Linkeei Linkeei
    #ai #best #tructiepbongda #bongdatructuyen #digitalmarketing
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশের সময় আগেই ঠিক করা যাবে
***********************************************************************
ইনস্টাগ্রামের অ্যাপ শিডিউল সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করা যায়। ফলে কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত এক বা একাধিক পোস্ট করা যায় ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা সর্বোচ্চ আড়াই মাস পর্যন্ত পোস্ট শিডিউল করতে পারবেন।

নির্দিষ্ট সময়ে পোস্ট পাঠানোর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার শিডিউল করা পোস্টের ছবি বা ভিডিও নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর পোস্টে ক্যাপশন বা প্রয়োজনীয় ফিল্টার যুক্ত করে অ্যাডভান্সড সেটিংস থেকে ‘শিডিউল দিস পোস্ট’ টগল চালু করলেই তারিখ ও সময় নির্বাচনের অপশন পাওয়া যাবে। অপশনটি থেকে পোস্ট প্রকাশের সময় ও তারিখ নির্বাচন করে শিডিউল বাটনে ক্লিক করতে হবে।

সূত্র: বিজিআর ডটইন

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা চালু করবেন যেভাবে
***********************************************************************
ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। ফেসবুক ব্যবহারকারীর পরিচয় শনাক্তে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা খুবই কার্যকর। আর তাই নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকে অবশ্যই দুই স্তরের নিরাপত্তা-সুবিধা ব্যবহার করতে হবে।

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা-সুবিধা চালুর জন্য প্রথমে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসি শর্টকাট অপশন থেকে নিচে স্ক্রল করে অ্যাকাউন্ট সিকিউরিটিতে থাকা ইউজ টু স্টেপ অথেনটিফিকেশন অপশনে ট্যাপ করতে হবে। এখানে এসএমএস অপশন নির্বাচন করে ফোন নম্বর ও কোড দিলেই দুই স্তরের নিরাপত্তা-সুবিধা চালু হয়ে যাবে। খুদে বার্তা ছাড়াও রিকভারি কোড ও সিকিউরিটি কি দিয়ে টুএফএ সুবিধা চালু করা সম্ভব।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

এই যন্ত্রে চার্জ করা ও মেমোরি কার্ড ব্যবহার করা যায়
***********************************************************************
ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করার সময় ফোন চার্জ করেন অনেকেই। তবে চার্জিং পোর্টের ভিন্নতা থাকায় চাইলেও একসঙ্গে ইউএসবি-এ এবং ইউএসবি-সি পোর্ট ব্যবহারের সুযোগ মেলে না। এ সমস্যার সমাধান দেবে কাসা হাব এ০৭ হাব।

কাসা হাব এ০৭ হাবে সাতটি পোর্ট রয়েছে। এর মধ্যে তিনটি ইউএসবি-এ এবং একটি ইউএসবি-সি পোর্ট। বাকি তিনটি পোর্টের দুটিতে মেমোরি কার্ড এবং একটিতে এইচডিএমআই পোর্ট ব্যবহার করা যায়। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন চার্জ করার পাশাপাশি সহজে তথ্যও বিনিময় করা সম্ভব।

আকারে ছোট হাবটি উইন্ডোজে চলা কম্পিউটারের পাশাপাশি ম্যাকবুক এবং আইপ্যাডের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়। দাম ৯৭ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সোনাসহ ১৩ পদক পেল বাংলাদেশ
***********************************************************************
থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি সোনা, দুটি রুপা, দুটি ব্রোঞ্জসহ আটটি কারিগরি পদক পেয়েছেন বাংলাদেশ দলের সদস্যরা। আজ সোমবার সকালে বিজয়ীদের এ পদক দেওয়া হয়।
১২ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। এবারের প্রতিযোগিতায় ১৪ সদস্যের বাংলাদেশ দল বিভিন্ন বিভাগে মোট ১৩টি পদক পেয়েছে।

প্রতিযোগিতায় রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন অ্যাফিসিয়েনাদোস দলের সদস্য মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা। রোবট ইন মুভির জুনিয়র গ্রুপে রৌপ্যপদক পেয়েছেন রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ ও শবনম খান। ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রৌপ্যপদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম। রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জপদক পেয়েছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন, সাদিয়া আনজুম ও বি এম হামীম এবং রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ্ রহমান ও কাজী মোস্তাহিদ।

কারিগরি পদক পেয়েছেন—ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান, ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান, কাজী মোস্তাহিদ ও আবরার শহীদ, এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী, রোবট ইন মুভি চ্যালেঞ্জ গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী ও আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে জিরোথ দলের নুসাইবা তাজরিন ও মার্জিয়া আফিফা, এফপিভি রেসিং সিমুলেটর বিভাগে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং বিভাগে মো. ওমর করিম, কার্ট রোলিং বিভাগে মো. ওমর করিম ও রোবট গ্যাদারিং বিভাগে মো. ওমর করিম।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। পঞ্চমবারের মতো আয়োজিত এ প্রতিয়োগিতায় রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে বিজয়ী প্রার্থীদের নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় যৌথভাবে জাতীয় পর্ব আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

মাঝে কোথায় হারিয়েছিলেন ‘লুঙ্গি ড্যান্স’ গায়ক হানি সিং
***********************************************************************
একটা সময় তাঁকে ছাড়া বলিউড সিনেমার গানের কথা ভাবাই যেত না। অমিত ত্রিবেদী, প্রীতম, হিমেশ রোশামিয়া কার সঙ্গে কাজ করেননি। হচ্ছিল হানি সিংয়ের কথা। এরপর মাদকাসক্তি, মানসিক অবসাদে ডুবতে বসেন। হারিয়ে ফেলেন নিজের অবস্থান। কোথায় হারিয়েছিলেন হানি সিং? এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন র‍্যাপার। বলেছেন তাঁর পাশে কারা ছিলেন সে তারকাদের কথাও।
বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হয়েছিলেন হানি সিং। চূড়ান্ত মানসিক অবসাদে সরে যান বলিউড থেকে। ভর্তি হতে হয় মানসিক পুনর্বাসন কেন্দ্রে।
তখন ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত গায়কের পাশে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। কোন চিকিৎসা তাঁর জন্য ভালো হবে সেটিও বলে দেন দীপিকা। এ ছাড়া পুরোটা সময় তাঁর খোঁজখবর নিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার।

ভারতের গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে হানি সিং বলেন, ‘সবাই ভীষণ কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। দীপিকাই দিল্লির এক চিকিৎসকের ব্যবস্থা করে দেয়। আমার মতো দীপিকাও একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তবে আমারটা একটু বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল।’

হানি সিং আরও বলেন, ‘শাহরুখ ও অক্ষয় কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, পাঁচ বছর ফোনে কারও সঙ্গে কথা বলিনি, টেলিভিশন দেখিনি। কারণ কিছু দেখলে বা শুনলে বিচলিত হয়ে উঠতাম। তবে শাহরুখ ও অক্ষয় আমার খোঁজ নিয়েছেন।’
২০১৪ সালের পর থেকেই কার্যত হারিয়ে যান জনপ্রিয় এই র‍্যাপার। পরে কয়েকটি সিনেমায় নামমাত্র উপস্থিতি ছিল তাঁর।

তবে ভক্তরা মনে করছেন চলতি বছরই স্বরূপে ফিরবেন তাঁদের প্রিয় গায়ক। ভবিষ্যতে অক্ষয় কুমারের ‘সেলফি’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ তাঁর গান শোনা যাবে। তবে হানি সিং অবশ্য নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন না। তাঁর ভাষ্যে, ‘আমি শ্রমিক মানুষ, কিছু না কিছু ঠিক করে নেব।’

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

আট বছর পর আবার
***********************************************************************
২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন হয়েছিলেন ঝিলিক। ইমরান মাহমুদুল প্রথম রানারআপ। প্রতিযোগিতা থেকে বেরিয়ে একসঙ্গে দ্বৈত গান করেছিলেন ২০১৪ সালে। ‘বেসামাল’ শিরোনামে সেই অডিও গানটি লেজারভিশন থেকে প্রকাশ হয়েছিল। প্রায় আট বছর পর আবারও অডিওর গানে জুটি বাঁধলেন এই ‘সেরাকণ্ঠ’ দুই শিল্পী। ‘কি করে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা।

দীর্ঘদিন বিরতির পর একসঙ্গে গান করা প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘বিরতির অন্য কোনো কারণ নেই। অনেক দিন থেকেই অডিও গানে একসঙ্গে কাজ করব করব মনে করে করা হয়নি। পরিকল্পনা করি, চূড়ান্ত করি, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত ব্যাটেবলে মেলে না। এ কারণেই মাঝে দুজনের অনেক দিনের বিরতি হয়ে গেছে। এবার শেষ পর্যন্ত কাজটি করেছি আমরা। তবে বছর দুয়েক আগে ‘তোকে ছাড়া’ শিরোনামে একটি নাটকের গান করেছিলাম।’

ঝিলিক জানান ‘কি করে’ পুরোপুরি রোমান্টিক একটি গান এবং গল্প বেজ। সাধারণত এ ধরনের গান করার সুযোগ আগে তেমন একটা হয়নি। বলেন, ‘গানটির মধ্য দিয়ে একটি গল্প বেরিয়ে আসে। গানের ভিডিওতে আমাকে অভিনয়ও করতে হয়েছে। আগে এভাবে গান করিনি আমি। কাজটি করতে গিয়ে মজা পেয়েছি।’

২০০৮ সালে সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দুজনের পরিচয়, তারপর বন্ধুত্ব। মাঝে দীর্ঘ সময় একসঙ্গে কোনো গান করা না হলেও দুজনের বন্ধুত্বের জায়গায়টি তেমনই আছে।

ঝিলিক বলেন, ‘সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই আমাদের বন্ধুত্ব। মাঝখানে দুজনের তেমন কাজ না হলেও প্রায় দেখা হয়, গান নিয়ে আড্ডা হয় আমাদের। সেই শুরু থেকে আজও দুজনের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি।’
এ ব্যাপারে ইমরান মাহমুদুল বলেন, ‘সেরাকণ্ঠ থেকে আমরা একসঙ্গে বেরিয়েছি। দারুণ গায় ঝিলিক। অসাধারণ কণ্ঠ তাঁর। তাঁর গানের ভক্ত আমি। সারা বছরই পরিকল্পনা করি দুজন একসঙ্গে গান করব। একসঙ্গে বসে অনেকবার পরিকল্পনা চূড়ান্তও করেছি কিন্তু শেষ পর্যন্ত আর করা হয়নি। এভাবে অনেক বছর পার হয়ে গেছে। কিন্তু এবার আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। একসঙ্গে গান করেছি। আশা করছি, এখন থেকে নিয়মিত কাজ করা হবে।’

‘কি করে’ গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।
এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সৈকত রেজা।

জানা গেছে শিগগির রঙ্গন মিউজিক থেকে ভিডিও আকারে প্রকাশিত হবে গানটি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

পুরস্কার নয় বরং জুটল পোশাক নিয়ে সমালোচনা
***********************************************************************
সেলেনা গোমেজ গানের মানুষ। ব্যক্তিগত সম্পর্কের ঝামেলাসহ শারীরিক ও মানসিক নানা ধরনের অসুস্থতার কারণে কয়েক বছর ধরে সেভাবে তাঁকে গানে পাওয়া যায়নি। তবে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর নতুন করে শুরুর ঘোষণা দিয়েছিলেন সেলেনা। সেই নতুন শুরু হয়েছে; তবে গানে নয়, অভিনয়ে। এবার অভিনয়ের জন্য সেলেনা গোমেজ বাগিয়েছিলেন তাঁর প্রথম ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন। দিন কয়েক আগেই হয়ে গেল পুরস্কার অনুষ্ঠানটি। সেখানে পুরস্কার না জিতলেও পোশাক নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় সেলেনাকে।

৮০তম গোল্ডেন গ্লোবে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হন সেলেনা। এটা তিনি পেয়েছিলেন বহুল প্রশংসিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য। সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি।
গোল্ডেন গ্লোবের আসরে প্রখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড ভ্যালেন্তিনোর পোশাকে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ। ছবি দেখেই বোঝা যাচ্ছিল, ওজন যথেষ্ট বেড়েছে গায়িকা-অভিনেত্রীর।

কেবল ওজন বাড়া নিয়েই সমালোচনা হয়েছে তা নয়, পোশাকটিতে সেলেনার ঊর্ধ্বাঙ্গের অনেকটা অংশ উন্মুক্ত হয়ে ছিল, যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।

নানা সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেলেনা গোমেজ। তবে কড়া উত্তর নয়, ইনস্টাগ্রাম লাইভে বিষয়টি নিয়ে মজা করেছেন তিনি।

সেলেনা বলেন, তাঁর ওজন যে অনেক বেড়েছে, সেটা তিনি ভালোই জানেন। এর কারণও জানিয়ে দেন তিনি, ‘আমার ওজন বেশ বেড়েছে। কারণ, আমি ছুটি উপভোগ করছি।’ ভিডিওতে পাশে থাকা ছোট বোন গ্রেসি ইলিয়ট টিফানি সেলেনার কথায় সমর্থন করেন। তারপর দুজনেই হেসে ওঠেন।

একই বিষয় নিয়ে একটি টিকটক ভিডিও পোস্ট করেন সেলেনা, যা ভক্তরা বেশ পছন্দ করেছেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

আমি রোমান্সে আছি, প্রেমে আছি: শ্রীলেখা
***********************************************************************
‘আমি রোমান্সে আছি, প্রেমে আছি।’ কথাগুলো ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসে গণমাধ্যমকে এমন কথা বললেন তিনি।

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিঙ্গেল মাদার। মেয়েকে নিয়ে তিনি জীবন যাপন করছেন। কথা প্রসঙ্গে বললেন, সিঙ্গেল, বাট নট হ্যাপি টু মিঙ্গেল। (হাসি)। তবে এই সিঙ্গেল জীবনে তিনি ভালো আছেন। বেশ ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘বেশ ভালো আছি। অনেক বয়স হয়েছে। আমার মেয়ের এখন বয়ফ্রেন্ড হওয়ার কথা।’

প্রেমে আছেন, রোমান্সে আছে জানতেই ব্যাখ্যা করে বললেন, ‘প্রেমে আছি বলতে, ওই যে আমার জীবে আমার প্রেম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যার জন্য ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমাদের দেশেও আছে, আমি সেটার বিরুদ্ধে কথা বলি। আমি একটা মুভমেন্টও শুরু করেছি, হ্যাশট্যাগ মাই রিলিজিয়ন অব লাভ। সুতরাং আমার ধর্মই তো প্রেম।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’-এর প্রদর্শনী রয়েছে আজ সোমবার। আজ বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর সিনেমার প্রথম প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর পর দর্শকের সামনে সিনেমাটি নিয়ে কথাও বলবেন তিনি। একই মিলনায়তনে ২১ জানুয়ারি বেলা একটায় সিনেমার আরেকটি প্রদর্শনী রয়েছে।

উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোট পর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন শ্রীলেখা। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছেন, অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণে মনোযোগী হবেন তিনি।

কথা প্রসঙ্গে শ্রীলেখা জানিয়ে রাখলেন, আগামী ফেব্রুয়ারিতে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত ঢালিউড অভিনেতা ফেরদৌসের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এখনো ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় বিস্তারিত জানাতে চাইলেন না।
শ্রীলেখা মিত্র বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীর ভক্ত। তাৎক্ষণিকভাবে জানালেন, ‘চঞ্চল চৌধুরীর অভিনয় তো ভালো লাগে। আরেকজন ভদ্রলোক আছেন, মোশাররফ করিম; হি ইজ অসাম। অসম্ভব ভালো। এর বাইরে বাংলাদেশের আরও অনেকের অনেক নাটক সিনেমা তো দেখি।’

শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তাঁরা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এর কয়েক বছর পর তাঁর বাবার মৃত্যু হয়।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সত্যিই কি জটিল রোগে আক্রান্ত হৃতিক
***********************************************************************
হিন্দি সিনেমার দুনিয়ায় অন্যতম ফিট অভিনেতা মনে করা হয় হৃতিক রোশানকে। নিয়মিত শরীরচর্চা, খাবারের সংযমী—সব মিলিয়ে হৃতিক যে অসুস্থ হতে পারেন, তাঁর অনেক ভক্তই বিশ্বাস করেন না। তবে দিন কয়েক ধরে বলিউড পাড়ায় খবর, জটিল রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। হৃতিক নিজে স্পষ্ট করে কিছু না বললেও বিভিন্ন গণমাধ্যমে তাঁর অসুস্থতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

টম ক্রুজ থেকে ড্যানিয়েল ক্রেগ, অন্য অ্যাকশন তারকাদের মতো ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে হৃতিক রোশনকে। ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময় মাথায় আঘাত পান তিনি। তখন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। ‘ওয়ার’ সিনেমার শুটিংয়ের সময়ও যে তিনি প্রায় মরতে বসেছিলেন, সে কথাও ছবিটি মুক্তির আগে প্রচারণার সময় জানিয়েছেন তিনি।

হৃতিককে নিয়ে অসুস্থতার খবর ছড়ায় কয়েক দিন আগে, যখন তাঁকে একটি বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে দেখা যায়। অনেক ভক্তের মনে তখন শঙ্কা জাগে, তাঁদের প্রিয় অভিনেতা কি জটিল কোনো রোগে আক্রান্ত?
হৃতিক কিছু না বললেও তাঁর ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতা এক ধরনের জটিল রক্তরোগে আক্রান্ত, যা থেকে মুক্তি পেতে বোন ম্যারো প্রতিস্থাপনের মতো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে তাঁকে।

তবে প্রকাশ্যে হৃতিককে দেখে তাঁর মধ্যে অসুস্থতার লেশমাত্র বোঝা যায়নি। দিন দুই আগে তিনি ক্যামেরাবন্দী হন মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের বাইরে। সাবেক স্ত্রী, দুই সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে গিয়েছিলেন তিনি।

এ ছাড়া ভারতের প্রখ্যাত সমালোচক ভরদ্বাজ রঙ্গনের ইউটিউব চ্যানেলেও একটি সাক্ষাৎকার দিয়েছেন হৃতিক। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে কথা বলেছেন তাঁর নতুন ছবি ‘অ্যাকশন’-এর চ্যালেঞ্জ নিয়ে। সেখানেও অসুস্থতা নিয়ে কোনো কথা বলেননি।

শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমিকা সাবা আজাদের সঙ্গে ঘর বাঁধবেন হৃতিক। এ জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি। তাই তাঁর শারীরিক অবস্থা যে আসলে কী, স্বয়ং তিনি মুখ না খুললে সে ধোঁয়াশা পরিষ্কার হবে না।

প্রসঙ্গত, হৃতিকের বাবা অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশান ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ আছেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Linkeei Official
Linkeei Official  
3 yrs

image
Like
Comment
Share
Showing 12183 out of 19212
  • 12179
  • 12180
  • 12181
  • 12182
  • 12183
  • 12184
  • 12185
  • 12186
  • 12187
  • 12188
  • 12189
  • 12190
  • 12191
  • 12192
  • 12193
  • 12194
  • 12195
  • 12196
  • 12197
  • 12198

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund