১৩ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যায় এই ফোনে
***********************************************************************
বাংলাদেশে নতুন ফোন এনেছে ইনফিনিক্স। হেলিও জি৯৯ প্রসেসরে চলা নোট ১২ প্রো মডেলের এ ফোনে ৮ গিগাবাইট র্যাম রয়েছে, যা ১৩ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট রম সুবিধার এই ফোনের দাম ধরা হয়েছে ২৬ হাজার ৪৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে মোট ১০৮ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।
দুটি স্টেরিও স্পিকার সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ফোনটি দ্রুত চার্জও করা যায়।
বাংলাদেশে ইনফিনিক্সের কান্ট্রি ব্যবস্থাপক লিউ ই বলেন, ‘নোট ১২ প্রো মডেলের ফোনটি দৈনন্দিন কাজের পাশাপাশি দ্রুত গেম ও অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। ফলে তরুণদের পাশাপাশি যেকোনো ব্যক্তির কাছে ফোনটি জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি।’
ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসে ব্যবহারকারীরা যেসব সুবিধা পেতেন, তা এখন আর বিনা মূল্যে পাওয়া যাবে না। কিছু সুবিধা শুধু ‘প্রিমিয়াম’ সংস্করণের জন্য ব্যবহারযোগ্য করে দিচ্ছে মাইক্রোসফট। গত মাস থেকেই ৩০ দিন মেয়াদে ‘ফ্রি ট্রায়াল (কেনার আগে বিনা মূল্যে ব্যবহার) কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম। ক্যাপশনের অনুবাদ, কাস্টম টুগেদার মোড, ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টসহ আকর্ষণীয় কিছু সুবিধা শুধু কিনে প্রিমিয়াম সংস্করণে ব্যবহার করা যাবে।
গত মাসে লাইসেন্স নির্দেশনায়ও পরিবর্তন এনেছে মাইক্রোসফট টিমস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিমসের কিছু সুবিধা টিমস লাইসেন্স থেকে টিমস প্রিমিয়াম লাইসেন্সে সরিয়ে নেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাসে প্রিমিয়াম সংস্করণ চালু হবে। ৩০ দিনের জন্য একবার ফ্রি ট্রায়াল নিতে পারবেন ব্যবহারকারী এবং নতুন ফিচারগুলোও উপভোগ করতে পারবেন। প্রিমিয়াম সংস্করণে যেসব সুবিধা পাওয়া যাবে—
• ক্যাপশনের সরাসরি অনুবাদ।
• মিটিং চলাকালে কখন কোনো ব্যবহারকারীর সভা ত্যাগ এবং যুক্ত হওয়ার সময় রেকর্ডে দেখা যাবে।
• টুগেদার মোড নিজের মতো করে সাজানে যাবে।
• ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টের এসএমএস বার্তা।
• টিমস অ্যাডমিন সেন্টারে ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টের বিশ্লেষণ।
এ ছাড়া কাস্টম মিটিং ব্র্যান্ডিং, অ্যাডভান্সড মিটিং প্রটেকশনের কিছু সুবিধাও যুক্ত হবে প্রিমিয়াম সংস্করণে। সভার সময় করা চ্যাট থেকে লেখা কপি করার সুযোগ থাকবে না। সংবেদনশীল আধেয় বা কনটেন্টে মিটিং চলাকালীন প্রতিষ্ঠানগুলো ওয়াটার মার্ক ও লেবেল ব্যবহার করতে পারবে। প্রত্যেক ব্যবহারকারীর জন্য প্রতি মাসে ১০ ডলার মূল্য নির্ধারণ হতে পারে প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের জন্য।
সূত্র: দ্য ভার্জ
Source: প্রথম আলো