Linkeei Linkeei
    #ai #best #tructiepbongda #bongdatructuyen #digitalmarketing
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

১৩ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায় এই ফোনে
***********************************************************************
বাংলাদেশে নতুন ফোন এনেছে ইনফিনিক্স। হেলিও জি৯৯ প্রসেসরে চলা নোট ১২ প্রো মডেলের এ ফোনে ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা ১৩ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট রম সুবিধার এই ফোনের দাম ধরা হয়েছে ২৬ হাজার ৪৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে মোট ১০৮ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

দুটি স্টেরিও স্পিকার সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ফোনটি দ্রুত চার্জও করা যায়।

বাংলাদেশে ইনফিনিক্সের কান্ট্রি ব্যবস্থাপক লিউ ই বলেন, ‘নোট ১২ প্রো মডেলের ফোনটি দৈনন্দিন কাজের পাশাপাশি দ্রুত গেম ও অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। ফলে তরুণদের পাশাপাশি যেকোনো ব্যক্তির কাছে ফোনটি জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি।’

ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসে ব্যবহারকারীরা যেসব সুবিধা পেতেন, তা এখন আর বিনা মূল্যে পাওয়া যাবে না। কিছু সুবিধা শুধু ‘প্রিমিয়াম’ সংস্করণের জন্য ব্যবহারযোগ্য করে দিচ্ছে মাইক্রোসফট। গত মাস থেকেই ৩০ দিন মেয়াদে ‘ফ্রি ট্রায়াল (কেনার আগে বিনা মূল্যে ব্যবহার) কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম। ক্যাপশনের অনুবাদ, কাস্টম টুগেদার মোড, ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টসহ আকর্ষণীয় কিছু সুবিধা শুধু কিনে প্রিমিয়াম সংস্করণে ব্যবহার করা যাবে।

গত মাসে লাইসেন্স নির্দেশনায়ও পরিবর্তন এনেছে মাইক্রোসফট টিমস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিমসের কিছু সুবিধা টিমস লাইসেন্স থেকে টিমস প্রিমিয়াম লাইসেন্সে সরিয়ে নেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাসে প্রিমিয়াম সংস্করণ চালু হবে। ৩০ দিনের জন্য একবার ফ্রি ট্রায়াল নিতে পারবেন ব্যবহারকারী এবং নতুন ফিচারগুলোও উপভোগ করতে পারবেন। প্রিমিয়াম সংস্করণে যেসব সুবিধা পাওয়া যাবে—
• ক্যাপশনের সরাসরি অনুবাদ।
• মিটিং চলাকালে কখন কোনো ব্যবহারকারীর সভা ত্যাগ এবং যুক্ত হওয়ার সময় রেকর্ডে দেখা যাবে।
• টুগেদার মোড নিজের মতো করে সাজানে যাবে।
• ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টের এসএমএস বার্তা।

• টিমস অ্যাডমিন সেন্টারে ভার্চ্যুয়াল অ্যাপয়েন্টমেন্টের বিশ্লেষণ।

এ ছাড়া কাস্টম মিটিং ব্র্যান্ডিং, অ্যাডভান্সড মিটিং প্রটেকশনের কিছু সুবিধাও যুক্ত হবে প্রিমিয়াম সংস্করণে। সভার সময় করা চ্যাট থেকে লেখা কপি করার সুযোগ থাকবে না। সংবেদনশীল আধেয় বা কনটেন্টে মিটিং চলাকালীন প্রতিষ্ঠানগুলো ওয়াটার মার্ক ও লেবেল ব্যবহার করতে পারবে। প্রত্যেক ব্যবহারকারীর জন্য প্রতি মাসে ১০ ডলার মূল্য নির্ধারণ হতে পারে প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের জন্য।

সূত্র: দ্য ভার্জ

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

১৩ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায় এই ফোনে
***********************************************************************
বাংলাদেশে নতুন ফোন এনেছে ইনফিনিক্স। হেলিও জি৯৯ প্রসেসরে চলা নোট ১২ প্রো মডেলের এ ফোনে ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা ১৩ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট রম সুবিধার এই ফোনের দাম ধরা হয়েছে ২৬ হাজার ৪৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে মোট ১০৮ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

দুটি স্টেরিও স্পিকার সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ফোনটি দ্রুত চার্জও করা যায়।

বাংলাদেশে ইনফিনিক্সের কান্ট্রি ব্যবস্থাপক লিউ ই বলেন, ‘নোট ১২ প্রো মডেলের ফোনটি দৈনন্দিন কাজের পাশাপাশি দ্রুত গেম ও অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। ফলে তরুণদের পাশাপাশি যেকোনো ব্যক্তির কাছে ফোনটি জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি।’

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

বিল গেটস যে স্মার্টফোন ব্যবহার করেন
***********************************************************************
এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মুখে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রশংসা করতে খুব একটা দেখা যায় না। কদাচিৎ যদি এমনটা ঘটে, তবে তা সংবাদের শিরোনাম হয়। এবার তেমনই এক ঘটনা ঘটেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটসের ক্ষেত্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ওয়েবসাইট রেডিট আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসাং স্মার্টফোনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

অনুষ্ঠানে বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন। অনেকেরই ধারণা ছিল, তিনি হয়তো নিজের প্রতিষ্ঠানের তৈরি ভাঁজ করা ফোন সারফেস ডুয়োর কথা বলবেন। সবাইকে চমকে দিয়ে গেটস জানান, বর্তমানে তিনি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ মডেলের ভাঁজ করা ফোন ব্যবহার করছেন।

স্যামসাংয়ের তৈরি এ ফোনের প্রশংসা করে বিল গেটস বলেন, ‘আমি ট্যাবলেট ব্যবহার করছি না কিন্তু এ ফোন আমার বহনযোগ্য কম্পিউটার। দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় স্যামসাংয়ের চেয়ারম্যান লি জে ইয়ং ফোনটি উপহার দেন।’ তবে এবারই প্রথম নয়, আগেও স্যামসাংয়ের তৈরি ফোন ব্যবহার করছেন বলে জানান বিল গেটস।
সূত্র: গ্যাজেটসনাউ ডটকম

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

তিন সেকেন্ডেই কণ্ঠস্বর নকল করবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা
***********************************************************************
মাত্র তিন সেকেন্ডে অডিও রেকর্ড বিশ্লেষণ করে কণ্ঠ নকল করতে পারবে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিটি বিস্ময়কর হলেও এ নিয়ে শঙ্কাও রয়েছে। কেননা, সাইবার অপরাধীরা এ প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ প্রযুক্তির নাম ভ্যাল-ই। মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়া মাইক্রোসফটের এ প্রযুক্তি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। সেই পরিকল্পনাও নেই। তবে উল্টোপিঠে অনেকেই বলছেন, যাঁরা কোনো কারণে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন, তাঁরা নিজের কণ্ঠস্বর শোনার অভিজ্ঞতা পাবেন।

যার কণ্ঠ নকল করা হবে, তার সম্মতি নিয়েই এ কার্যক্রম পরিচালনা করবে মাইক্রোসফট। ভ্যাল-ই প্রযুক্তিকে ৬০ হাজার ঘণ্টা ধরে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি আমেরিকান, ব্রিটিশ ও বিভিন্ন ইউরোপীয় উচ্চারণে কণ্ঠ নকল করতে পারবে। লিখিত পাণ্ডুলিপি থেকে কণ্ঠস্বর তৈরি করবে ভ্যাল-ই।

টুইটারে অনেকেই প্রযুক্তিটি নিয়ে মন্তব্য করেছেন। অনেকে বলছেন, এ প্রযুক্তি কণ্ঠশিল্পীদের জন্য বিপদ ডেকে আনবে। আবার কেউ কেউ বলেছেন, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো কণ্ঠস্বর হারানো ব্যক্তিদের জন্য এটি দারুণ উদ্ভাবন।
সূত্র: ডেইলি মেইল

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

ক্যানসারে আক্রান্ত হয়েও যে কারণে কেমোথেরাপি নিতে চাননি সঞ্জয় দত্ত
***********************************************************************
২০২০ সালের আগস্টে সঞ্জয় দত্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ পায়। এরপর দুই বছর পার হলেও ক্যানসারে আক্রান্ত হওয়া ও চিকিৎসা নিয়ে খুব একটা কথা বলেননি এই অভিনেতা। জানা যায়নি, ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাঁর মানসিক অবস্থার কথা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত। তিনি জানান, ক্যানাসারে আক্রান্ত হলেও শুরুতে কেমোথেরাপিই নিতে চাননি তিনি।
সঞ্জয় দত্তকে যখন জানানো হয় যে তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত, তখন তাঁর সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না। তাঁর স্ত্রী মান্যতা ছিলেন দুবাইতে। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে স্বভাবতই মুষড়ে পরেন অভিনেতা।

কেননা, তাঁর পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে। তাঁর মা নার্গিস দত্ত ও প্রথম স্ত্রী রিচা শর্মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মা ও স্ত্রীর চিকিৎসার সময় দেখেছিলেন, কেমোথেরাপি নেওয়ার সময় তাঁরা কতটা কষ্ট পেয়েছেন। এ জন্যই সঞ্জয় ঠিক করেছিলেন যত কষ্টই হোক, কেমোথেরাপি নেবেন না।

‘শমসেরা’ ছবির শুটিংয়ের সময় হঠাৎ পিঠে ব্যথা অনুভব করেন সঞ্জয়। এই সময় তাঁর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেও প্রথমে তাঁকে ক্যানসারের বিষয়টা জানাননি ডাক্তার। ‘কেজিএফ চ্যাপ্টার ২’–এর অভিনয় যখন তিনি শুরু করেন, তখনই জানতে পারেন শরীরে ক্যানসারের উপস্থিতির কথা।

প্রথমে চিকিৎসা করতে না চাইলে পরে তিনি ভাবেন তাঁর পরিবারের কথা। পরিবারের কথা ভেবে তিনি সিদ্ধান্ত বদলান। চিকিৎসার পর ক্যানসারমুক্ত হয়ে অভিনয়ে ফেরেন। তবে তিনি যখন ক্যানসার আক্রান্ত, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, তখনই ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার শুটিং শুরু করেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

এখন রাজ আমার কথা শুনছে: পরীমনি
***********************************************************************
বছরের শুরুতে হঠাৎ করেই ঢাকাই ছবির তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির সম্পর্কের ফাটল ধরে। দুজনই বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে যান। দুজনের সম্পর্ক নিয়ে সপ্তাহখানেক ধরে টানাপোড়েন চললেও পরে আবার জোড়া লেগেছে। এখন এক বাসায়, একসঙ্গে বসবাস করছেন তাঁরা।

বাসায় ফেরার পর পরীমনি প্রথম আলোকে জানিয়েছিলেন, সন্তানের দিকে তাকিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে রাজকেও এগিয়ে আসতে হবে। তাঁদের সুন্দর জীবনের জন্য রাজকে নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। সেভাবেই তাঁকে বোঝাচ্ছেন পরীমনি।

এ পর্যায়ে এসে পরীমনির সেই চেষ্টার ফলাফল কতটুকু? জানতে চাইলে পরীমনি বলেন, ‘প্রথম দিকে বোঝানোর সময় রাজ একটু পাগলামি করেছে। বেশ কয়েক দিন হয়ে গেল আস্তে আস্তে তার নিজের ভালো বুঝতে পারছে। এখন মোটামুটি ঠিকঠাক হয়েছে সে। আমার কথা রাজ শুনছে। এক দিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।’

এ দিকে ১০ জানুয়ারি সন্তান রাজ্যের বয়স ৫ মাস পূর্ণ হয়েছে। দুজন মিলে বাসায় কেক কেটে সন্তানের বয়স উদ্‌যাপন করেছেন তাঁরা।

পরীমনি বলেন, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে আমরা দুজন মিলে বাবুকে সঙ্গে করে কেক কেটেছি। প্রতিদিনই যেন একটু করে রাজ্য বড় হচ্ছে। এই তো সেদিন রাজ্যের জন্ম হলো, দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল, ভাবলে অবাক লাগে! মনে হচ্ছে, প্রতিদিনই একটু একটু করে রাজ্য বড় হচ্ছে। শুয়ে শুয়ে প্রতিদিনই নতুন নতুন অ্যাক্টিভিটি করছে। তার দিকে তাকিয়ে তাকিয়ে সেসব দেখি, কী যে ভালো লাগে।’

রাজ্যের ‘পরিবর্তন’ নিয়ে পরীমনি আরও বলেন, ‘সপ্তাহখানেক হলো রাজ্যের মধ্যে পরিবর্তন এসেছে। আগে তো সারা রাত ঘুমাত। সকাল ছয়টায় উঠে পড়ত। এখন সারা রাত জেগে থাকে, সকালে ঘুমায়। আমাদের দুজনকেও জেগে থাকতে হয়।’

২০ জানুয়ারি পরীমনির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে। বেশ আগে থেকেই ছবিটির প্রচারে আছেন পরীমনি। এরই মধ্যে ঢাকায় বেশ কয়েকটি স্কুলে প্রচার চালিয়েছেন। শিগগিরই চট্টগ্রামে যাবেন। সিনেমার প্রচারেও সন্তানকে সঙ্গে রাখেন ঢাকাই ছবির এই নায়িকা।

পরী জানালেন, ছবির প্রচারের সময় রাজ্য কান্নাকাটি বা অন্য কোনো সমস্যা করে না। মনে হয়, যেন উপভোগ করে সে। তিনি বলেন, ‘জন্মের পর থেকে পাঁচটা মিনিটও রাজ্যকে ছাড়া থাকিনি। যতই ঝামেলা হোক না কেন, বুকে করে রাখি। বাইরে বের হলে বাবা–মায়েরা ছোট বাচ্চার জন্য ট্রলি ব্যবহার করেন, আমি করি না। আমার কাছে মনে হয়, বড় হয়ে গেলে তখন তো আর বুকে, কোলে নিতে পারব না, তাই এখন মিস করি না। হা হা হা...।’

সম্পর্ক জোড়া লাগার পর বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে রাজ ও পরীমনি সময় কাটাতে দুবাইয়ে যাচ্ছেন। গণমাধ্যমে এ–সংক্রান্ত খবরও বেরিয়েছে। কিন্তু এখন পরী বলছেন, দুবাইয়ে যাচ্ছেন না তাঁরা।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Md Ashaduzzaman
Md Ashaduzzaman  
3 yrs

তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। হলে থাকি। একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস। আব্বা ফোন করে বললেন, ওনারা সবাই খুলনা থেকে রওয়ানা হয়ে গেছেন। আমি যেন এখুনি রওয়ানা হই। আমাকে যেতে হবে সেই বরগুনার বেতাগী উপজেলায়। তখন সকাল দশটা বাজে। আমার একাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল।

বিপদে আপদে কাজে লাগবে বিধায় আব্বাই পাঠিয়েছিলেন। সব টাকা তুলে নিলাম। বটতলী রেল স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে।

https://www.golperasor.com/202....2/08/dark-night-horr

অন্ধকার রাত্রি – ভৌতিক গল্প - Golper Asor
Favicon 
www.golperasor.com

অন্ধকার রাত্রি – ভৌতিক গল্প - Golper Asor

তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। হলে থাকি। একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস। আব্বা ফোন করে বললেন
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

৭ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে শাহরুখ, বিশ্বের সেরা ধনী অভিনেতার তালিকায় আর কারা
***********************************************************************
সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আগে নিয়মিতই থাকতেন তিনি। তবে গত কয়েক বছরে বক্স অফিসে সিনেমা খুব একটা ভালো করেনি, বিজ্ঞাপনের বাজারেও দর হারিয়েছেন শাহরুখ খান। তবে তাঁর প্রযোজিত অনেক সিনেমাই অবশ্য দুর্দান্ত ব্যবসা করেছে। দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছেন। যেখানে ভারত থেকে একমাত্র শাহরুখেরই জায়গা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেতা, স্ট্যান্ড-আপ কমেডিয়ান জেরি সাইনফেল্ড; তাঁর সম্পদের পরিমাণ ১ বিলিয়ন।

দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা, পরিচালক টেইলর পেরি, তাঁরও মোট সম্পদ আছে ১ বিলিয়ন ডলারের। দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতার এই তালিকার তৃতীয় জায়গাটি এই সময়ের অন্যতম বড় তারকা ডোয়াইন জনসনের। তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার।

এরপরের স্থানটিতেই আছেন শাহরুখ খান। জরিপমতে, ভারতীয় অভিনেতার সম্পদের পরিমাণ ৭৭ কোটি ডলার বা ৭ হাজার ৯৫৩ কোটি টাকার বেশি।

সম্পদের পরিমাণে টম ক্রুজ, জর্জ ক্লুনির মতো তারকাকেও ছাপিয়ে গেছেন এ অভিনেতা। অন্তত দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের জরিপ সেটিই বলছে।

চলতি মাসেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। এর মধ্যেই ছবিটির ট্রেলার দিয়ে নেট-দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন অভিনেতা। কেবল ‘পাঠান’-এ নয়, ২০২৩ সারে ‘জওয়ান’ ও ‘ডানকি’ নামে শাহরুখের আরও দুটি সিনেমা মুক্তি পাবে।
‘পাঠান’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি, শাহরুখের অন্য দুই সিনেমার মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

যে কারণে আদালতের দ্বারস্থ হলেন আনুশকা
***********************************************************************
আনুশকা শর্মার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছিল আয়কর বিভাগ। কর ফাঁকির বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশও পাঠায় আয়কর বিভাগ। সেই নোটিশের বিরুদ্ধেই বম্বে হাইকোর্টে চারটি আবেদন করেছিলেন আনুশকা শর্মা। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা।
আনুশকার করা চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় গতকাল বৃহস্পতিবার।

এ দুটি আবেদনের পরের শুনানি হবে আগামী ৬ ফেব্রুয়ারি। এই শুনানির আগেই আনুশকার আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য কর বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত। কর বিভাগ ২০১২-১৩ অর্থবছরে আনুশকার আয় করা ১২.৩ কোটি রুপির বিপরীতে বিক্রয় কর ১.২ কোটি রুপি এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৭ কোটি রুপির বিপরীতে ১.৬ কোটি রুপি ধার্য করে।

আনুশকা তাঁর আবেদনে জানিয়েছেন, কেবল একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁর ওপর কর ধার্য করা হোক। তিনি জানান, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করা এবং বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্যও তাঁর ওপর কর ধার্য করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে এগুলোর কপিরাইট করও। তাঁর দাবি, এগুলো তৃতীয় সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক কাজ। তিনি আরও বলেন, সিনেমায় অভিনয় করলে সেই সিনেমার কপিরাইট স্বত্ব অভিনয়শিল্পীদের কাছে থাকে না।

এ ছাড়া ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরের কর ফাঁকির অভিযোগ রয়েছে আনুশকার বিরুদ্ধে। এগুলোর বিরুদ্ধে করা পিটিশনের শুনানি কবে হবে, তা এখনো জানা যায়নি।

মাতৃত্বকালীন বিরতি নেওয়ায় দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন আনুশকা। তাঁকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। পাঁচ বছর পর ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে আবারও ফিরছেন তিনি। এই ছবিতে ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

কম বাজেটে সিনেমা নির্মাণ শেখাবেন তাঁরা
***********************************************************************
স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে সিনেমার বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত বাজেট না পাওয়ায় অনেক সময় প্রবল ইচ্ছা থাকলেও নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হন অনেক নির্মাতা। তবে চাইলে নির্মাতারা ন্যূনতম বাজেটেও নির্মাণ করতে পারেন সিনেমা। কীভাবে? আগ্রহী তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের সেই উপায়ই বাতলে দেবেন যুক্তরাষ্ট্রের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জন জোস্ট ও বেলজিয়ামের নির্মাতা আনজা স্ট্রেলেক।
ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা জানান, ২১ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোচনা করবেন তাঁরা।

এবারই প্রথমবারের মতো এমন মাস্টারক্লাসের আয়োজন থাকছে। মাস্টারক্লাসে মূলত অভিজ্ঞ নির্মাতারা নিজেদের অভিজ্ঞতার আলোকে নির্মাণপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ ধরনের আলোচনায় অংশ নিতে বাইরে তরুণদের ফি দিতে হয়; তবে ঢাকায় বিনা মূল্যে যে কেউ এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ন্যূনতম বাজেটে সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনার পাশাপাশি ক্যামেরা পরিচালনা, প্রাকৃতিক আলোর ব্যবহার, সম্পাদনাসহ নানা বিষয়ে আলোচনা হবে। দিনভর এ আয়োজনের আরেক সেশনে আলোচনা করবেন ঢাকার চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ও নির্মাতা তাসমিয়াহ্ আফরিন। চিত্রনাট্য কীভাবে উপস্থাপন করতে হয়, তা নিয়ে আলোচনা করবেন সাদিয়া খালিদ। সিনেমার প্রকল্প উপস্থাপনের বিষয়ে আলোচনা করবেন তাসমিয়াহ্ আফরিন।

মাস্টারক্লাসের সমন্বয় করবেন ঢাকার চিত্রসমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু। ১৪ জানুয়ারি বাংলাদেশি সিনেমা জেকে-১৯৭১ দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। ২২ জানুয়ারি পর্যন্ত ৭০টি দেশের ২৫৪টি সিনেমা দেখানো হবে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Showing 12183 out of 19177
  • 12179
  • 12180
  • 12181
  • 12182
  • 12183
  • 12184
  • 12185
  • 12186
  • 12187
  • 12188
  • 12189
  • 12190
  • 12191
  • 12192
  • 12193
  • 12194
  • 12195
  • 12196
  • 12197
  • 12198

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund