আমি এমনই, যা ইচ্ছে তাই!
যার যতটুকু দরকার,
ততোটাই!
#সৃষ্টি
#premdevota
আমি এমনই, যা ইচ্ছে তাই!
যার যতটুকু দরকার,
ততোটাই!
#সৃষ্টি
#premdevota
আদুভাই ক্লাস সেভেনে পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো। কারণ ঐ বিশেষ শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কিনা, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন, সে-কথা ছাত্ররা কেউ জানত না। শিক্ষকরাও অনেকে জানতেন না বলেই বোধ হত। শিক্ষকরাও অনেকে তাঁকে ‘আদুভাই’ বলে ডাকতেন।
কারণ নাকি এই যে, তারাও এককালে আদুভাইয়ের সহপাঠী ছিলেন এবং সবাই নাকি ক্লাস-সেভেনেই আদুভাইয়ের সঙ্গে পড়েছেন। আমি যখন ক্লাস সেভেনে আদুভাইয়ের সহপাঠী হলাম ততদিনে আদুভাই ঐ শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাকবোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন।
https://www.golperasor.com/202....2/04/adu-vai-by-abul
আল্লাহতায়ালার রাগের চেয়ে দয়ার পরিমান অনেক অনেক গুন বেশী। তাই বার বার অপরাধ করার গর তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেন। প্রত্যেক মানুষের উচিৎ অপরাধ করার পর স্বীয় অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তার নিকট ক্ষমা চাওয়া,পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য সংকল্প করা। আসুন আমরা সবাই নিজ নিজ অপরাধের জন্য সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাই এবং ভবিষ্যতে আর যেন অপরাধ না করি তার জন্য সংকল্প করি। আশা করা যায় তিনি আমাদের অপরাধ মার্জনা করে দিবেন।
dfreviews
Delete Comment
Are you sure that you want to delete this comment ?