ভালবাসা এবং বিশ্বাস হারান না,
কারণ ভালোবাসা সবার কাছ থেকে আসে না,
এবং বিশ্বাস সবার উপরে থাকে না।
#omarfarukrakib
ভালবাসা এবং বিশ্বাস হারান না,
কারণ ভালোবাসা সবার কাছ থেকে আসে না,
এবং বিশ্বাস সবার উপরে থাকে না।
#omarfarukrakib
অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে।
#omarfarukrakib
যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়
তখন মানুষ কাঁদেনা চুপ হয়ে যায়।
#omarfarukrakib
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে
ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
#omarfarukrakib
চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো ভালোবেসেছিলে ছিলে কেন?
#omarfarukrakib
চোখ কখনও কখনও শব্দের চেয়ে
ভাল কথা বলে।
#omarfarukrakib
দূর আকাশের মেঘের ফাঁকে হারিয়ে যদি যাও,
সেথায় যদি রূপ কথাতে নতুন বন্ধু পাও,
হাসতে হাসতে দেবো বিদায় বলবো ভালো থেকো,
সুখে থাকার অন্তরালে আমায় একটু মনে রেখো।
#omarfarukrakib
বিশ্বাস একটি ইরেজারের মতো,
এটি প্রতিটি ভুলের পরে ছোট এবং ছোট হয়ে যায়।
#omarfarukrakib
কাউকে এতটা অবহেলা করো না যে,
সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়।
#omarfarukrakib
দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।
#omarfarukrakib