দিল্লীর শ্রদ্ধা, আফতাব নামের ছেলের প্রেমে পড়ে। অন্য ধর্মের ছেলে বলে পরিবার মেনে নেয়নি। তাই ভালবেসে পরিবার, বন্ধু, শহর ছেড়ে মুম্বাই পাড়ি জমায়। সেখানে একসাথে থাকতে শুরু করে। কিন্তু লিভ ইন পার্টনারকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে আফতাব শ্রদ্ধাকে খুন করে লাশ ৩৫ টুকরা করে সেই লাশ ফ্রিজে রেখে দেয়। এরপর বিভিন্ন সময় ঘুরে ঘুরে ১৮ দিন ধরে শহরে সেই টুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
এদিকে যে পরিবার ছেড়ে সে এসেছিলো সেই তারা সোশ্যাল মিডিয়াতে যে মেয়ে এতো রেগুলার তার কোনো পোস্ট না দেখে, চিন্তিত হয়। এরপর ফোন করেও না পেয়ে বাবা নিজেই মুম্বাই আসেন মেয়েরে খুঁজতে। এরপর পুলিশে রিপোর্ট করেন। ১৮ মে খুন হওয়া মেয়ের খুনের রহস্য এখন সমাধা হয়েছে প্রেমিককে গ্রেফতার করার পরে।
যে পরিবারকে শ্রদ্ধা ছেড়ে এসেছিলো তারাই দূর থেকে মেয়ের খোঁজ নিয়েছে, মেয়ের সোশ্যাল মিডিয়া এক্টিভিটি দেখেছে, মেয়ের জন্য কাঁদলে আজকে তারাই কাঁদছে। পরিবার সংসার ধর্ম সব পিছনে ফেলে কার পিছনে যাচ্ছেন একটু ভাবেন। দুই একটা ব্যতিক্রম হয়তো আছে, কিছু বাবা মা খারাপ আছেন, কিন্তু রক্তের বাঁধনের চেয়ে বড় কিছু নেই। বাবা মায়ের ভালবাসার চেয়ে কেউ বেশি ভালবাসে না। কেউ না।