এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না।
#omarfarukrakib
এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না।
#omarfarukrakib
অশ্রু
সত্য ভালোবাসার শেষ উপহার।
#omarfarukrakib
ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষ গুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময় গুলো ।
#omarfarukrakib
ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।
#omarfarukrakib
কেউ ভুলে যায় না!
প্ৰয়োজন শেষ,
তাই আর যোগাযোগ রাখে না!
#omarfarukrakib
মানুষ চিনতে ভুল করেছি,
এখন মনে হয়
যাকে আমি আপন ভাবতাম,
সে তো আমার নয়।
#omarfarukrakib
ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।
#omarfarukrakib
চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় ।
#omarfarukrakib
লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷
#omarfarukrakib
একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?
#omarfarukrakib