চার্জে থাকা অবস্থায় ল্যাপটপের ফ্যান জোরে শব্দ করে
***********************************************************************
প্রশ্ন: আমার কম্পিউটারে ইদানীং একটি সমস্যা দেখা দিয়েছে। কম্পিউটারটি চালু করলে সবকিছু চলে। এমনকি আরজিবি লাইটও জ্বলে, কিন্তু বুট করতে পারে না অর্থাৎ বারবার রিস্টার্ট হতে থাকে। এ অবস্থায় করণীয় কী? র্যাম ক্লিন করেও আশানুরূপ ফল পাইনি।
সিফাত রহমান
উত্তর: কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সমস্যার জন্য এমনটা হতে পারে। কোনো কারণে অপারেটিং সিস্টেম ক্রাশ (নষ্ট হয়ে যাওয়া) করলে এই সমস্যা হতে পারে। অপারেটিং সিস্টেম মুছে ফেলে আবার ইনস্টল করে দেখা যেতে পারে। অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় যদি আবার রিস্টার্ট হতে থাকে, তবে বুঝতে হবে এটা যন্ত্রাংশের (হার্ডওয়্যার) সমস্যা। র্যাম, হার্ডডিস্ক বা অন্য কোনো যন্ত্রাংশের সমস্যা হতে পারে।
প্রশ্ন: আমি ডেল ইনস্পাইরন-১৩ ৭০০০ ল্যাপটপ ব্যবহার করি। ল্যাপটপটি চার্জ দেওয়া অবস্থায় এর ফ্যান অনেক জোরে শব্দ করে ঘুরতে থাকে। অথচ যখন ব্যাটারিতে চলে, তখন শব্দ বন্ধ হয়ে যায়। এর কারণ ও প্রতিকার কী?
ড. এস এম রশিদুল হাসান, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা
উত্তর: মনে হচ্ছে ল্যাপটপটির অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। চার্জের সময় অ্যাডাপ্টর ল্যাপটপের মধ্যে থাকা ফ্যানে (কুলিং সিস্টেম) বিদ্যুৎ বেশি যাচ্ছে। অ্যাডাপ্টর ত্রুটিপূর্ণ হতে পারে। কিংবা কুলিং সিস্টেমের সমস্যাও থাকতে পারে। এটি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত।
পরামর্শ দিয়েছেন মেহেদি হাসান, হার্ডওয়্যার প্রকৌশলী
Source: প্রথম আলো
আউটলুকে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি
***********************************************************************
মাইক্রোসফটের ই-মেইল অ্যাপ আউটলুকে ভয়ংকর জিরো ডে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটির ফলে মেলওয়্যারযুক্ত ই-মেইল না খুললেও স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রে মেলওয়্যার প্রবেশ করছে বলে সবাইকে সতর্ক করেছে মাইক্রোসফট। ফলে যেকোনো সময় তথ্য চুরির পাশাপাশি সাইবার হামলার কবলে পড়তে পারেন আউটলুক ব্যবহারকারীরা।
মাইক্রোসফট সিকিউরিটি রিসার্চ সেন্টার জানিয়েছে, সিভিই-২০২৩-২৩৩৯৭ নিরাপত্তা ত্রুটিটি খুবই ভয়ংকর। ক্ষতির মাত্রা বিবেচনায় এ ত্রুটিকে ১০ নম্বরের মধ্যে ৯, ৮ হিসাবে বিবেচনা করা হচ্ছে। রাশিয়াভিত্তিক একটি সাইবার অপরাধী দল ইউরোপসহ বিভিন্ন দেশে এ ত্রুটি কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় মেলওয়্যার আক্রমণ চালাচ্ছে। সমাধান না থাকায় যেকোনো সময় এ ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে সাইবার অপরাধীরা।
গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই কারিগরি সমস্যা দেখা দিয়েছিল আউটলুকে। এ সমস্যার কারণে অনেক আউটলুক ব্যবহারকারীর ইনবক্সে অসংখ্য অনাকাঙ্ক্ষিত ই-মেইল (স্প্যাম বা জাঙ্ক ই-মেইল) দেখা যাচ্ছিল। পরে এ সমস্যার সমাধান করে মাইক্রোসফট।
উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।
সূত্র: ফোর্বস
Source: প্রথম আলো
অ্যানিমেশন শোর চিত্রনাট্য লিখল চ্যাটজিপিটি
***********************************************************************
প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত চ্যাটজিপিটি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) তুমুল জনপ্রিয় এই চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দিতে পারে। কম্পিউটার প্রোগ্রামের পাশাপাশি নির্দিষ্ট বিষয়ের ওপর নিবন্ধও লিখে দেয়। এবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যানিমেটেড শো ‘সাউথ পার্ক’–এর নতুন পর্বের চিত্রনাট্য লিখেছে এই চ্যাটজিপিটি। তবে একা নয়, সিরিজের সহনির্মাতা ট্রে পার্কারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছে চ্যাটজিপিটি। আর তাই অ্যানিমেশন শোতে পার্কারের সঙ্গে সহলেখক হিসেবে চ্যাটজিপিটির নামও উল্লেখ করা হয়েছে। চ্যাটবটের মাধ্যমে টেলিভিশন শোর চিত্রনাট্য লেখার ঘটনা এবারই প্রথম।
অ্যানিমেশন শোর নতুন পর্বের কাহিনি গড়ে উঠেছে চ্যাটজিপিটির ব্যবহারকে কেন্দ্র করে। পর্বের শুরুতেই দেখা যায় যুক্তরাষ্ট্রের সাউথ পার্ক এলিমেন্টারি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বাড়ির কাজ (হোমওয়ার্ক) করার জন্য চ্যাটজিপিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটির মাধ্যমে এক শিক্ষার্থী তাঁর মেয়ে বন্ধুদের বিভিন্ন বার্তা পাঠাতে থাকে। এরপর চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ে অ্যানিমেশন শোতে বিভিন্ন মজার ঘটনা ঘটতে থাকে।
উল্লেখ্য, টেলিভিশনে প্রচারিত সাউথ পার্ক অ্যানিমেশন শো শিশুদের কাছে খুবই জনপ্রিয়। অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই অ্যানিমেশন শোর নির্মাতা ট্রে পার্কার এবং ম্যাট স্টোন।
সূত্র: ডেইলি মেইল
Source: প্রথম আলো
যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে নীল টিক দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
***********************************************************************
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ উদ্যোগের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষাসুবিধা পাওয়া যাবে।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় খুদে ব্লগ লেখার সাইট টুইটারের আদলে ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের এই ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীরা।
মেটার তথ্যমতে, চাইলেও সব ব্যবহারকারী নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করতে পারবেন না। শুধু ১৮ বছর বয়সী ব্যবহারকারীরা সরকারি পরিচয়পত্র জমা দিয়ে নীল টিক যুক্ত করতে আবেদন করতে পারবেন।
গত ১৯ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করা হবে। এরপর গত মাসেই পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে নীল টিক সুবিধা চালুর কার্যক্রম শুরু করে মেটা। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা চালু করা হবে।
সূত্র: বিবিসি
Source: প্রথম আলো
শিশুরা বানাল মডেল রকেট, ওড়াল আকাশে
***********************************************************************
শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানচর্চা আরও বেশি বাড়িয়ে তুলতে ও বিজ্ঞানের বিভিন্ন মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে তাদেরকে উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করল ‘রকেট তৈরির কমর্শালা’। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত এই কর্মশালায় ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় শিশুরা নিজেরাই মডেল রকেট তৈরি করেছে। তাদের বানানো রকেট আকাশেও উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে তারা রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, ইতিহাস, রকেটের কার্যপ্রণালী, গাণিতিক হিসাব সম্পর্কে জেনেছে। গাণিতিক হিসাবের মাধ্যমে কীভাবে একটা রকেট আকাশে উড়তে পারে, সে ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। শিশুরা তিন ধরনের মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকল রকেট তৈরি করেছে।
কর্মশালায় এসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এ কর্মশালার মাধ্যমে শিশুদের মনে বিজ্ঞানের বীজ বপন করা হলো। এদের মধ্যে থেকেই আমরা ভবিষ্যৎ বিজ্ঞানীদের দেখতে পাব।’
কর্মশালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ কে এম লুৎফুর রহমান সিদ্দীক ও উদয়ন উচ্চমাধমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম উপস্থিত ছিলেন।
কর্মশালা নিয়ে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান বলেন, ‘খেলার ছলে শিশুদের মহাকাশ বিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন আমরা সারা বছর করে থাকি। দ্রুতই আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি মহাকাশ (স্পেস) অলিম্পিয়াড বাংলাদেশ। এর প্রাক্-নিবন্ধন শুরু হয়েছে। যে কেউ চাইলেই spaceolympiadbd.com থেকে নিবন্ধন করতে পারবে।’
আয়োজনের সহযোগিতায় ছিল হুইসেল, পিক্সেল নেট টেকনোলজিস্ট, ইভেন্ট ফ্লুয়েন্ট ও ই-টিকেটিং পার্টনার ই-সফট।
Source: প্রথম আলো
শাকিব খানের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি
***********************************************************************
ধর্ষণের অভিযোগ তোলা চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। আজ রোববার বিকেলে অভিযোগ নিয়ে রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে যান তিনি। ডিবি বলছে, শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।
‘অপারেশন অগ্নিপথ’–এর অন্যতম প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, শাকিব একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তাঁর দাবি, রহমত উল্লাহ প্রযোজক না হয়েও তাঁর বিরুদ্ধে আজেবাজে ও মিথ্যা বলছেন, প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমরা বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান। আমরা অভিযোগ খতিয়ে ও তদন্ত করে দেখব।
ডিবির এই কর্মকর্তা জানান, তদন্তে রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হারুন আর রশীদ বলেন, ‘শাকিব আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন, যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেই প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে পালাতে পারেন—এ রকম কথা নাকি শুনেছেন তিনি। আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। বাংলাদেশে আছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।’
গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্য ধারণের সময় একজন নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান।
রহমত উল্লাহর নামে মানহানির মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
Source: প্রথম আলো
ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান
***********************************************************************
ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’–এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক; অভিযোগের খবর প্রকাশ্যে আসার তিন দিন পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে এলেন এ চিত্রনায়ক।
গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। তাঁর দাবি, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও শাকিব খানের সাড়া মেলেনি; গতকাল রাতে গুলশান থানায় সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শাকিব খান।
‘আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, বিষয়টি আপনি কী বলবেন,’ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি শাকিব খান; তিনি বলেন, ‘সেই সমস্ত বিষয়গুলোই (মামলা) করতেই আজকে এখানে এসেছিলাম।...কোনো কিছু সংঘটিত হলে আমরা কোথায় যাব? নিজের এলাকার থানায় যাব। থানা পরামর্শ দিয়েছে, মামলাগুলো কোর্টে করলে ভালো হয়। আমি কোর্টে গিয়ে এটা ফেস করব। ’
এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের উদ্যোগে শাকিব খান ও প্রযোজক রহমত উল্ল্যাহর মধ্যে মীমাংসার চেষ্টা করা হয়; প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে কোনো সুরাহা হয়নি বলে গণমাধ্যমের খবরে আসে। এর এক দিন পরই আইনি ব্যবস্থা নিতে থানায় গেলেন শাকিব।
তবে পুলিশ তাঁর মামলা গ্রহণ করেনি, থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শাকিব; তিন দিন ধরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রথমবারের মতো সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন তিনি।
রহমত উল্ল্যাহ তাঁর অভিযোগে দাবি করেছেন, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে মামলা হলে আমি সেখান থেকে আসতে পারি না। অস্ট্রেলিয়ার প্রশাসনের ওপর তাঁর কোনো আস্থাই নেই। ওটা কোনো কেস নম্বর নয়, ইভেন্ট নম্বর। তার পরতে পরতে মিথ্যা। তার প্রথম টার্গেট একটাই কথা, টাকা দেন। ইটস আ ট্র্যাপ।’
আজ দুপুরে সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন শাকিব খান।
Source: প্রথম আলো
আদনান আল রাজীব কেন মেহজাবীনের কাছে এই পরামর্শ চাইলেন
***********************************************************************
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীনের প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেরই মুখে কুলুপ আঁটেন। তবে বাস্তব সম্পর্ক যা–ই থাক, নেট দুনিয়ায় একে অন্যের সঙ্গে মজা করতে ছাড়েন না কেউই। প্রায়ই সামাজিক মাধ্যমে একের অন্যের পোস্টে মজার মন্তব্য করেন। ব্যতিক্রম হলো না এবারও। একটি পত্রিকার ফেসবুক পোস্টের নিচে তাঁদের মন্তব্য-পাল্টা মন্তব্য নজর কেড়েছে ভক্তদের।
কিছুদিন আগেই ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি, শরীর ভালো রাখতে ‘ফ্লার্ট’ করুন অন্য কারও সঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ। পত্রিকাটি এ খবর তাঁদের ফেসবুকেও পোস্ট করে। যে পোস্টের নিচে মন্তব্য করেন আদনান আল রাজীব।
খবরের শিরোনামের দিকে দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন চৌধুরীকে ট্যাগ করে তিনি মন্তব্য করেন, ‘এ ব্যাপারে আপনার কী মতামত?’ উত্তর দিতেও দেরি করেননি মেহজাবীন। তিনি লিখেছেন, ‘মতামত সামনি সামনি বোঝাব...দেখা করো আমার সঙ্গে’। দুই তারকার এমন সরেস মন্তব্যে মজা পেয়েছেন তাঁদের ভক্তরা।
আদনান আল রাজীবের মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি অনুসারী, মেহজাবীনের মন্তব্যে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি।
আদানান আল রাজীব ও মেহজাবীনের মন্তব্য-পাল্টা মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্য করেছেন অনেক ভক্তও। একজন যেমন লিখেছেন, ‘আপনাদের সাহসের তারিফ করতে হয়।’
কিছুদিন আগে আদনান আল রাজীব একটি মন্তব্য মেহজাবীন ভক্তদের নজর কাড়ে। গত বছর বেশ কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেছিলেন মেহজাবীন, সেই পোস্টে গত বছরই মন্তব্য করেছিলেন আদনান। তখন তিনি মন্তব্যে মেহজাবীনের প্রশংসা করে ইমোজি ব্যবহার করেছিলেন। সেই ইমোজির অর্থ মেহজাবীনকে দেখে ‘জ্ঞান হারাচ্ছেন’ আদনান। সেই সময় অবশ্য মন্তব্যটির উত্তর দেননি মেহজাবীন।
সেই গত বছরের একই পোস্টে চলতি বছর আদনান মেহজাবীনের প্রশংসা করে লিখেছিলেন, ‘এগুলো পৃথিবীর বাইরের ছবি।’ এবার মেহজাবীন মন্তব্য করতে দেরি করেননি, ‘তুমি এর কী মানে বোঝাচ্ছ, আমি কি একজন ভিনগ্রহ থেকে আসা মানুষ?’ সেখানে অনেক মেহজাবীন ভক্তের প্রশ্ন, ‘আদনান ভাইয়া বলতে চাইছে—‘আমার ভিনদেশি তারা’। কেউ কেউ লিখেছেন, ‘এত দিন পরে চোখ পড়ল, ভাগ্যবান মেহজাবীন’, ‘বাহ! ভাই আর ভাবির কমেন্ট/রিপ্লাই।’
Source: প্রথম আলো