আশপাশের দৃশ্যও ধারণ করতে পারে রোবটটি। ধারণ করা ছবি দূর থেকে দেখা যাওয়ায় রোবটের চারপাশে সহজেই নজরদারি করা যায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে রোবটটি ব্যবহার করছে লোজ সুপার স্টোর।
সূত্র: বিজনেস ইনসাইডার
Source: প্রথম আলো
লিংকডইনেও আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা
***********************************************************************
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কাজের ধরন বা বিবরণ লিখতে পারবেন। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালুর জন্য কাজও শুরু করেছে লিংকডইন।
লিংকডইনের তথ্যমতে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলেই তা সুন্দর করে সাজিয়ে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি। ফলে সহজেই নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। অপর দিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে।
লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। আর তাই চাকরির উপযোগী প্রোফাইল তৈরির জন্য নিয়মিত নিজেদের প্রোফাইল হালনাগাদ করেন ব্যবহারকারীরা। অপর দিকে বিভিন্ন প্রতিষ্ঠানও নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষ কর্মী সংগ্রহ করে। আর তাই চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই টুলটি চালু করা হচ্ছে বলে জানিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।
সূত্র: দ্য ভার্জ
Source: প্রথম আলো
আইফোনে মুছে ফেলা বার্তা উদ্ধার করবেন যেভাবে
***********************************************************************
অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার সময় মনের ভুলে গুরুত্বপূর্ণ বার্তাও মুছে ফেলেন অনেকেই। ফলে মাঝেমধ্যে বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। তবে আইফোনে চাইলেই মুছে ফেলা বার্তা উদ্ধার করা যায়। আইওএস ১৬ অপারেটিং সিস্টেম চলা আইফোনে এ সুবিধা পাওয়া যাবে।
মুছে ফেলা বার্তা উদ্ধারের জন্য প্রথমে আইফোনের মেসেজ অ্যাপের বাঁ পাশে থাকা এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর শো রিসেন্টলি ডিলিটেড অপশন বাছাই করলে মুছে ফেলা বার্তাগুলো দেখা যাবে। এবার যে বার্তা উদ্ধার করতে হবে সেটি নির্বাচন করে রিকভার বাটনে ক্লিক করতে হবে। এবার রিকভার মেসেজে ট্যাপ করে ডান অপশনে ক্লিক করলেই মুছে ফেলা বার্তাটি ইনবক্সে দেখা যাবে।
রিসেন্টলি ডিলিটেড অপশন কাজে লাগিয়ে সর্বোচ্চ ৪০ দিন আগের মুছে ফেলা বার্তাউদ্ধার করা যাবে। তবে সম্প্রতি আইওএস হালনাগাদ করলে আগের মুছে ফেলা কোনো বার্তা উদ্ধার করা যাবে না।। শুধু তা–ই নয়, মেসেজ ফিল্টারিং সুবিধা চালু থাকলেও এডিট বাটন ব্যবহার করা যাবে না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো
ধীরে চলছে আইফোন, গতি বাড়াবেন যেভাবে
***********************************************************************
আইফোন মন্থর বা ধীরগতিতে চলার কিছু কারণ রয়েছে। পুরোনো সফটওয়্যার, তথ্য রাখার জায়গা (স্টোরেজ) ফাঁকা না থাকা, নেপথ্যে চলা অ্যাপের প্রভাবসহ আরও কিছু কারণে গতি কমে আসে। ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হলো, ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের অফিশিয়াল সাপোর্ট পেজে এ সমস্যা সমাধানে সহজ কিছু টিপস দিয়েছে। দেখে নেওয়া যাক কয়েকটি টিপস।
নেটওয়ার্ক পরীক্ষা করা
আইফোনের অ্যাপগুলোর সন্তোষজনক কার্যকারিতার জন্য স্থিতিশীল ইন্টারনেট সংযোগ জরুরি। নেটওয়ার্কে চাপ থাকলে অ্যাপের গতি ধীর হয়। আবার গাড়িতে যাতায়াতের সময় আইফোন ধীরগতির মনে হতে পারে। চলন্ত অবস্থায় মোবাইল নেটওয়ার্ক সংযোগ এক টাওয়ারের আওতায় থেকে অন্যটিতে যায়। তাই এ ধরনের সমস্যায় অপেক্ষা করা, জায়গা পরিবর্তন বা ওয়াই-ফাই ব্যবহার করতে হবে।
নেপথ্যে চলা অ্যাপ বন্ধ
নেপথ্যে চলা অ্যাপ আইফোনের গতি কমাতে পারে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখতে হবে। আইফোন ৮–এর পরবর্তী সংস্করণগুলোতে হোম স্ক্রিনের নিচ থেকে একটু ওপরে সোয়াইপ করলেই নেপথ্যে চলা অ্যাপ দেখা যাবে। তারপর ওপরে সোয়াইপ করে সেগুলো বন্ধ করতে হবে। আর আইফোন–৮ বা এর আগের সংস্করণে হোম বাটনে দুইবার (ডাবল) ক্লিক করলে নেপথ্যে চলা অ্যাপ পাওয়া যাবে। একইভাবে সেগুলো বন্ধ করতে হবে। তবে স্বাভাবিক সময়ে জোর করে অ্যাপ বন্ধে কোনো কাজ হয় না, বরং পরবর্তী সময়ে সে অ্যাপ চালু হতে সময় নেয়।
পর্যাপ্ত স্টোরেজ
স্টোরেজ পর্যাপ্ত ফাঁকা না থাকলে আইফোনের কর্মক্ষমতায় প্রভাব পড়ে। যখন অ্যাপ ইনস্টল, অপারেটিং সিস্টেম হালনাগাদ, গান নামানো বা ভিডিও রেকর্ড হয়, তখন আইওএস স্বয়ংক্রিয়ভাবে জায়গা খালি করে। যেসব অ্যাপ বা ফাইল পুনরায় নামানো যায় বা যেগুলোর দরকার নেই, সেগুলো সরিয়ে দেয় আইওএস। আইফোনে প্রত্যাশিত গতি পেতে এক গিগাবাইট স্টোরেজ ফাঁকা থাকতে হবে।
লো পাওয়ার মোড বন্ধ রাখুন
লো পাওয়ার মোড সুবিধা হলো এটি ব্যাটারির চার্জ ধরে রাখে। ব্যাটারির শক্তি ক্ষয় করা কিছু সুবিধার কাজ সীমিত করে এই সুবিধা। এই মোড চালু থাকলে আইফোনের ব্যাটারি আইকন হলুদ দেখায়। কিন্তু এই মোড চালু থাকলে ফোনের গতি কমে যেতে পারে। তাই আশানুরূপ গতি পেতে তা বন্ধ রাখুন।
ব্যাটারি পরীক্ষা
আইফোনের সর্বোচ্চ কর্মক্ষমতা পেতে ব্যাটারির কার্যকারিতা গুরুত্বপূর্ণ। সময়ের পরিক্রমায় ব্যাটারির সক্ষমতা হ্রাস পেলে তা পরিবর্তনের প্রয়োজন হয়। আইওএস ব্যাটারির অবস্থা সম্পর্কে জানায় এবং প্রয়োজনে পরিবর্তনের সুপারিশ করে। এই জন্য ফোনের সেটিংসের ব্যাটারি অপশনে ব্যাটারি হেলথে ক্লিক করতে হবে। আইফোনেই একমাত্র ব্যাটারি হেলথ অপশনটি আছে।
প্রয়োজনে অ্যাপলের সহায়তা
আইফোনের টাচ স্ক্রিন ঠিকঠাক কাজ না করলে ফোনটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। তারপরও যদি সমস্যা সমাধান না হয় এবং একাধিক অ্যাপসের ক্ষেত্রে এমনটা হয় তবে সহায়তার জন্য ‘অ্যাপল সাপোর্ট’-এ যোগাযোগ করতে হবে।
সূত্র: লাইভমিন্ট ডটকম
Source: প্রথম আলো
জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই ও বিএনএনআরসি
***********************************************************************
তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৩ পেয়েছে বাংলাদেশ সরকারের অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) প্রকল্প এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি)। করোনা মহামারির সময় ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালুর জন্য ই-হেলথ বিভাগে পুরস্কার পেয়েছে এটুআই। অন্যদিকে কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড আইডেনটিটি, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড লোকাল কনটেন্ট বিভাগে পুরস্কার পেয়েছে বিএনএনআরসি।
গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে এই পুরস্কার গ্রহণ করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও ই-গভর্ন্যান্স বিভাগের চিফ স্ট্র্যাটেজিক মো. ফরহাদ জাহিদ শেখ। বিএনএনআরসির পক্ষ থেকে কেউ ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করেননি বলে জানিয়েছেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এম বজলুর রহমান।
এটুআইয়ের তথ্যমতে, ২০২০ সালের ১৩ জুন চালু হওয়া ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’-এর মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে বিভিন্ন চিকিৎসাবিষয়ক পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে। কল সেন্টারটির মাধ্যমে ৯৫ শতাংশ রোগীকে বাড়িতে চিকিৎসাসেবা দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত কল সেন্টারটির মাধ্যমে সাত লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
বিএনএনআরসির পুরস্কার পাওয়া প্রকল্পটি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। শুধু তা–ই নয়, কমিউনিটি রেডিওতে সংখ্যালঘু সম্প্রদায়ের সংবাদ, মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরছে।
Source: প্রথম আলো
অস্কারজয়ী সিনেমাকে ছাড়িয়ে গেল ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’
***********************************************************************
এবারের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-কে ছাড়িয়ে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে উঠেছে এক কিশোরের জীবনের প্রথমবার চুমুর ঘটনা নিয়ে নির্মিত স্প্যানিশ সিনেমা ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’। ৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তির পরপরই ঝড় তুলেছে সিনেমাটি; এই সপ্তাহে অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা।
চুমুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প; গল্পের কেন্দ্রীয় চরিত্র জভিয়ার ১৬ বছর বয়সে জীবনে প্রথমবার চুমু খেয়েছিলেন। এরপরই তাঁর জীবনের বাঁকবদল আসে, একের পর এক ঘোরলাগা ঘটনার মুখোমুখি হতে থাকেন তিনি। ভবিষ্যতে কার সঙ্গে তাঁর প্রেম জমবে—তা আগেই জানতে পারতেন তিনি। একবার জানলেন, এক বন্ধুর প্রেমিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হবে।
‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা আলাউদা রুইজ ডে আজুয়া। এতে জভিয়ার চরিত্রে অভিনয় করেছেন আলভারো সারভান্তেজ; আরও রয়েছেন সিলভিয়া আলনসো, সাসানা আবাইতুয়া।
নেটফ্লিক্সের সেরা ১০ অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় এখন ৪ নম্বর অবস্থানে রয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ-ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।
নেটফ্লিক্সের সেরা ১০ অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় আরও রয়েছে—‘টেন ডেজ অব আ গুড ম্যান’, ‘টুনাইট ইউ আর স্লিপিং উইথ মি’, ‘ব্ল্যাক ক্রাব’, ‘মেন অব প্লাস্টিক’, ‘আনলকড’, ‘চারান্ডিরু’, ‘ইবিজা’ ও ‘ইরাত্তা’।
Source: প্রথম আলো